নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
খুব করে মন চায়, তাই বাধি সুর,
গানে গানে খুঁজে ফিরি সুখের অচিনপুর।
চোখ চায় তাই দেখি,দূর বহুদূর।
তুমি পাশে এলে লাগে স্বপ্ন মধুর।
হাওয়া দোলে চুল খুলে, তুমি এলোকেশী।
কেনগো কি কাজে করো হাসাহাসি।
এসো তবে বসে খাও, এক খিলি পান।
চাইলে শোনাতে পারি প্রিয় কোন গান।
২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৯
ইসিয়াক বলেছেন:
করোনা চলে গেলে পান খাওয়ার নেমন্তন্ন রইলো প্রিয় কবি।
২| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩৯
নীল আকাশ বলেছেন: পানের ছবি খুব লোভনীয় হয়েছে। দেখে খেতে ইচ্ছে করছে।
২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫০
ইসিয়াক বলেছেন:
করোনা চলে গেলে সবার জন্য পান খাওয়ার দাওয়াত রইলো প্রিয় ভাইয়া।
৩| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫১
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো আপু।
ভালো থাকুন সবসময়।
৪| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৬
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লেখা ।
২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫২
ইসিয়াক বলেছেন:
কৃতজ্ঞতা রইলো মহী ভাই। শুভকামনা।
৫| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৮
জোবাইর বলেছেন: কবিতার সাথে পান দিয়েছেন, গান তো দেন নাই। একটা প্রিয় গানও যদি যোগ করে দিতেন তাহলে পান খেতে খেতে গানটি শুনতাম আর কবিতাটি পড়তাম । কবিতা সুন্দর হয়েছে।
২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫৪
২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫৫
ইসিয়াক বলেছেন:
করোনা চলে গেলে অবশ্যই সবাইকে পান খাওয়াবো।
একটা বৃষ্টির গান শুনুন।
শুভকামনা।
৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময় কবি দা
২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৫২
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
৭| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৩
জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম।
কবির প্রতি সুভ্রচ্ছা জানাই।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৩
ইসিয়াক বলেছেন:
আপনার প্রতিও শুভেচ্ছা সহকৃ তজ্ঞতা রইলো প্রিয় স্বপন ভাইয়া।
শুভবিকাল।
৮| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৩
পদাতিক চৌধুরি বলেছেন:
চলবে। তবে ট্যোবাকো যেন না থাকে।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৫
ইসিয়াক বলেছেন:
আচ্ছা তামাক দেবো না। আপনি কি মিষ্টি পান খান?
৯| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: আমি কোনোদিন পান খাই নি।
এমন কি বিয়ে বাড়িতেও না।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৫
ইসিয়াক বলেছেন:
এতোক্ষণ কোথায় ছিলেন?
১০| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো সেলিম ভাই।
শুভকামনা।
১১| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
নৃ মাসুদ রানা বলেছেন: মন আরও কি চায়?
২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৩২
ইসিয়াক বলেছেন:
কত কিছুই তো চায় ভাইয়া। ধন্যবাদ
১২| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:২৫
শের শায়রী বলেছেন: প্রিয় কবি, এই গানটা শুনিয়ে দিয়েন অথবা শুনে নিয়েন পানেওয়ালীর থেকে
২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৪
ইসিয়াক বলেছেন: এই গান আমার বহুবার শোনা প্রিয় ভাইজান।
ভিসিআর এ আমার দেখা চতুর্থ ছবি ছিলো এটা। তখন ভিসিআর ভাড়া করে আনা হতো। আর সারারাত ধরে পরপর ছবি দেখা হতো নির্দিষ্ট সময় পর্যন্ত।
যেহেতু ভোটের সময় দুই তিন রাত ধরে প্রচারিত পূর্ণ দৈঘ্য বাংলা ছায়াছবি দেখার অভ্যাস ছিলো তো রাত জেগে ভিসিআর দেখাতে কোন সমস্যাই হতো না। অভিজ্ঞতা বলে কথা
১৩| ২৯ শে জুন, ২০২০ ভোর ৬:৩৫
শুভ্রনীল শুভ্রা বলেছেন: পানের ফটো দেখে খেতে মন চাইছে!
২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১
ইসিয়াক বলেছেন:
করোনা চলে গেলে একদিন পান খাওয়ার দাওয়াত রই্লো আপু।
শুভকামনা সবসময়।
১৪| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১:৩০
তারেক ফাহিম বলেছেন: সুন্দর
সব রকমের মশলা আছেতো পানে?
২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১
ইসিয়াক বলেছেন:
হা হা হা........জর্দাবাদে সব মশলা আছে ভাইয়া।
১৫| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি সুন্দর একখান মুখ পাইতাম
মইশখাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।
- শেফালী ঘোষ (চাঁটগাইয়া শিল্পী)
২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৩
ইসিয়াক বলেছেন: যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।
যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।
একদিনের লাই ডাকি তারে
একদিনের লাই ডাকি তারে
হাউশের পিরীত শিখাইতাম
আমি হাউশের পিরীত শিখাইতাম
মইশখাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।
যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।
নয়া মুখের নয়া হথা হুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত হাসিরো ভিতর।
নয়া মুখের নয়া হথা হুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত হাসিরো ভিতর।
প্রেমের মালা দুনো হাতে
প্রেমের মালা দুনো হাতে
তারে গলাত পরাইতাম।
আমি তারে গলাত পরাইতাম
মইশখাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম
যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।
রসের হথা, রসের পিরীত যদি ন জানে
দুইয়ান একখান কইতাম তারে প্রেমের কারণে
রসের হথা, রসের পিরীত যদি ন জানে
দুইয়ান একখান কইতাম তারে প্রেমের কারণে।
নরো-নারীর হাউশের পিরীত
নরো-নারীর হাউশের পিরীত
কি মজা তারে বুঝাইতাম
আমি কি মজা তারে বুঝাইতাম।
মইশখাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম
যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।
একদিনের লাই ডাকি তারে
একদিনের লাই ডাকি তারে
হাউশের পিরীত শিখাইতাম
আমি হাউশের পিরীত শিখাইতাম
১৬| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতা পরে আমার একটা পুরানো বাংলা ছবির গানের কথা মনে পড়ছে;
যদি সুন্দর একটা মুখ পাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম
৩০ শে জুন, ২০২০ ভোর ৫:৫৪
ইসিয়াক বলেছেন:
হ্যাঁ .....।ছবির নাম অনুভব। শাবান উজ্জ্বল এর ছবি।১৯৭৭ সালের ছবি। কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমীন। গানটা আমার খুব প্রিয়.......
https://www.youtube.com/watch?v=AL1hWo5gTZo
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩৫
বিজন রয় বলেছেন: বহুদিন পান খাওয়া হয় না।
এখন মনে করিয়ে দিলেন!