|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
কত হাসি, কত ব্যথা,স্মৃতি বিজড়িত ক্ষণ।
প্রতি পলের ভাঁজে  ভাঁজে   জীবনের সাতকাহন। 
হঠাৎ উঠলো ঝড়, সাঙ্গ হলো খেলা।
চোখ মেলে তাকিয়ে দেখি, শূন্য বালুকাবেলা।
এমন দিন আসবে  কখনো দীর্ঘ  চলার পথে,
স্বপ্নেও  আমি কল্পনায় আঁকিনি,  বাস্তবেও কোন মতে।
চারদিকে হাহাকার ভরা, হতাশার আঁধার।
জটিল সমীকরণে জীবন, গোলক ধাঁধাঁর।
জীবন যাপন মুখোমুখি এখন, কঠিন বাস্তবতায়,
যাপিত জীবনের দুঃখ ব্যাথা সযতনে লুকাতে হয়।  
ছবিঃ গুগল থেকে
 ৩২ টি
    	৩২ টি    	 +৬/-০
    	+৬/-০  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:১৬
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:১৬
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ সহ শুভকামনা রইলো আপু।
শুভসকাল
২|  ০১ লা জুলাই, ২০২০  দুপুর ২:৩২
০১ লা জুলাই, ২০২০  দুপুর ২:৩২
নেওয়াজ  আলি বলেছেন: মানবিক ও মননশীল, সামাজিক ও সৃজনশীল  একজন জন্মদাতাকে শ্রদ্ধা ।  happy birthday 
  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:১৭
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:১৭
ইসিয়াক বলেছেন: 
মন্তব্যে ভালো লাগা।কৃতজ্ঞতা জানবেন মহী ভাই।
৩|  ০১ লা জুলাই, ২০২০  বিকাল ৩:০৬
০১ লা জুলাই, ২০২০  বিকাল ৩:০৬
শের শায়রী বলেছেন: দৃষ্টিজালে জড়ায় ওকে হাজারখানা চোখ,
          ধ্বনির ঝড়ে বিপন্ন ওই লোক।
জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে,
          দোহাই ওগো, তাদের দলে লও এ মানুষটাকে--
সজনে পাতার মতো যাদের হালকা পরিচয়,
          দুলুক খসুক শব্দ নাহি হয়।
          সবার মাঝে পৃথক ও যে ভিড়ের কারাগারে
                   খ্যাতি-বেড়ির নিরন্ত ঝংকারে।
          সবাই মিলে নানা রঙে রঙিন করছে ওরে,
                   নিলাজ মঞ্চে রাখছে তুলে ধরে,
                   আঙুল তুলে দেখাচ্ছে দিনরাত;
কোথায় লুকোয় ভেবে না পায়, আড়াল ভূমিসাৎ।
                   দাও-না ছেড়ে ওকে
স্নিগ্ধ -আলো শ্যামল-ছায়া বিরল-কথার লোকে,
                   বেড়াহীন বিরাট ধূলি-'পর,
সেই যেখানে মহাশিশুর আদিম খেলাঘর।
ভোরবেলাকার পাখির ডাকে প্রথম খেয়া এসে
          ঠেকল যখন সব-প্রথমের চেনাশোনার দেশে,
নামল ঘাটে যখন তারে সাজ রাখে নি ঢেকে,
ছুটির আলো নগ্ন গায়ে লাগল আকাশ থেকে--
          যেমন করে লাগে তরীর পালে,
যেমন লাগে অশোক গাছের কচি পাতার ডালে।
          নাম ভোলা ফুল ফুটল ঘাসে ঘাসে
                   সেই প্রভাতের সহজ অবকাশে।
ছুটির যজ্ঞে পুষ্পহোমে জাগল বকুলশাখা,
ছুটির শূন্যে ফাগুনবেলা মেলল সোনার পাখা।
ছুটির কোণে গোপনে তার নাম
আচম্কা সেই পেয়েছিল মিষ্টিসুরের দাম;
কানে কানে সে নাম ডাকার ব্যথা উদাস করে
          চৈত্রদিনের স্তব্ধ দুইপ্রহরে।
আজ সবুজ এই বনের পাতায় আলোর ঝিকিঝিকি
          সেই নিমেষের তারিখ দিল লিখি।
তাহারে ডাক দিয়েছিল পদ্মানদীর ধারা,
কাঁপন-লাগা বেণুর শিরে দেখেছে শুকতারা;
          কাজল-কালো মেঘের পুঞ্জ সজল সমীরণে
নীল ছায়াটি বিছিয়েছিল তটের বনে বনে;
          ও দেখেছে গ্রামের বাঁকা বাটে
          কাঁখে কলস মুখর মেয়ে চলে স্নানের ঘাটে;
          
          সর্ষেতিসির খেতে
দুইরঙা সুর মিলেছিল অবাক আকাশেতে;
          তাই দেখেছে চেয়ে চেয়ে অস্তরবির রাগে--
          বলেছিল, এই তো ভালো লাগে।
সেই-যে ভালো-লাগাটি তার যাক সে রেখে পিছে,
কীর্তি যা সে গেঁথেছিল হয় যদি হোক মিছে,
          না যদি রয় নাই রহিল নাম--
এই মাটিতে রইল তাহার বিস্মিত প্রণাম। 
শুভ জন্মদিন প্রিয় কবি। কবিগুরুর সেজুতি থেকে আপনার স্মরনে তুলে দিলাম, আমি তো কবি না। তবে ভালোবাসা জানবেন।
  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২০
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২০
ইসিয়াক বলেছেন: 
হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসারিত ভালোবাসা। মাথা পেতে নিলুম।
নিরন্তর শুভকামনা প্রিয় ভাইজান।
৪|  ০১ লা জুলাই, ২০২০  বিকাল ৩:২২
০১ লা জুলাই, ২০২০  বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন । নিরন্তর শুভকামনা ।
  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২১
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২১
ইসিয়াক বলেছেন: 
আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়।
৫|  ০১ লা জুলাই, ২০২০  বিকাল ৪:৪৬
০১ লা জুলাই, ২০২০  বিকাল ৪:৪৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
 
  
এক জন মানুষের জন্ম পৃথিবীতে একটি অসাধারণ ঘটনা। 
 অসাধারণ একটি ব্যাপার । 
এই অসাধারণ ব্যাপারটি আজকের দিনে ঘটেছিল । 
শুভ জন্মদিন, প্রিয় ব্লগার।
  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২২
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২২
ইসিয়াক বলেছেন: 
শুভকামনা রইলো প্রিয় সাজ্জাদ ভাই।
সুপ্রভাত।
৬|  ০১ লা জুলাই, ২০২০  বিকাল ৪:৪৮
০১ লা জুলাই, ২০২০  বিকাল ৪:৪৮
কবীর হুমায়ূন বলেছেন: ভালো লিখেছেন। ভাবনার প্রকাশ সুন্দর! কবিতায় অন্ত্যমিলের ব্যবহার সুন্দর হলেও, ছন্দের কারুকাজ ততোটা উত্তম হয়নি। শুভ কামনা প্রিয়। ভালো থাকুন।
  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২৫
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২৫
ইসিয়াক বলেছেন: 
চমৎকার গঠনমূলক মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা। এভাবে পাশে থাকুন সবসময়।
আমি আসলে এখনও শিখছি। আপনারা অভিজ্ঞ জ্ঞানী মানুষ ,ভুল ক্রুটি ধরিয়ে দেন এটা কিন্তু কম পাওয়া নয়।
নিরন্তর শুভকামনা।
৭|  ০১ লা জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৮
০১ লা জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৮
কল্পদ্রুম বলেছেন: আজ আপনার জন্মদিন মনে হচ্ছে।আপনার প্রতি শুভ কামনা।
  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২৬
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২৬
ইসিয়াক বলেছেন: 
হা হা হা ...........।
আপনার প্রতিও শুভকামনা রইলো।
শুভসকাল।
৮|  ০১ লা জুলাই, ২০২০  সন্ধ্যা  ৭:৩১
০১ লা জুলাই, ২০২০  সন্ধ্যা  ৭:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: 
  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২৭
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২৭
ইসিয়াক বলেছেন: 
সত্যি সত্যি আমি বাকরুদ্ধ। 
শুভকামনা প্রিয় মাহমুদ ভাই।
৯|  ০১ লা জুলাই, ২০২০  রাত ১০:৪৩
০১ লা জুলাই, ২০২০  রাত ১০:৪৩
মুহা: ইয়াসিন বলেছেন: বাহ, অসাধারণ!
  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২৮
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:২৮
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা।
১০|  ০২ রা জুলাই, ২০২০  রাত ১২:৫৫
০২ রা জুলাই, ২০২০  রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: কিভাবে কাটালেন সারাদিন?
  ০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:৩৫
০২ রা জুলাই, ২০২০  ভোর ৬:৩৫
ইসিয়াক বলেছেন: অন্য দিনের মতোই। আসলে আজ আমার জন্মদিন সেটা বাসার কেউ তা জানেনা।
ফেসবুকটা যে কি.....   ।
 । 
#আমার ফেসবুকে নিজের একান্ত চেনাজানা কেউ নেই।অতএব  পরিচিত কেউ জানতেও পারেনি আজ আমার জন্মদিন। মজা না?
#আচ্ছা একটা কথা, যদি দেখেন আমার ফেসবুকে আমি আর এ্যাকটিভ নাই। তখন ধরে নেবেন আমি  শূন্যে মিলিয়ে গেছি।
১১|  ০২ রা জুলাই, ২০২০  সকাল ৯:৫৬
০২ রা জুলাই, ২০২০  সকাল ৯:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: দেরী হলেও শুভ জন্মদিন
  ০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১২
০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১২
ইসিয়াক বলেছেন: 
শরৎ চৌধুরী আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা।
১২|  ০২ রা জুলাই, ২০২০  সকাল ১১:১০
০২ রা জুলাই, ২০২০  সকাল ১১:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এখন ব্যাথা লুকিয়ে হাসিখুশি মুখ করে রাখারই কাল এসেছে।
++++
  ০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৩
০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৩
ইসিয়াক বলেছেন: 
তাছাড়া উপায়ও তো নাই  মাইদুল ভাই। কি আর করা।
শুভকামনা।
১৩|  ০২ রা জুলাই, ২০২০  সকাল ১১:৫০
০২ রা জুলাই, ২০২০  সকাল ১১:৫০
নীল আকাশ বলেছেন: 
  ০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৩
০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৩
ইসিয়াক বলেছেন: আমি সত্যি আপনাদের ভালোবাসায় আপ্লুত।
শুভকামনা।
১৪|  ০২ রা জুলাই, ২০২০  দুপুর ১২:০৬
০২ রা জুলাই, ২০২০  দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: শূণ্যে মিলিয়ে যাবার দরকার নেই।
  ০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৪
০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৪
ইসিয়াক বলেছেন: আচ্ছা।
১৫|  ০২ রা জুলাই, ২০২০  দুপুর ১:১৩
০২ রা জুলাই, ২০২০  দুপুর ১:১৩
এম ডি মুসা বলেছেন: চমত্কার
  ০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৪
০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৪
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া।
১৬|  ০২ রা জুলাই, ২০২০  রাত ১১:৫৮
০২ রা জুলাই, ২০২০  রাত ১১:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: কই গেলেন? বিলম্বিত হলেও জন্মদিনের শুভেচ্ছা রইল।
কাব্যে ভালোলাগা। তবে 6 নম্বর কমেন্টে কবীর হুমায়ুন ভাইয়ার মন্তব্যটি প্রণিধানযোগ্য। 
আবারও জানাই জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।
  ০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৬
০৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৬
ইসিয়াক বলেছেন: 
মনটা ভালো নেই আজ কদিন।শরীরটাও ভালো না।
শুভকামনা রইলো প্রিয় দাদা।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০২০  দুপুর ১:৩৭
০১ লা জুলাই, ২০২০  দুপুর ১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
শুভ জন্মদিন