নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা -৮

২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪



কেন এমন হয়?
অচেনা এক প্রিয়ার লাগি, হৃদয় আকুলায়।
কেন মনে হয়,
তার বিহনে এ জীবনে আর কোন গতি নাই।
কোন সে সুতার বাঁধনে বাঁধা,
মনে হয় অর্ধেক আমি নিজে আর সে বাকি আধা।

কোন সে মায়া, মন বেচারা,
তার কারণে কেন মন দিশেহারা।
ক্ষণে ক্ষণে মন উচাটন,
তারে চায় শুধু তারেই চায়, অস্থির পাগল মন।
নানা ভাবনায় নানা চিন্তায় জটিল সমীকরণ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনে হয় অর্ধেক আমি নিজে আর সে বাকি আধা। অসাধারণ।
আপনার সব কবিতাই প্রথম শ্রেনীর। মোবাইলে পড়ি বাট মোবাইলে আমি লগ ইন করতে পারিনা তাই মন্তব্য করা হয় না।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৯

ইসিয়াক বলেছেন:




অনেক অনেক কৃতজ্ঞতা রইলো লিটন ভাইয়া। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনারা সবসময় পাশে থেকে উৎসাহিত করেন ,কবিতা পড়েন,ভুল করলে ভুল ধরিয়ে দেন । আমি এখনও শিখছি,সবসময় পাশে আছেন, থাকবেনও সবসময় এটুকু আশা করি।শুভকামনা।

২| ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কথামালা।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০০

ইসিয়াক বলেছেন:



ধন্যবাদ মহী ভাই।

৩| ২১ শে জুলাই, ২০২০ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি হৃদয়জুড়ে বসত করে যেন বারোমাস ।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০১

ইসিয়াক বলেছেন:




কেমন আছেন প্রিয় কবি?

৪| ২১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কি কথাই না লিখেফেললেন। হৃদয়ের আকুতিতে​ ভালো লাগা।
শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৮

ইসিয়াক বলেছেন:


এতো শুভেচ্ছা আমি কই রাখুম। মাঝে মইধ্যে একটু ফুল টুল দিয়েন। গন্ধ শুকতাম :P

৫| ২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৩

মুক্তা নীল বলেছেন:
অচেনা প্রিয়ার লাগি হৃদয় আকুলায় এই অবস্থার জন্য
মাধুরিমারা ছেড়ে চলে যায়, আবার আফসোস করেন।
ইসিয়াক ভাই মজা করলাম।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন:




কি করবো যারেই দেখি তারেই ভালো লাগে.... ;) এইডা কি আর আমার দোষ।সব দোষ বয়সের।

৬| ২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ৫ শ' তম পোষ্টের অপেক্ষায়।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন:



তার আগে যদি মরে যাই।

৭| ২২ শে জুলাই, ২০২০ রাত ১:৪১

আজাদ প্রোডাক্টস বলেছেন: আহা ! কি জাদু!

২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১২

ইসিয়াক বলেছেন: :`>

৮| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: অচেনা এক প্রিয়ার লাগি, হৃদয় আকুলায়।
কেন মনে হয়

আহা আহা, তোফা তোফা

২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১২

ইসিয়াক বলেছেন:
শুভকামনা রইলো।

৯| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: প্রেমের বয়স হইলে এমন হয়।

২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন:


তাই মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.