নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
নূপুর পরা তোমার ছল,
আমি ভালোই বুঝি।
নুপুর তোমার শ্যামের বাঁশি,
আমি ওই বাঁশির সুরের রিনিক ঝিনিকে
ভুলবো না গো ভুলবো না।
তোমার সাথে চোখে চোখে প্রেমের কথা?
সেতো আমি কইবো না।
তোমান সাথে একলা হতে
কখনই আমি চাইবো।
তুমি ছলকুমারি আমি জানি,
একটু ঝুকলে ফিরবেও জানি।
তার চেয়ে তো এই ভালো,
অন্য দিকে ফিরে তাকানো।
করবো না প্রেম করবোনা,
তোমার প্রেমে পড়বো না।
ধোকায় পড়ে বোকা হয়ে
দেবুবাবু সাজবো না।
তাইতো আমি ঠিক করেছি
কারোরই প্রেমে পড়বো না।
২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৭
ইসিয়াক বলেছেন:
হা হা হা তাই তো দুরে থাকতে চাই প্রিয় ভাইয়া।
শুভকামনা রইলো।
২| ২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৭
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।
৩| ২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৭
প্রেক্ষা বলেছেন: আপনার গল্প লিখা আবার কবে শুরু হবে??
২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৯
ইসিয়াক বলেছেন:
গল্প আরো লিখেছি ,একটা ধারাবাহিক চলছে আমার ফেসবুক ওয়ালে ও অন্য দুটি ব্লগে । এখানে দেয়া হয়নি।
# কেমন আছেন আপনি আপু? পরীক্ষা তো আটকে গেলো। ভালো থাকুন সবসময়।শুভকামনা।
৪| ২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। তবে ইদানিং নাকি প্রেমে না পরে প্রেমে ডুবে হাবুডুবু খায়। এ ব্যাপারে পরে লিখবেন আশা করি।
২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২০
ইসিয়াক বলেছেন:
অবশ্যই লিখবো ভাইয়া ।শুভকামনা রইলো।আর পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
শুভ সন্ধ্যা।
৫| ২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২১
ফুয়াদের বাপ বলেছেন: ভালো লাগার অনুভূতি রেখে গেলাম...
২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।
শুভসন্ধ্যা।
৬| ২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতা পড়ার কি কোন বয়স থাকে।এক সময় প্রচুর কবিতা পড়তাম,ইদানিং দুই এক লাইন পড়েই আর পড়তে ইচ্ছা করে না।এই কবিতাটি শেষ পর্যন্ত পড়েছি।
২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৫
ইসিয়াক বলেছেন:
আমিও সব কবিতা পড়ি না ভাইয়া। দূর্বোধ্য কবিতা আমি এড়িয়ে চলি। কোন কোন কবিতা পড়লে তো আমার ভাবতে ভাবতে মাথা ধরে যায়। মাঝে মাঝে মনে হয় এগুলো কবিতা নয় ধাঁধা।
#কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। শুভকামনা।
৭| ২৬ শে জুলাই, ২০২০ রাত ৮:১৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: প্রেমে পড়া বারণ।
কারণে অকারণ।
২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৮
ইসিয়াক বলেছেন:
সুন্দর গান।
শুভকামনা রইলো।
৮| ২৬ শে জুলাই, ২০২০ রাত ৮:২৭
নেওয়াজ আলি বলেছেন: অসাধরাণ
২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৯
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ নেওয়াজ ভাই।
৯| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: প্রেমে তো আর ইচ্ছা করে পড়া যায় না। প্রেম হয়ে যায়। না চাইলেও হয়ে যায়।
০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৯
ইসিয়াক বলেছেন:
সেটাই। কোমল মন বলে কথা।
১০| ২৭ শে জুলাই, ২০২০ রাত ২:২৪
জোবাইর বলেছেন: যুগোপযোগী কবিতা! বর্তমান যুগে লাইলির চেয়ে মজনু বেশি । আশা করি আজকের তরুণ সমাজ এই কবিতা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করবে।
০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪০
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে ভালো লাগা প্রিয় ভাইয়া।
শুভকামনা।
১১| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৯
মোহাম্মদ রিদওয়ান আল হাসান বলেছেন: অসাধারণ!
০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৬
ইসিয়াক বলেছেন:
মোহাম্মদ রিদওয়ান আল হাসান আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে মুগ্ধতা। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা রইলো।
১২| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৯
প্রেক্ষা বলেছেন: এতদিন পরে রিপ্লাই দেবার জন্য দুঃখিত। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দিনকাল কেমন চলে?
পরীক্ষা তো মে মাসে হবার কথা ছিলো,এখন নভেম্বর এ আবার ডেট দিয়েছে। ইচ্ছা ছিলো জানুয়ারিতে এ লেভেল কমপ্লিট করার কিন্তু তা মনে হয় আর হবে না
১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৮
ইসিয়াক বলেছেন: শুভকামনা সবসময়।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সঠিক সিদ্ধান্ত !!
মহামারীর সময়
প্রেমটেম থেকে
দুরে থাকাই ভালো।