নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আওলাইয়া মন তুমি বাউলা বানাইয়া দিলা।
যুগলবন্দী কইরা বন্ধু তুমি বানাইলা রঙ্গিলা।
রঙ্গিলা রঙ্গিলা মন হইলো রঙ্গিলা।
বুকের মধ্যে কুহু কুহু ডাকে কোকিলা।
কি খেলা খেলিলা বন্ধু, রইতে না ঘরে।
এতো মায়া লাগাইলা বলো, কেন গো অন্তরে।
বন্ধু কি যাদু করিলা রে কি যাদু করিলা।
মনটা করে উড়ু উড়ু ভূষণ আউলা ঝাউলা।
কাননে ফুটিলো রসিয়া বন্ধু হাজারো কুসুম।
তোমা বিনে বুকে জ্বালা, চোক্ষে নাই ঘুম।
কি যাদু করিলারে বন্ধু আসে না কেন ঘুম?
বিরহ যাতনা প্রতি পল, রাত নিঝুম।
আওলাইয়া মন তুমি বাউলা বানাইয়া দিলা।
যুগলবন্দী কইরা বন্ধু তুমি বানাইলা রঙ্গিলা।
রঙ্গিলা রঙ্গিলা মন হইলো রঙ্গিলা।
বুকের মধ্যে কুহু কুহু ডাকে কোকিলা।
১২ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৩২
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ মহী ভাই। অনেকদিন পরে আপনাকে পেয়ে ভালো লাগলো।
শুভসকাল।
২| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৭:৫৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটাকে সুর দিলে খুউব সুন্দর একটা গান হবে।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২১
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।শুভকামনা জানবেন
৩| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৯:০৮
জগতারন বলেছেন:
আপনার এই কবিতার উত্তর আপনার ফে বু ম্যাসেঞ্জারে দেওয়া হইয়াছে।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৪
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ভাই।
৪| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪
জগতারন বলেছেন:
কবি বান্ধু;
আপনার আজকের এই কবিতাটির আরেকটি উত্তর আপনাএ ফে, বু, ম্যাসেঞ্জারে পাঠানো হইয়াছে।
সভাবতই আশা করি ধারনা করিতে পারেন;
এই কবিতাটি আমার খুউব ভালো লাগিয়াছে।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৫
ইসিয়াক বলেছেন:
আমি আপনার উত্তর পেয়েছি। ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভকামনা।
৫| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৮
দয়িতা সরকার বলেছেন: ২ নং মন্তব্য কারির মতো আমি একমত। সুর দিলে একটা সুন্দর গান হতে পারে।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৬
ইসিয়াক বলেছেন:
দয়িতা সরকার আপনাকে আমার ব্লগে স্বাগতম।
মন্তব্যে ভালো লাগা। শুভকামনা জানবেন।
৬| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৪
অরণি বলেছেন: সুন্দর প্রকাশ।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৭
ইসিয়াক বলেছেন:
অরণি আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাশে থাকাতে অনুপ্রাণিত হলাম। শুভকামনা।
৭| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: আপনি এই গীতিকবিতা গান। সুন্দর একটা সুর দিয়ে গান। ইউটিউবে চ্যানেল করে। আমরা গানটা শুনি। আমার ধারনা আপনি গান ভালোই গাইবেন।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৮
ইসিয়াক বলেছেন:
আমার গানের গলা ভালো না। যদিও আমি গান গাইতে পারি।
৮| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৭
নীল আকাশ বলেছেন: অসাধারণ লেখা। দিন দিন আপনার লেখা পরিপূর্ণতা পাচ্ছে।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৯
ইসিয়াক বলেছেন: অনুপ্রণিত হলাম প্রিয় ভাই। শুভকামনা।
৯| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আহা, তোফা তোফা।
চমৎকার হয়েছে, অসাধারণ হয়েছে।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪০
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া। নিরন্তর শুভকামনা রইলো।
১০| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৫
সেলিম আনোয়ার বলেছেন: মন রঙ্গি লা রঙ্গি লা রঙ্গি লা রে।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪০
ইসিয়াক বলেছেন:
হা হা হা ......।কেমন আছেন প্রিয় কবি?
১১| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭
ঢুকিচেপা বলেছেন: ইসিয়াক ভাই খুব সুন্দর হয়েছে। এভাবেই চালিয়ে যান।
ফরমেট ঠিক আছে।
প্রথম যে ৪ লাইন নিচে দিয়েছেন পরবর্তীতে ওটা আর দিয়েন না কারণ ঐ অংশ এমনিতেই চলে আসবে।
ধন্যবাদ।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৪
ইসিয়াক বলেছেন:
ভাইয়া মন্তব্যে মুগ্ধতা জানবেন।কৃতজ্ঞতা রইলো বরাবরের মতো। শুভকামনা।
১২| ১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০২
কবিতা পড়ার প্রহর বলেছেন: গান হতে পারে।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৭
ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ওলাইকে অশেষ কৃতজ্ঞতা রইলো। শুভকামনা।
১৩| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৯
প্রেক্ষা বলেছেন: সবাই সব প্রশংসা করে ফেলসে, আমি লেইট
তা বলি কি, এত করে যখন সকলে বলতেছে একটা গান করে ফেলুন
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৬
ইসিয়াক বলেছেন:
আচ্ছা, আপনি গাইলে কেমন হয় ? আমরা শুনতাম
১৪| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০০
প্রেক্ষা বলেছেন: আরে বলেন কি??? আমার গান শুনলে তো সবার পাবনায় যাওয়া লাগবে।
১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৬:২২
ইসিয়াক বলেছেন:
আবার ফিরে আসার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন সবসময়।শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২০ ভোর ৬:২৫
নেওয়াজ আলি বলেছেন: বাহ চমকপ্রদ ভাবনায় প্রকাশ।