নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রকাশিত হলো আমার প্রথম কাব্যগ্রন্থ ”মেঘ ছুঁয়েছে মনের আকাশ”

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩০



আমি লেখালেখি করি অনেক বছর ধরে । ব্লগে এসেছি দুই বছরের কিছু বেশি। আমি মূলত কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।পাশাপাশি গল্প লেখার চেষ্টা করি। আমার লেখাগুলো মান সম্মত সাহিত্যের মধ্যে পড়ে কি না আমি জানি না তবে প্রতিদিন কিছু না লিখলে আমার কেন জানি ভালো লাগে না।
সেই লেখার মধ্যে থেকে কিছু কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে আমার প্রথম কাব্য গ্রন্থ ”মেঘ ছুঁয়েছে মনের আকাশ”

-ঃবই পরিচিতিঃ-
বইঃ "মেঘ ছুঁয়েছে মনের আকাশ"
বইয়ের ধরণঃ কাব্যগ্রন্থ।
লেখকঃ রফিকুল ইসলাম
লেখকের ব্লগ নিকঃ ইসিয়াক।
প্রচ্ছদঃ নবী হোসেন।
প্রকাশকঃ নীল সাধু।
প্রকাশনীঃ এক রঙা এক ঘুড়ি।
প্রকাশ কালঃ অনলাইন প্রকাশকাল ১২ জানুয়ারি ২০২১
এছাড়া একুশে বইমেলায় ২০২১ এ এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে।



যাহোক এবার আমি কিছু কৃতজ্ঞতা স্বীকার করে নেই এই সুযোগে। আমার ব্লগে আসা রেজাউল করিম স্বপন ভাইয়ের হাত ধরে ।ব্লগে উনার ব্লগ নিক জগতারণ।
আর কবিতা লেখার পর থেকে সামহ্যোয়ার ইন ব্লগের ব্লগার ভাইবোনদের সহযোগীতা ও ভালোবাসায় আমি সত্যি ধন্য। এক্ষেত্রে জাদিদ, হাবিব স্যার, পদাতিক চৌধুরি,নীল আকাশ,রাজীব নূর খান, ল,ঠাকুর মাহমুদ, খায়রুল আহসান, মনিরা সুলতানা, জুন,করুণাধারা,ওমেরা,শের শায়েরী,ডঃ এম এ আলী,মা হাসান, শায়মা,বিদ্রোহী ভৃগু,নেওয়াজ আলী,বিজন রয়,আহমেদ জী এস ,সোহানী, স্বপ্নের শঙ্খচিল,আরোগ্য,সাড়ে চুয়াত্তর,মোহাম্মদ সাজ্জাদ হোসেন,গিয়াস উদ্দিন লিটন, কাওসার চৌধুরি,সেলিম আনোয়ার,ভুয়া মফিজ,কাজি ফাতেমা ছবি,মোঃ মাইদুল সরকার,সোনালী ডানার চিল,কল্পদ্রুম,পগলা জগাই,রামিসা রোজা,কবিতা পড়ার প্রহর,স্থিতধী,ঢুকিচেপা ,স্বপ্নবাজ সৌরভ সহ আরো অনেকে।আপাতত আর কারো নাম মনে পড়ছে না, মনে পড়লে আমি যোগ করে দেবো।

বইয়ের প্রকাশক নীল সাধু এবং উনার এক রঙা এক ঘুড়ি প্রকাশন। তিনি খুবই সজ্জন ব্যক্তি। বই প্রকাশ,প্রচ্ছদ করা্ এডিটিং,কবিতা বাছাই এসব ব্যাপারে আমাকে কিছুই করতে হয়নি। আমি থাকি যশোর শহরে ,আমাকে একবারও ঢাকায় আসতে হয়নিবা কোন তাগাদা দিতে হয়নি ,তিনি বড় ভাইয়ের মত দায়িত্ব নিয়ে সব কিছু ঠিক ঠাক সামলেছেন নিজের আপনজনের সৃষ্টি মনে করে।

বই প্রকাশ করার ক্ষেত্রে একটা গল্প আছে ,শবনম সাহিত্য গ্রুপের প্রধান এ্যাডমিন একদিন দুপুরের দিকে আমায় নক করলেন ,জানতে চাইলেন আমি ২০২১ বইমেলায় কোন বই বের করছি কিনা। আমি জানালাম,
-না ,আমি কোন বই বের করছি না। আর আমাকে কেউ চেনে না যে বললেই আমার পান্ডুলিপি ছেপে বইয়ে রূপ দেবে।
জুনায়েদ ভাই নীলদার কথা বললেন।
তিনি বললেন,
- আপনি উনাকে নক করেন। আর আমার কথা বলেন। আমি নীলদাকে নক করতে আর জুনায়েদ ভাইয়ের কথা বলতেই তিনি এক কথায় রাজী হয়ে গেলেন আমার বই ছাপার ব্যাপারে।আর তারপর এক মাস দশ দিনের মধ্যে আমার বই ছাপার অক্ষরে প্রকাশ পেল। সত্যি অন্যরকম অনুভূতি। বলে প্রকাশ করতে পারবো না। আশা করি ব্লগের সবার সহযোগীতা পাবো বরাবরের মতো।
বিশেষ ধন্যবাদ নীল আকাশ,পদাতিক চৌধুরী আর শবনম সাহিত্য গ্রুপকে।তারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আমাকে ছোট ভায়ের মতো আগলে রেখেছে।
সেই সাথে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি সৈয়দা গুলশান ফেরদৌস জানা আপু,জাদিদ ভাই সহ সামহ্যোয়ার ব্লগের মডারেটর টিমের প্রতি।


বইটি রকমারীতে আজ থেকে পাওয়া যাচ্ছে প্রথম কমেন্টে রকমারীর লিঙ্ক দিয়ে দিলাম। আশা করি আপনার সংগ্রহ করবেন।

ধন্যবাদ
সবার জন্য শুভকামনা।





মন্তব্য ৯০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

শুভকামনা।

২| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫০

ঢুকিচেপা বলেছেন: ছাপা অক্ষরে প্রথম বই মানে প্রথম সন্তান।
অভিনন্দন ও শুভেচ্ছা রইল ইসিয়াক ভাই।

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন:

মন্তব্যে ভালো লাগা জানবেন ভাইয়া। সত্যি অনুপ্রাণিত হলাম।

আপনার জন্য শুভকামনা । ভালো থাকুন সবসময়।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার এবং বই এর সাফল্য কামনা করি।যশোরে কোথায় পাওয়া যাবে বইটি।আমার অনেক আত্মীয় স্বজন আছে যশোরে।

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০০

ইসিয়াক বলেছেন: ভাইয়া বইটি আপাতত রকমারীতে পাওয়া যাচ্ছে। রকমারি লিঙ্ক কোন কারণবশত ব্লগে পোস্ট নিচ্ছে না সেজন্য দিতে পারছি না,দুঃখিত। রকমারী বাংলাদেশের প্রায় সব জেলা শহরে বইয়ের অর্ডার দিলে পৌছে দেয়।
এছাড়া বইমেলাতে পাওয়া যাবে। যদিও বই মেলা হবে কিনা এখনো সঠিকভাবে জানা জানা যায়নি।

কিছুদিন পরে যশোরেও পাওয়া যাবে।তখন আমি আপনাকে জানিয়ে দেবো ঠিক কোথায় বইটি পাওয়া যাবে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মিষ্টি কই ?
মিষ্টি খাওয়ান লাগবো কইলাম। :)
অভিনন্দন । শুভেচ্ছা থাকল।

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৪

ইসিয়াক বলেছেন:


হা হা হা মিষ্টি অবশ্যই খাওয়াবো ভাইয়া। যদি বইমেলা হয় দেখা হবে এক রঙা এক ঘুড়ির স্টলে।

আপনার জন্যও শুভকামনা রইলো্।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২০

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন অভিনন্দন আর অভিনন্দন...
প্রিয় কবিবরকে অনেক অনেক শুভেচ্ছা।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২০

ইসিয়াক বলেছেন:


প্রিয় পদাতিক দা,
আপনার জন্যও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আচ্ছা অভিনন্দন।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২০

ইসিয়াক বলেছেন:

শুভেচ্ছা ভাইয়া।
ভালো থাকুন সবসময়। শুভকামনা।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৩

জগতারন বলেছেন:
কবি ভাই,
কবিতা প্রথমগ্রন্থ প্রকাশ !
অভিন্দন ও সুভেচ্ছা রহিল।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৪

ইসিয়াক বলেছেন: কেমন আছেন স্বপন ভাই? অনেকদিন খোঁজ নাই আপনার । আশা করি ভালো আছেন।
#আপনার হাত ধরে এই এতোটা পথ এলাম। এতোগুলো অসাধারণ মানুষের সান্নিধ্যে আসতে পারলাম।কত কিছু যে শিখলাম। সত্যি কৃতজ্ঞ আমি আপনার প্রতি।
ভালো থাকুন সবসময়। কথা হবে।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আজ ফেসবুকের দৌলতে ব্লগের বাইরেও আমাদের অনেকের মধ্যে যোগাযোগ আছে। কিন্তু সবকিছুই সম্ভব হয়েছে সামুর সৌজন্যে। আমার কাছে সমস্ত কৃতিত্বের দাবিদার সামু ব্লগ। নিরলসভাবে ব্লগারদের সৃষ্টিকে মলাট বদ্ধ করার সুযোগ করে দিচ্ছে। কাজেই সামুর ছাতার তলায় আমরা সবাই.... দিনশেষে এটাই আমাদের পরিচয়।
ভালো থাকুন সবসময়।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩০

ইসিয়াক বলেছেন:

সত্যি দাদা সামুর কারণেই আমাদের এই পথচলা।আমাদের জানাশোনা ,পরিচয়। অবশ্যই সব কৃতিত্বের দাবিদার সামু। আমি সামুর একজন ব্লগার হিসেবে গর্বিত বোধ করি।
আমি আজীবন সামুর সাথে থাকতে চাই্। আমি আজীবন আপনাদের সাথে পথ চলতে চাই।

শুভসকাল।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২২

অব্যক্ত কাব্য বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল | প্রিয় কবিবরকে অনেক অনেক শুভেচ্ছা

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৩

ইসিয়াক বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি। এবার কি কোন বই আসছে আপনার ? জানাবেন প্লিজ।
শুভকামনা সতত।

১০| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৪

নেওয়াজ আলি বলেছেন: প্রিয় কবি ভালোবাসা একরাশ

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৪

ইসিয়াক বলেছেন:

সবসময় সবখানে পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানবেন প্রিয় মহী ভাই।
ভালো থাকুন সবসময়।

১১| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




বইয়ের প্রচ্ছদ খুবই সুন্দর হয়েছে। আপনার ও আপনার বইয়ের জন্য শুভ কামনা রইলো। নীল সাধু ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার এতো সুন্দর বই করে উপহার দেওয়ার জন্য। গুড জব। +++

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

ইসিয়াক বলেছেন:

বইয়ের প্রচ্ছদের জন্য নবী হোসেন ভাইকে জানাই কৃতজ্ঞতা। তার সাথে আমার কোন পরিচয় নেই। নীল’দা জানতে চাইলেন বইয়ের নাম কি ঠিক করেছেন?
আমি বললাম- ”মেঘ ছুঁয়েছে মনের আকাশ” আরো জানালাম এই বইটাতে প্রেম, প্রকৃতি ও বিরহ নিয়ে কবিতা থাকবে। ব্যাস এটুকুতেই দুদিনের মধ্যে প্রচ্ছদ পেয়ে গেলাম। কি অসাধারণ শিল্পী না হলে সামান্য কিছু গাইড লাইনে এতো সুন্দর একটা প্রচ্ছদ উপহার দিতে পারেন। আমি সত্যি আপ্লুত। আর নীল’দার কথা কি বলবো। আমি জুনায়েদ ভাইকে[নীল আকাশ] বললাম আপনি কথা বলেন।
নীল আকাশ ভাই আমাকে বললেন উনি চমৎকার মানুষ আপনি আমার কথা বলেন উনাকে, দেখবেন বই প্রকাশ করতে রাজী হয়ে যাবেন। হলোও তাই আমি কৃতজ্ঞ নীল’দার প্রতি। কৃতজ্ঞ ব্লগার নীল আকাশ ও পদাতিক চেীধুরির প্রতি।

# আপনার কি মনে আছে প্রিয় মাহমুদ ভাই সেই মাটির ঘরের কথা কবিতাটির নাম ”তুমি আমি”


https://www.somewhereinblog.net/blog/Rafiqvai/30278332

আমি কিন্তু ভূলিনি। আপনি আমায় উৎসাহ দিয়েছিলেন।সেই শুরু.....।কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রইলো।

১২| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৬

পদ্মপুকুর বলেছেন: অভিনন্দন, যশোর ঐক্য জিন্দাবাদ.....
পর্শু সকালের ফ্লাইটে ইনশাআল্লাহ যশোর পৌঁছুবো আর শনিবার রাতে সুন্দরবন এক্সপ্রেস এ ফিরবো। শনিবার সন্ধ্যার পর থেকে যশোর শহরে থাকবো, চাইলে এককাপ চা খেতে পারি একসাথে। নতুন কবিকে আমার পক্ষ থেকে উপহার....

ও, প্রচ্ছদটা ভালো লেগেছে।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৫

ইসিয়াক বলেছেন:

ভাইয়া আপনার আমন্ত্রণে আমি বিশেষ সম্মানিত বোধ করছি।মনে একরাশ খুশির সুবাতাস বয়ে গেলো যেন। অবশ্যই আমাদের দেখা হবে কোন একদিন। আপাতত একটা পারিবারিক বিবাহের ঝামেলার কারণে কদিন খুব বেশি রকমের ব্যস্ততা রয়েছে। তারপরেও আমি চেষ্টা করবো। দেখি সময় বের করতে পারি কিনা।

#আপনার এ উপহারে আমি ধন্য,গর্বিত এবং আপ্লুত।
প্রচ্ছদ ভালো লেগেছে জেনে ভালো লাগলো্ ভাইয়া, আশা করি কবিতাগুলি ভালো লাগবে।

যশোর ঐক্য জিন্দাবাদ
শুভকামনা।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩১

রাকু হাসান বলেছেন:

অভিনন্দন ,শুভকামনা রইল বইটির জন্য।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৬

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার প্রতিও শুভেচ্ছা সহ শুভকামনা রইলো, ভালো থাকুন সবসময়।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

কল্পদ্রুম বলেছেন: অভিনন্দন আপনাকে।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। আপনার গল্প মিস করছি।

ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: বই ছাপানো হয়ে গেছে।
এখন আপনার মনের অনুভূতি কি?

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৯

ইসিয়াক বলেছেন: আপনার উপর আমার রাগ হয়েছে। এতো দেরি করে মানুষ? বই সহ আপনার একটা ছবি পেলে তবে আমার এই রাগ কমবে,নয়তো নয় ;)

ফাঁকি দিলে কিন্তু হবে না।
শুভকামনা রইলো বন্ধু।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৮

ডঃ এম এ আলী বলেছেন:



শুভ সংবাদ ।
অভিনন্দন রইল ।
বই ও লেখক উভয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।
শুভেচ্ছা রইল

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১২

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার আপনাদের দিক সঠিক নির্দেশনা,মন্তব্য, ভালোবাসা আমার পথচলার পাথেয়। আমি চিরদিন এই ভালোবাসা টুকুই পেতে চাই। আর কিছু নয়।
আবারো অনুপ্রাণিত হলাম।
শুভকামনা সতত।
দোয়া রইলো।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৪

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক ,





ব্লগারদের জন্যে আশা জাগানীয়া সংবাদ। নীল সাধুকে ধন্যবাদ জানাতেই হয় নতুনদের এমন করে সহযোগিতা করে যাবার জন্যে।

আশা করি, আপনার প্রকাশিত কবিতার বইটি পাঠকদের মনের আকাশটা ছুঁয়ে যাবে।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার আপনার মন্তব্য পেয়ে আমি সত্যি আপ্লুত। কৃতজ্ঞতা জানবেন।
নীল’দা সত্যি অসাধারণ মানুষ।
ভালো থাকুন সবসময়।
আশা করি বইটির কবিতাগুলি আপনার ভালো লাগবে।
শুভকামনা।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৪

সোহানী বলেছেন: অভিনন্দন কবি। আশা করি বইটি পাঠক প্রিয়তা পাবে। প্রচ্ছদটা সত্যিই খুব সুন্দর হয়েছে। সংশ্লিষ্ট সকলকেই শুভকামনা।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩

ইসিয়াক বলেছেন: জ্ঞানী গুনী লেখক আমি নই । কি সব হাবিজাবি লিখি তবুও সেই লেখাগুলো আপনার ভালো লাগে । যেদিন জানলাম সত্যি আমি ভীষণ রকম মুগ্ধ হলাম। আপনাদের এই ভালো লাগাই আমার পথচলার প্রেরণা ।
#প্রচ্ছদটা সত্যিই খুব সুন্দর। ধন্যবাদ নবী হোসেন ও নীল’দাকে।
আপনার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা সহ শুভকামনা রইলো আপু।
ভালো থাকুন সবসময়।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনাকে অভিনন্দন কবি সাহেব।আপনার ও আপনার বইয়ের সাফল্য কামনা করছি।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬

ইসিয়াক বলেছেন: জাহিদুল ইসলাম ২৭ আপনাকে আমার ব্লগে স্বাগতম।
অনেক পুরানো ব্লগার আপনি। আপনার সাথে এর আগে পরিচয় হয়নি আমার। দেরিতে হোক পরিচয় ,তবুও অনেক ভালো লাগা জানবেন। আশা করি সামুতে আমার ব্লগ বাড়িতে আপনাকে পাবো মাঝে মাঝেপাবো।ভালো থাকুন সবসময়। শুভকামনা।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

২০| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৪৫

বলেছেন: এক আকাশ অভিনন্দন ও শুভকামনা র’লো —-
আর
মেঘেরা কেঠে যাক —-দূরে বহু দূরে !!!’

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৪

ইসিয়াক বলেছেন: প্রিয় ভ্রাতা অনেক অনেকদিন পরে আমার পাতায় আপনাকে পেয়ে, আমি নিজেকে সম্মানিত বোধ করছি।
ভালো আছেন নিশ্চয়।
ব্লগে আবার নিয়মিত হবেন আশা করি । আমি আপনার পোস্ট খুব মিস করি।
#আপনার প্রতিও শুভকামনা।
কৃতজ্ঞতা জানবেন। আপনার অনুপ্রেরণায় আমার পথচলা আরো দীর্ঘ হোক এইটুকুই চাওয়া।

দোয়া রইলো।

২১| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৮

রামিসা রোজা বলেছেন:

বইটি সফলতা অর্জন করুক আর অভিনন্দন আপনাকে।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৫

ইসিয়াক বলেছেন: আশা করি বইটি সংগ্রহ করে পড়বেন।

ভালো লাগা মন্দ লাগা জানাবেন নিশ্চয়।
শুভকামনা রইলো আপু। ভালো থাকুন সবসময়।

২২| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথম বই বা কাব্যগ্রন্থ দিয়ে সাহিত্য জগতে নিজেকে জানান দেওয়ায় অভিনন্দন। শুভকামনা।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

ইসিয়াক বলেছেন:

আপনাকেও শুভেচ্ছা প্রিয় মাইদুল ভাই্। আশা করি বইটি আপনি সংগ্রহ করবেন। জানাবেন কেমন হলো।
শুভকামনা সবসময়।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪০

জুন বলেছেন: অভিনন্দন ইসিয়াক । আপনার বই পাঠক প্রিয় হোক সেই কামনা করি। সবার সংগ্রহে থাকুক আপনার বই এর এক কপি।

আধুনিক কবিতা যদিও আমি ভালো বুঝিনা এজন্য মন্তব্যে অনেক সময় আমার তেমন বিশ্লেষন থাকে না । তারপরও আপনার কবিতায় আমি দাত ফুটাতে পারি এটা কিন্ত আমার জন্য অনেক বিশাল ব্যাপার :)

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬

ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো আপু। আপনার চাওয়া পূর্ণ হোক।

#আমিও আধুনিক কবিতা বুঝিনা। অনেক কবিতা পড়তে পড়তে বাদ দিয়ে রাখি। বুঝতে পারিনা কি বোঝাতে চাচ্ছে, ধাঁধা মনে হয়। আমার কথা হলো কবিতা হবে সহজ সরল বোধগম্য। তাছাড়া মানুষের এখন এতো সময় কোথায়, বসে বসে ভেবে ভেবে কল্পনার রঙে ছবি আঁকবে।
তাই যা মনে আসে তাই লিখি সহজ ভাষায়। জটিলতা শুধু জটিলতা বাড়ায়। B-) সেগুলো কবিতা কিনা জানি না।

ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো ।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১০

মলাসইলমুইনা বলেছেন: নন্দিত হোক আপনার বই সর্ব অভিনন্দনে ---

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৯

ইসিয়াক বলেছেন: মলাসইলমুইনা আপনাকে আমার পাতায় স্বাগতম।

মন্তব্যে ভালো লাগা জানবেন। আপনার বইটিও আমার সংগ্রহ করার ইচ্ছে আছে।
শুভকামনা।


২৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শুভেচ্ছা ও শুভকামনা কবিবর।
আপনার কাব্য গ্রন্থের বহুল
প্রচার কামনা করছি।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০১

ইসিয়াক বলেছেন:

মন্তব্যে ভালো লাগা জানবেন। শুভকামনা সতত।
আশা করি বইটি সংগ্রহ করবেন।
ভালো থাকুন সবসময়।
দোয়া রইলো।

২৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইলো।

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো । ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

২৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৪

পদ্মপুকুর বলেছেন: কি ভাই, এদিকে বই বের হচ্ছে, ওদিকে বিয়ের ধুম লেগেছে... বেশ মজাতেই আছেন দেখছি.... :-B
একদিন নিশ্চয় দেখা হবে আমার শহরে। গতকালকেই সোহানী আপার বইটা রকমারীতে অর্ডার করেছি। যদিও আমি কবিতা ভালো বুঝি না, তবুও আপনার বইটাও কিনবো। যশোর ঐক্য বলে কথা!

১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৪

ইসিয়াক বলেছেন: হা হা হা মজা না ভাইয়া, দৌড়ের উপর আছি। কেউ দায়িত্ব নিয়ে কিছু করতে চায় না সবাই মজা করতে চায়।

বইটি সংগ্রহ করবেন জেনে খুবই ভালো লাগলো। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

#দেখা হবে নিশ্চয়। যশোর ঐক্য বলে কথা!

২৮| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৯

নীল আকাশ বলেছেন: ভাই,
আমি খুব তুচ্ছ একজন মানুষ। এত বড়ভাবে আমাকে পরিচিত করে দিলে খুব লজ্জা লাগে। ব্লগার এবং কবি হিসেবে আপ্নার বেশ কিছু ভালো ভালো লেখা আছে। তাই মনে হয়েছিল ব্লগের বাইরেও আপ্নার একটা বাড়তি পরিচিত দরকার।
আমি সবসময়ে একজন ব্লগের বাইরে আমার পরিচিত সবাইকেই সাহায্য করে যাই। এটা আর নতুন কি?

প্রচ্ছদ দারুন লেগেছে। আশা করছি এই কবিতার বই পাঠক প্রিয়তা পাবে।
কবি ইসিয়াকের আরো অসাধারণ কিছু কবিতা এখানে পড়তে পারেনঃ
শবনম সাহিত্য কেন্দ্র বেশ কিছু লেখক লেখিকার বি এবার প্রকাশিত হচ্ছে যার মধ্যে ব্লগার সোহানী, ব্লগার মৌরি সহ ব্লগার ইসিয়াক ভাইও আছেন।
সবাইকেই ব্লগ এবং গ্রুপের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং শুভ কামনা।

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫২

ইসিয়াক বলেছেন:

প্রচ্ছদ ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় ভাইয়া। আবারো কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।
আপনার বইয়ের খবর কি? জানাবেন নিশ্চয়।
বিঃ দ্রঃ দেরীতে প্রতি মন্তব্যে আসার জন্য দুঃখিত।
ধন্যবাদ।

২৯| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

বিবেকহীন জ্ঞানি বলেছেন: প্রচ্ছদটা দারুন হয়েছে...সর্বাঙ্গে শুভ কামনা প্রিয় কবি।

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৪

ইসিয়াক বলেছেন:
বিবেকহীন জ্ঞানি আপনাকে আমার ব্লগে স্বাগতম।


শুভেচ্ছা ও শুভকামনায় আপ্লুত হলাম। আপনার ভালোবাসায় সিক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
শুভ সকাল।

৩০| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৬

সামিয়া বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৬

ইসিয়াক বলেছেন:


মন্তব্যে ভালো লাগা জানবেন আপু্ ।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৬

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন সাথে শুভকামনা।

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্যও রইলো শুভকামনা।
আশা করি বইটি সংগ্রহ করবেন।
ভালো থাকুন সবসময়।
শুভ সকাল।

৩২| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৭

নতুন নকিব বলেছেন:



দারুন খুশির খবর। শুভকামনাসহ।

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৯

ইসিয়াক বলেছেন:

কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। আমার জন্য দোয়া করবেন।
ভালো থাকুন সবসময়।
দোয়া রইলো।

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার উপর আমার রাগ হয়েছে। এতো দেরি করে মানুষ? বই সহ আপনার একটা ছবি পেলে তবে আমার এই রাগ কমবে,নয়তো নয় ;)
ফাঁকি দিলে কিন্তু হবে না।
শুভকামনা রইলো বন্ধু।

হা হা হা---
রাগের কিছু নাই। বই সংগ্রহ করবো।

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০০

ইসিয়াক বলেছেন: আমার বই সহ আপনার একটা ছবি দেখতে চাই । এটা কি খুব বেশি চাওয়া?

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭

ফাহমিদা বারী বলেছেন: বইটির জন্য শুভেচ্ছা থাকলো।
নীলসাধুদা আমার প্রথম বইয়ের প্রকাশক। মেলায় একবার হলেও 'একরঙ্গা এক ঘুড়ি'তে যাওয়া চাই আমার। উনি অত্যন্ত অমায়িক মানুষ।

বইমেলা হলে অনেকের সাথেই দেখা হতো। জানি না সেই সুযোগ হবে কী না!

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১০

ইসিয়াক বলেছেন:


মন্তব্যের জন্য ধন্যবাদ আপু্ । আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।
শুভকামনা সবসময়।

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২০

এম. হাবীব বলেছেন: আশা করছি বইটি পাঠক প্রিয়তায় বেশ সাড়া ফেলবে; শুভকামনা থাকলো...

১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

ইসিয়াক বলেছেন: এম. হাবীব আপনাকে আমার ব্লগে স্বাগতম।

শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা জানবেন।

৩৬| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৬

স্প্যানকড বলেছেন: আগায় যান কবি। অনেক শুভেচ্ছা রইল। সামনে খালবিল, নদী নালা এমন কি খাদ পড়তে পারে সবই পাড়ি দেয়া চাই। ভালো থাকবেন।

১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪০

ইসিয়াক বলেছেন: spanked আপনাকে আমার ব্লগে স্বাগতম।



মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো লাগা জানবেন।
শুভকামনা।

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৩

নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন ইসিয়াক ভাই।

১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

ইসিয়াক বলেছেন:

আপু আপনার প্রতি শুভেচ্ছা রইলো। মন্তব্যে সম্মানিত বোধ করছি।
শুভকামনা সতত।
শুভ সকাল।

৩৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

খায়রুল আহসান বলেছেন: "মেঘ ছুঁয়েছে মনের আকাশ” - নামটা যেমন সুন্দর হয়েছে, প্রচ্ছদটাও তেমনি চমৎকার হয়েছে। আপনার প্রথম বই ছাপার অক্ষরে প্রকাশের পেছনে অবদান রাখা প্রধান দুই কুশীলব- নীল আকাশ এবং নীল সাধু, উভয়কে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি এবং আপনাকে আন্তরিক অভিনন্দন!
একজন ভাল মানুষ হিসেবে ব্লগে ইতোমধ্যে আপনার একটি ইমেজ গড়ে উঠেছে, যার প্রতিফলন আপনার লেখা কবিতায় এবং গল্পেও পাওয়া যায়। আশাকরি, আপনার বই এর সাফল্যের পেছনে এ ইমেজটাও একটা সহায়ক ভূমিকা পালন করবে।
আপনাকে সহযোগিতা প্রদানকারীদের তালিকায় নিজের নামটি দেখে একটু সংকোচ হচ্ছে, কারণ আপনার লেখাগুলো আমার ততটা পড়া হয় নাই, নামোল্লেখের জন্য যতটা সমীচীন ছিল। তবুও, আপনার বিনয় দেখে মুগ্ধ হ'লাম।
আপনার বই এর বহুল প্রচার কামনা করি। পোস্টে ভাল লাগা। + +

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৩

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার,
বইয়ের নাম ও প্রচ্ছদ ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আপনার শুভেচ্ছাও শুভকামনা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করলো। দোয়া রাখবেন।
ভালো থাকুন সবসময়। শুভকামনা।

দোয়া রইলো।

৩৯| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

ভুয়া মফিজ বলেছেন: আপনের ঘটনাটা বুঝলাম না। আমার বর্ষশেষের পোষ্টে ইট রাইখা আর খবর নাই। ইট পাহারা দিতে দিতে আমি পেরেশান। আর লেটেস্ট পোষ্টে একটা লাইক দিয়াই দায়িত্ব শেষ করছেন। লেখা নিয়া ভালো-মন্দ কি আমার ইংলিশ প্রতিবেশী আয়া করবো?

যাউগ্যা......বই বাইর করছেন, অভিনন্দন! নাম আর প্রচ্ছদ খুউব পছন্দ হইছে। ভিত্রের মাল-মশলা ইহজগতে পড়ুম কিনা সন্দেহ আছে, তয় বইটা দরকার। আপনের ভাবীরে গিফট করুম। ইয়ে.........গরীবদের জন্য বিনামুল্যে বিতরনের কোন ব্যবস্থা নাই? :-B

মজা করলাম, ইকটু। আজকাল অনেকে আবার মজা বুঝে না। আৎকা সিরিয়াস হয়া যায়। আপনের বইটা অবশ্যই যোগাড় করমু। আর কিছু না হোক, বউ পড়বো, আমার শেলফে থাকবো.....এইটাই কম কি! কোন একদিন কাব্যপ্রেম চাগায়া উঠলে নাইরা চাইরা দেখতেও তো পারি.......... হু নৌজ!!!! :)

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪২

ইসিয়াক বলেছেন: আপনের ঘটনাটা বুঝলাম না। আমার বর্ষশেষের পোষ্টে ইট রাইখা আর খবর নাই। ইট পাহারা দিতে দিতে আমি পেরেশান। আর লেটেস্ট পোষ্টে একটা লাইক দিয়াই দায়িত্ব শেষ করছেন। লেখা নিয়া ভালো-মন্দ কি আমার ইংলিশ প্রতিবেশী আয়া করবো?

একটায় ইট রাখছি বলেই তো আরেকটায় ইট আর রাখি নাই। আশা করি ইট পাহারা স্বার্থক হয়েছে ;) এবার আরেকটায় ইট রাখছি কোন এক সময় চলে আসবো নিশ্চয় B-)
# কবিতার বইয়ের নাম ও প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে প্রশংসায় একটু চমকাইছি । লাইনটা দুই তিনবার পড়লাম। না আপনারই হাতের লেখা B-) ভাবিরে গিফট করবেন জেনে একটু লজ্জা পাইলাম :`> আমার জানমতে বাংলাদেশে বিদ্যালয়ের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ হয়। আমার কবিতার বই যদি সরকারী বই হইতো তো অবশ্যই বিনামূল্যে বিতরণ করতাম :-B

#আপনি আমার বই নেড়ে চেড়ে দেখলেই আমি ধন্য।

দোয়া রইলো ভাই।

৪০| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫১

করুণাধারা বলেছেন: ব্লগে এত অনিয়মিত হয়ে গেছি যে আসতে অনেক দেরী হয়ে গেল! দুঃখিত ইসিয়াক।

খুবই ভালো লাগছে আপনার বই দেখে। প্রচ্ছদ সুন্দর হয়েছে- এবার দেখার অপেক্ষা মলাটবন্দি করে আমাদের জন্য কী সাজালেন! আপনার কবিতা বরাবরই ভালো, তাই বইয়ের কবিতাগুলোও আশাকরি সুখপাঠ্য হবে। অবশ্যই সংগ্রহ করবো।

অভিনন্দন আর শুভকামনা ইসিয়াক। :D

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭

ইসিয়াক বলেছেন: আপু আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। তবে এখন একটু ভয় ভয় লাগছে। আমার কবিতা আপনার পছন্দ হবে কিনা কে জানে। দোয়া করবেন আপু্। আপনাদের শুভেচ্ছা ও ভালো লাগা আমার জন্য অনুপ্রেরণা ।
শুভকামনা সতত।

৪১| ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২০

শায়মা বলেছেন: ভেরী গুড ভাইয়া।

নামটাও সুন্দর প্রচ্ছদটাও সুন্দর!!!

আর তোমার আর সোহানী আপুর বইটা আবার মলাভাইয়ার বইটাও নিয়ে আসবো ইনশাল্লাহ.....

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৮

ইসিয়াক বলেছেন: আপু আপনার মন্তব্য পেয়ে সত্যি খুব ভালো লাগছে। বইটি সংগ্রহ করবেন জেনে আরো ভালো লাগলো।
অনেক অনেক শুভেচ্ছা সহ শুভকামনা রইলো্।
শুভ সকাল।

৪২| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন কবি।

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৯

ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা রইলো আপু্।
শুভকামনা।

৪৩| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: কৈ গেলেন? এদিকে যে অনেকগুলো মন্তব্য জমে গেছে।

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন: চুপচাপ দেখছিলাম। আপনি আবারও আসেন কিনা। সত্যি তাই আবারো এলেন।
শুভেচ্ছা সহ ধন্যবাদ রইলো প্রিয় দাদা। ভালো থাকুন সবসময়।
# বইটার জন্য যে আপনি একসাইটেড তা বোঝা যাচ্ছে ;) । হা হা হা যা হোক আমার কিন্তু ভয়ে হাত পা কাঁপছে :(

৪৪| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪১

জাহিদ হাসান বলেছেন:

একটা টাকাও হাতে নাই।

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

ইসিয়াক বলেছেন: ঘুমিয়ে পড়লে কি করে হবে ভাইয়া? জেগে উঠুন। জেগে উঠলে দেখবেন সবকিছু আপনার আয়ত্বে .......।

৪৫| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: সর্বশেষ প্রতিমন্তব্যে আবার আসা। সবকিছু কি মুখে না বললেই নয়.... হেহেহে

২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫

ইসিয়াক বলেছেন: আমি আবার কি করলাম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.