নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তাপ দাহে পুড়ছে দেশ
সমগ্র চরাচরের মুখ ভার।
আয় মেঘ আয় ঝরা বৃষ্টি
ভুলে যা সকল অহংকার।
ঘাস ও লতা শুকিয়ে কাঠ
ফোটেনি কোথাও একটি ফুল।
তপ্ত খরায় জ্বলছে প্রকৃতি
বেজায় বিব্রত প্রাণিকুল।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
০২ রা মে, ২০২১ রাত ১১:০৪
ইসিয়াক বলেছেন: আলহামদুলিল্লাহ। সকল প্রসংশা আল্লাহর জন্য।
ভালো থাকুন সবসময়।
২| ০২ রা মে, ২০২১ রাত ১১:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
খরাকে নিয়ে সুন্দর কবিতা
ভীষণ খরায় বেজায় বিব্রত প্রাণীকুল
তাইতো আমি লিখেছি কবিতা
ঘাস ফড়িঙ কন্য দু'চোখে আজ
দেখেনা আর সবুজ পৃথিবী ।
ধরার সকলি আজ ভয়াবহ
বিপদের সন্মুখীন ।
শুভেচ্ছা রইল
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩৯
ইসিয়াক বলেছেন: মৎকার কাব্যিক মন্তব্যে মুগ্ধতা ছুঁয়ে গেল প্রিয় ব্লগার ।
ভালো থাকুন সবসময়।
৩| ০২ রা মে, ২০২১ রাত ১১:১৯
কামাল১৮ বলেছেন: এই দিকে একজন বৃষ্টির জন্য বাসায় আসতে পারছেনা,অন্য জন আবার বৃষ্টের জন্য কান্নাকাটি করছে।প্রকৃতির কি খেলা।
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩৯
ইসিয়াক বলেছেন: হা হা হা .....।
৪| ০৩ রা মে, ২০২১ রাত ১২:৩২
জটিল ভাই বলেছেন: মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আপনার আহ্বানে সাড়া দিয়ে
এই মুহূর্তে আমাদের দোহারে অঝোরে বৃষ্টি হচ্ছে
আমাদের এখানেও তাই......
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৪০
ইসিয়াক বলেছেন: জটিল ভাই আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন সবসময়।
৫| ০৩ রা মে, ২০২১ সকাল ১১:৪৫
কালো যাদুকর বলেছেন: মনে হচ্ছে আপনার কবিতা প্রার্থনা কবুল হয়েছে ৷
খড়ার কবিতায় বিব্রত প্রাণীকূল এখন একটি সরস বৃষ্টির কবিতা খুজছে |
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৪১
ইসিয়াক বলেছেন: অবশ্যই বৃষ্টির কবিতা দেবো। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত।
৬| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: বন্ধু আমি মুক্ত। আপনাকে ধন্যবাদ।
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৪১
ইসিয়াক বলেছেন: আপনাকে স্বাগতম।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২১ রাত ১০:৫৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আপনার আহ্বানে সাড়া দিয়ে
এই মুহূর্তে আমাদের দোহারে অঝোরে বৃষ্টি হচ্ছে।