নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এক যে ছিল কিপটে বুড়ো
কিন্তু
হাজারটা ছিল তার শখ আহ্লাদ।
টাকা পয়সা হারায় পাছে
তাই,
মেটাতো না সাধ।
পারিপার্শ্বিক চাপে একদিন
নিল কিছু সিদ্ধান্ত।
খানিক খরচ করে সে
বেজায় হলো ক্লান্ত।
সাধ আহ্লাদ ভুলে এখন করছে
পালন শোক।
তাই দেখে মজা পেয়ে
হাসছে হাজার লোক।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৯ শে মে, ২০২১ দুপুর ১:৪৫
ইসিয়াক বলেছেন: হা হা হা ,কিপটে বুড়ো আমি নই প্রিয় ব্লগার। অবশ্যই এই লেখাটি লেখার পিছনে একটা গল্প আছে । প্রিয় পদাতিক দাদা ক,দিন ব্লগে অনুপস্থিত,এমনকি ফেসবুকেও তাঁর দেখা নেই।
তারপর হঠাৎ উনি উনার বাড়ির ছাদ কৃষি নিয়ে একটা পোস্ট দিলেন। সেখানে কমেন্ট প্রতি উত্তরে এই লেখাটি লেখা। কিপটে বুড়ো হলেন পদাতিক দাদা।
২৯ শে মে, ২০২১ দুপুর ১:৫২
ইসিয়াক বলেছেন:
পদাতিক দাদার বাড়ির ছাদে লাগানো সবজীর বাগানের ছবি দিলাম।
২| ২৯ শে মে, ২০২১ দুপুর ১:১৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: কষ্টে উপার্জিত অর্থ খরচ করাটাও অনেক কষ্ট!!
২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন: এটাও ঠিক।
ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইলো।
৩| ২৯ শে মে, ২০২১ দুপুর ২:২০
মিরোরডডল বলেছেন:
আচ্ছা এই কাহিনী ।
ওহ মাই গুডনেস !!! এতো বিশাল বাগান করেছে ।
আচ্ছা যাই ঘুরে আসি পদাতিকের বাড়ী ।
২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন: এই ছবিগুলো পদাতিক দাদার ফেসবুক আইডি থেকে নেওয়া। ব্যস্ততার জন্য দাদা ব্লগে কম আসছেন।
৪| ২৯ শে মে, ২০২১ দুপুর ২:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখার মান বাড়ছে না কিছুতেই।
২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৪৩
ইসিয়াক বলেছেন: আপনার মতামতকে আমি অবশ্যই গুরুত্ব দেই। ভবিষ্যতে আমার লেখার মান উন্নত করতে আরও সচেষ্ট হবো।
শুভ কামনা জানবেন।
৫| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: কৃপণতা আমার ভাল লাগে না।
২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৪৫
ইসিয়াক বলেছেন: কৃপনতা আমারও পছন্দ নয়। ভালো থাকবেন
৬| ৩০ শে মে, ২০২১ রাত ১০:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: হুম এতক্ষণে বুঝিলম.... অসংখ্য ধন্যবাদ আপনাকে। আয়নার মুখ দেখতে কে না চায়। ভালো লাগলো প্রিয় হে সুপ্রিয়।
শুভেচ্ছা জানবেন।
৩১ শে মে, ২০২১ রাত ৯:৪৬
ইসিয়াক বলেছেন: হা হা হা.... আপনার খবর আছে কিছু
৭| ০৩ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৪
জুন বলেছেন: আধুনিক কবিতা আমি কম বুঝি ইসিয়াক, তবে এই কবিতা আমি পুরাটাই বুঝতে পারলাম এক্কেবারে
বাত্তির রাজা ফিলিপস এর মতো খকঝকা পরিস্কার
ভালো লাগা রইলো অনেক অনেক।
+
০৫ ই জুন, ২০২১ সকাল ৯:১১
ইসিয়াক বলেছেন: আমিও আধুনিক কবিতা কম বুঝি আপু। আমার মতে কবিতা হবে সহজ সরল । কবিতা পড়তে গিয়ে যদি অঙ্কের মত মাথা ঘামাতে হয় তাহলে তো বিপদ হা হা হা ।
কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২১ সকাল ১১:৫৮
মিরোরডডল বলেছেন:
তা সেই কিপটে বুড়োটা কে ।
আমাদের ইসিয়াক নয়তো
কৃপণদের নিয়ে কবিতা গল্প মজার হয় ।
ইসিয়াকের এই লেখা পড়ে গেছো দাদাকে মিস করছি ।
মজার মজার কৃপণদের স্টোরি লিখতো ।