নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সেদিন গেছে ভেসে তবু তোমার স্মৃতি রয়ে গেছে

১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৫

তোমায় ছুঁয়ে দেখার আকুলতায়
আমি উন্মাতাল
এখনও!

হোক সে ফ্রেমে বাঁধানো ছবি অথবা ছায়াচিত্র!

ও মনমহুয়া,
কেন এমন হয়?
এ পৃথিবীতে তুমি কি আমার সব চাইতে আপন?



আমি পাগল প্রায়!
তোমার জন্য।
অথচ কোন এক সময়
তুমি ছিলে সম্পূর্ণ অজানা অচেনা এক মানবী।

পরানের গহীনে অতলের অতলে,
অন্তরের অন্তঃস্থল জুড়ে
তুমি!

তুমি!!

শুধু ই তুমি!!!

কিভাবে এলে
কেমনে এলে
কোথা হতে এলে এ জীবনে?

জানি না
জানতে চাই না
তবে তোমার তুমিতে সবটুকু বিষ্ময় আমার কাছে।

সেই প্রথম দিন হতে শুরু
আজও তোমায় চোখে হারাই।

সেই থেকে শুরু আজও
তোমা বিনে বিরহ জ্বালায় জ্বলি।

এটাই কি নিয়তি?
ক্ষনিকের দেখায় এত প্রেম কি করে আসে
কোথা হতে আসে?
জানা নাই
জানা নাই।


তোমার স্পর্শ মাখা স্মৃতি
তোমার সুরেলা কন্ঠ ধ্বনি সমষ্টি
তোমার ধরে রাখা ছায়াচিত্র
সব মূল্যবান আমার কাছে ,সব।

তোমার দেয়া বকুলগুলো বুক পকেটে বয়ে বেড়াই
তোমার স্পর্শ গন্ধ মাখি ।

তোমার অবর্তমানে
দামি সুগন্ধির মতো তার সৌরভ
আমার নিশ্বাস প্রশ্বাসকে করে আন্দোলিত।

শেফালি?
বাদ দিয়েছি সেই কবে
বকুল এখন আমার প্রিয় ফুল।

তুমি প্রিয় তাই।



আর তাই
আমি শিহরিত হয়ে বারে বারে ছুঁয়ে দেখি
তোমার ছবি
তোমার দেয়া উপহার সামগ্রী ।
খুঁজে ফিরি সেথা তোমার স্পর্শ
তোমার ছেড়ে যাওয়া গন্ধের মায়ামুগ্ধতা
তোমার ফেলে যাওয়া নিঃশ্বাস।

তোমার নিটোল কোমল হাতের স্পর্শের
প্রেমময় আদর
খুঁজে ফিরি আমি দিনান্তে।

তোমার নিশ্বাসের নিবিড় আহ্বান
ডেকে ফেরে কেবলি
বিরহের ক্ষনগুলোতে।

তোমার আবৃতি করা কবিতাগুলো আমি রোজ শুনি
রোজ
তোমায় ফিরে পেতে যেন।

মনমহুয়া তুমি ফুল হয়ে ফুটে আছো
আমার মন বাগানে
গোলাপ জবা অথবা অন্যান্য।

মনমহুয়া তুমি নদী হয়ে মিশে আছো আমার সাগরে
পদ্মা মেঘনা অথবা অন্যান্য।

মনমহুয়া তুমি মেঘ হয়ে ভেসে আছো
আমার সঘন আকাশ নীলে।

আমি ঝরাবো না তোমায়
বাদল ও ধারায়
জড়াবো আরো নিবিড় আলিঙ্গনে কথা দিলাম।

তোমার প্রস্হান
আমার কাছে তাই মূল্যহীন।

তোমার স্মৃতি ই
আমার কাছে তাই মূল্যবান।

তুমি নও অতীত

তুমি সদা সর্বদাই আছো

বর্তমান!
বর্তমান!!
বর্তমান!!!

আমার হৃদয় জুড়ে
আমার মন জুড়ে
আমার প্রাণ জুড়ে।


©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার ।
শুভকামনা জানবেন।

২| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২২

জুল ভার্ন বলেছেন: বাহ! চমতকার লিখেছেন।

১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৬

ইসিয়াক বলেছেন:



ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার ।
শুভকামনা রইলো।

৩| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩০

প্রত্যাবর্তন@ বলেছেন: মন্দ নয় ,।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৫

ইসিয়াক বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই।শুভ কামনা রইলো।

৪| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৬

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভ কামনা সতত প্রিয় ব্লগার।

৫| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: শেফালিকে কি এই কবিতা পড়তে দিয়েছেন?

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৬

ইসিয়াক বলেছেন: শেফালী আবার কে?

৬| ১৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৫৯

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




একবার বানে ভেসে গেলে , একবার ঢিল ছুঁড়ে দিলে ফেরানো যায়না যেমন তারে আর তেমনি খাঁচার পাখিও উড়ে গেলে খাঁচায় ফেরেনা আর!!!!! শুধু স্মৃতিই থাকে...................

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৪

ইসিয়াক বলেছেন:





শুধু স্মৃতি টুকুই থেকে যায়। কেউ মনে রাখে আবার কেউ রাখে না সবই মায়ার খেলা।
ধন্যবাদ প্রিয় ব্লগার।

৭| ১৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৫৯

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




একবার বানে ভেসে গেলে , একবার ঢিল ছুঁড়ে দিলে ফেরানো যায়না যেমন তারে আর তেমনি খাঁচার পাখিও উড়ে গেলে খাঁচায় ফেরেনা আর!!!!! শুধু স্মৃতিই থাকে...................

৮| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫৯

শেরজা তপন বলেছেন: অন্যরকম!
ভাল লাগল

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৫

ইসিয়াক বলেছেন:





কবিতা পাঠে মন্তব্য লাইকে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.