নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
চোখে ইশারায় আহ্বান ছিলো বুঝেও বুঝিনি
তোমার প্রতি আমার কেন জানি আগ্রহ ই জাগেনি।
কেন আমি তোমার সাথে রাখছি না যোগাযোগ
কেন আমি এতোটা পাষাণ? তোমার অভিযোগ।
সবিনয়ে জানাই তবে আমি আছি অন্যত্র ন্যস্ত
প্রণয় ঘটিত জৈবিক কাজে ভীষণ, ভীষণ ব্যস্ত।
তুমি না হয় খুঁজে নাও অন্য কোন সুদর্শনের হাত
মরীচিকার পিছে ছুটে কেন ঝরাও অশ্রুপ্রপাত?
© রফিকুল ইসলাম ইসিয়াক
০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
ইসিয়াক বলেছেন: হা হা হা এই প্যারোডি গানটা আমার ভীষণ পছন্দ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন সবসময়।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০২
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২
ইসিয়াক বলেছেন:
অজস্র ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভ সন্ধ্যা।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক ঠিক
কী দরকার আশায় থেকে
০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
ইসিয়াক বলেছেন:
আপু এসব সব বানিয়ে বানিয়ে লেখা।কাজ নেই তাই অকাজ আরকি! হা হা হা...
ভালো থাকুন।
শুভ সন্ধ্যা।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
সকালে কি নাস্তা খেয়েছেন? সবচেয়ে ভালো পাউরুটি আর ঝুলাগুড় - মনে আছেতো? কবিতা ভালো হয়েছে। ব্যস্ত ন্যস্ত একটা কিছু থাকা উচিত।
০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০
ইসিয়াক বলেছেন:
প্রিয় মাহমুদ ভাই,
কবিতা ভালো লেগেছে জেনে ভীষণ আনন্দিত হলাম।
তার আগে বলুন কেমন আছেন?
নতুন গুড় গ্রাম থেকে আনিয়েছি কিন্তু খুব একটা খাই নি। বাদাম,তিল অথবা নারকেল দেওয়া পাটালী গুড় আমার প্রিয়। দিনে এক দেড় কেজিও খেতে পারি। তবে গত বছর থেকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া কমিয়ে দিয়েছি।
ভালো থাকুন সবসময়।
দোয়া রইলো।
শুভ সন্ধ্যা।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের মনস্তত্ত্ব বোঝা কঠিন।
০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫১
ইসিয়াক বলেছেন:
ঠিক তাই।
শুভ কামনা রইলো প্রিয় ব্লগার।
শুভ সন্ধ্যা।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: ভালো।
০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৬
ইসিয়াক বলেছেন: ওকে।
৭| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
নাহল তরকারি বলেছেন: ভাই, এক্কের কবিতা।
১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১০
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ইমরোজ ভাই।
কৃতজ্ঞতা রইলো।
শুভ কামনা জানবেন।
৮| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮
নাহল তরকারি বলেছেন: কী দরকার প্রেম ভালোবাসার?
১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৫
ইসিয়াক বলেছেন: হা হা হা..... ভালোবাসা ছাড়া জীবন অচল ভাই। ভাবিকে সাথে নিয়ে দুরে কোন একটা জায়গা থেকে ঘুরে আসুন। ভালো লাগবে। সম্পর্ক মজবুত হবে।
শুভ কামনা।
৯| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১
নাহল তরকারি বলেছেন: কি আর বলিবো। আপনার ভাবী আমার সঙ্গ পছন্দ করে না। আর সে আমার সাথে কোথাও ঘুরে আসবে এটা কল্পনাও করা যায় না। আপনার এই কবিতা আমার জীবনের সাথে মিলে গেছে।
১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
ইসিয়াক বলেছেন: ভাই একটু ধৈর্য ধরেন। ভাবিকে যথা সম্ভব খুশি রাখার চেষ্টা করেন। তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসুন।হোক সেই ভালোবাসা একতরফা একদিন না একদিন তার ভুল ভাঙবেই। তখন সে আপনাকে খুব ভালোবাসবে। ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কবিতা পড়ে একটা প্যারডি গানের কমা মনে পড়ে গেলো দাদা -
চলে গেছো তাতে কি?
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরি।