নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শিশুতোষ কবিতাঃ চাইছি সুযোগ

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০১



আমাকে তোমরা নাও না খেলতে
দাও তাড়িয়ে, দুূর! দূর!!
বাড়ি তো আমার পাশের বস্তিতে
নয় তো অচিনপুর।

আমাকে নেয় না তোমাদের স্কুল
তবু আমি পড়ি।
অঙ্ক কষি ইংরেজি শিখি
নই তো আনাড়ি।

আমাকে দেখলেই নাক সিঁটকাও
কুঁচকাও ভ্রু দুটো
যেন রাস্তার ময়লা আমি
অবাঞ্ছিত খড়কুটো।

একটু খেলতে নাও গো আমায়
একটুকু দাও সুযোগ
দেখো ঠিক পারবো নিশ্চিত
কাটাবো সব অভিযোগ।

দরিদ্র হলেও মেধা আর মননে
জানি আমি অনন্য
অপেক্ষায় আছি একটু সুযোগের
নিজেকে প্রমানের জন্য।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০০

বিজন রয় বলেছেন: সুন্দর।

আামদের দেশে শিশুদের জন্য লিখিয়ে অনেক কমে গিয়েছে।
আপনি এভাবে অনেক বেশি লিখুন তো।

আমি কিছুদিন পরে শিশুদের জন্য লেকা শুরু করবো।

০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৬

ইসিয়াক বলেছেন: ব্লগে শিশুতোষ লেখার পাঠক প্রায় নেই বললেই চলে তবুও মাঝে মাঝে পোস্ট দেই।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
আপনার লেখার অপেক্ষায়।
শুভকামনা রইল প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

২| ০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫০

শেরজা তপন বলেছেন: শুধু কবিতা না দিয়ে মাঝে মধ্যে গল্প লিখুন।

০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৮

ইসিয়াক বলেছেন: বেশ কিছু গল্প লেখা আছে প্রিয় ব্লগার। ফাইনাল টাচ দেওয়া হয়নি। ইদানীং আমি ভীষণ অলস হয়ে গেছি। খুব শীঘ্র ই হয়তো পোস্ট দেবো।অনুপ্রাণিত করবার জন্য কৃতজ্ঞতা রইলো।শুভেচ্ছা সতত।

৩| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বিভাজন ছিল, আছে, থাকবে। কেউ কাউকে সুযোগ দিতে চায় না।

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৫

ইসিয়াক বলেছেন: কেমন আছেন?

৪| ১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি ভালোই আছি। আপনাকে মনে হয় মাস দেড়েক আগে ফেসবুকে নক করেছিলাম।

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৫৭

ইসিয়াক বলেছেন: আমি দেখেছি। আসলে আবৃত্তি প্রাকটিসে প্রচুর সময় লাগছে। আমি ব্লগেও সময় দিতে পারছি না। সামনে আবার পরীক্ষা। চারটা কবিতা আবৃত্তি করতে হবে।১০০ মার্কের পরীক্ষা।
দুঃসময় - রবীন্দ্রনাথ ঠাকুর
কান্ডারী হুশিয়ার - কাজী নজরুল ইসলাম
বনলতা সেন - জীবনানন্দ দাশ
দেশলাই কাঠি - সুকান্ত ভট্টাচার্য।
বোঝেন অবস্থা। এদিকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা। হা হা হা।
ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।
ফেসবুকে কথা হবে।

৫| ১৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আবৃত্তি রেকর্ড করলে শুনতে দিয়েন।

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪১

ইসিয়াক বলেছেন: আচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.