![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হলো তো এবার তবে আমি যাই।
যে মাটির বুকে রক্তের হোলি খেলিস সেতো তোদের মা!
কাজ ফুরালেই পাঁজিরে তুই সেকথা জানতাম না।
মঙ্গলের দূত সে যুগে যুগে অমঙ্গলের ক্ষেত্রে যম।
পালাতে পারবি না সময় হলে ফুরাবে তোর দম।
দেশটাকে ভালো না বেসেও দেশপ্রেমিক সাজিস!
মুখের ভাষা মধুর হলেও তোর অন্তর ভরা বিষ।
ভেবেছিলাম বলবো না কিছুই যা খুশি তাই কর।
এখন বলবো মা, মাগো তুই তোর দানব রূপটাই ধর।
সোনার বাংলা যায়রে ভেসে মৌলবাদের চাষ হয়।
এ বাংলা আমার নয়কো চেনা এ বাংলা আমার নয়।
প্রয়োজন হলে রক্ত ঝরুক মুক্ত হোক দেশ মাটি মা।
জীবন থাকতে এদেশের মানুষ কখনও কারো দাসত্ব করবে না।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৬ এপ্রিল ২০২৫
২| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: কবিতার ভাত নেই।
কবিতার পাঠক কমে গেছে। নাই বললেই চলে।
আপনি প্রবন্ধ নিবন্ধ ফিচার গল্প উপন্যাসে মনোযোগ দিন।
৩| ১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশে কোন মৌলবাদ নেই ইহা হাসিনার তৈরী নাটক।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:২৩
ক্লোন রাফা বলেছেন: আমরা করবো জয় ,
শত সহস্র জীবন দিয়ে ।