নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম নাই বা দিলাম

বন্ধুত্বের আহবান...

রফিকের সাইট

<রফিক>

রফিকের সাইট › বিস্তারিত পোস্টঃ

মোবাইল কোম্পানীর অফারের মারপ্যাচে গেল হাত খরচের ২০০ টাকা!

১৩ ই মে, ২০১৬ সকাল ৭:৫৬

অনেক কষ্টে ঐশীর মা কাছে থেকে পর পর চারদিন চেয়ে চেয়ে অবশেষে পেলাম এমাসের টিউশন ফী টা। তাও আবার দেবার সময় এত অভাব অভিযোগের ফিরস্তি শুনে শুনে নিজের অভাবটাকে তুচ্ছ মনে হবার পর। কিন্তু ঐশী মানে আমার ছাত্রী যেন ৭ বছরের ঐশরিয়া রায় । কিছু লিখতে বললে তার সাফ কথা - No means না মুরগী তোমার মা! (ঐশী আবার ইংলিশ মিডিয়ামের ছাত্রী কিনা) । যাহোক সারা মাসের টিউশনির যন্ত্রনা কচকচে তিনটি পাঁচশ টাকার নোট পেতেই ভুলে গেলাম। ঐশীদের বাড়ি হতে বের হতেই তাসনিমের মিস কল – এই যা! মোবাইল ব্যালেন্স তো একেবারে ন্যাগেটিভ সেঞ্চুরী পার হয়ে গেছে! জলদি পাশের দোকান হতে ২০০ টাকা রিচার্জ দিলাম। রিচার্জ এসএমএস এ দেখলাম লিখা আছে ১০ টাকায় ৪০ মিনিট কিনতে ১ চাপুন। রাজী থাকায় ১ চাপলাম। ফিরতে ম্যাসেজে package successfully purchased ....বার্তা এল। মনটা খুশি হতে ভরে উঠল।আজ দিনটা ভালই মনে হচ্ছে - কতদিন তাসনিমের সাথে মন খুলে কথা বলা হয়নি-আজ তা সুদাসল আদায় করতে হবে না!...............তারপর আর কি! পুরা এক ঘন্টা পড়ন্ত বিকালের সৌন্দর্য্য দুজন দুপ্রান্তে থেকে উপভোগ করতে করতে যেই না তাসনিমের পরিবারের সদস্যদের তথা আমার হবু শালা-শালীর খোঁজ নিতে যাব ঠিক তখনই বেরসিক কে যেন বলে উঠল........পযাপ্ত ব্যালেন্স না থাকায় আপনার সংযোগ বিছিন্ন করা হল! আরে তা কি করে হয়! ১০ টাকায় ৪০ মিনিট নিলাম না? আর তাসনিমের সাথে আমার সুপার এফএসএফ করা আছে না? রাগে দুঃখে নিজের মাথার চুল ছিড়েত ইচ্ছা করছে। কিন্তু চুল না ছিড়ে ২০০ টাকার ব্যালেন্স উধাও এর রহস্য উদঘাটনে মন নিবেশ করলাম।অতপর যাহা বুঝিতে পারিলাম - ১০ টাকায় ৪০ মিনিট অফার টি প্রযোজ্য হল রাত ১২ টা হতে বিকার ৪ পর্যন্ত! সুতরাং মফিজ তো ধরা খেতে বাধ্য!

সুতরাং যেকোন অফার আগে ভাল মত না বুঝে না শুনে এ্যাকটিভেট করতে গেলেই বিপদ । আর এই সব অফার গুলো আপনাদের সুবিধার্থে একজায়গায় পেতে ভিজিট করুন telekontho.com । এছাড়া এখানে আপনারা যেকোন অফার সম্পর্ক প্রশ্ন,আলোচনা, সমালোচনা,মন্তব্য ইত্যাদি করতে পারবেন। কোন বিষয়ে কোন জিজ্ঞাসা থাকলে সরাসরি ওয়েব মাস্টারকে প্রশ্ন করতে পারেন। যাই হোক এই সাইটের বিভিন্ন গুরুত্বপূর্ন লিংকগুলো নিচে দেয়া হল-

Grameenphone internet/3G offer
robi internet/3G offers

Banglalink Internet/3G offer

Citycell zoom ultra/internet offers

airtel internet/3G offer

Handset offer

Sim registration offer

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৪:০০

বিদ্রোহী চাষী বলেছেন: লোভ করলে, ধরা খেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.