![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বিষয় নিয়ে কতদিন
আর কতোদিন তোমার সাথে
কথা বলি ?
তুমি জানো এবং খুব ভালো করেই জানো,
তুমিও ভালোবাসো আর আমিও ।
শুধু সমাজ ব্যবস্থাটা
একটা দূরত্ব তৈরী করে রেখেছে
আমদের মাঝে।
তাতে কি ?
আমাদের তো দেখা হচ্ছে, কথা হচ্ছে, চোখে চোখ
আর
তোমার অধরটা আমাকে ডেকে তো যাচ্ছেই
প্রতিনিয়ত—–
বেশ,
এর চেয়ে বেশী আর কি আছে?
©somewhere in net ltd.