| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাহী জন্ম চট্টগ্রাম শহরে। আমার রক্তের গ্রুপ: এবি নেগেটিভ। বেড়ে ওঠা ঐ চট্টগ্রামেই, বিদেশ থেইক্কা দেশেই ভালো তাই বর্তমানে দেশেই আছি। কামলা দেই দেশের নামকরা একটা লোহা ফেক্টরিতে। কামডা মোটামোটি ভালোই, কোনমতে বউ পোলা নিয়া খাইয়া পইরা বাইচ্চা আছি। ২৭ মার্চ ২০১১ ইং তারিখে আমার পোলা জারীফ আইলো আমাগো কোলে। এখন অবসর সময়ে পোলার লগে খুট খাট আর হুট হাট করতে করতেই সময় পার হয়। আমার ই-মেইল এড্রেস Rahi10@জিমেইল.কম
![]()
আমার লিখার হাত ও সৃতি শক্তি খুবি খারাপ তার মধ্যে আছে ভুল বানানের কারখানা আর বোনাস হিসাবে থাকতেছে সাধু চলিত শুদ্ধ ভাষার জগাখিছুরী :-& .... আগা মাথা ছারা লিখা পড়তে একটু কষ্টতো হবেই ![]()
ছোট থেকেই আমি আছিলাম বদের হাড্ডি জেদ আছিলো খুব ![]()
জেদের ধরন হইলো সবাই বেড়াইতে যাইবো। ঐ সময় যদি একটু এই দিক ঐ দিক হ্য় তাইলে ঘোষনা দিতাম আমি যামুনা আমি একলা একলা ঘরে থাকমু
যেই কাপর চোপর পরাইয়া আমারে রেডি করা হইলো তা খুইলা সোজা গিয়া টয়লেটের বালতিতে ভিজাইয়া রাইখা আসতাম। পরে যাইতাম ঠিক এই কয়ডা চড় থাপ্পর খাওয়ার পরে
আমি সবার ছোট তাই আমারে রাইখা যাইবো কেমবে
।
স্কুল ছুটি হইলে দৌড়াইয়া বাসায় আসতাম বেগটা ছুইরা ফালাইয়া শার্টা খুইলা ফ্যানটা চালাইয়া দিতাম ফুল স্পিডে তারপরে মেঝেতে শুয়ে পরতাম।
শরিলে থাকতো ঘাম...
আহা মেঝেতে শুইয়া থাকতে কি আরাম ![]()
আম্মার চাচাতো ভাই আমার মামা ওনার বিয়ে তো যাইতে হবে বিয়ে খাইতে
৫ দিন আগেই আমরা সবাই নানা বাড়ি গিয়া হাজির। অনেক দুরের পথ তাই কয় দিন আগেই গেছিলাম যদ্দুর মনে পরে। এমনিতেও নানা বাড়ি দাদা বাড়ি যাওয়া হইতো ২-৩ বৎসর পরে পরে। তো বিয়ের আগের দিন গায়ে হলুদ ওনেক মজা করলাম প্রচুর রং খাইছি ঐ দিন
রং মারা মারি হইতো খুব ঐ সময় বিয়ের অনুষ্ঠানে। পরের দিন রাতের বিয়ে আছিলো বড় পালকী আনাছে ঐটার আসেপাসেই ছিলাম বিকাল থেকে। কত কাগজ পাতি দিয়ে সাজাইলো পালকী...
বর যাত্রার টাইম হইলো একটু একটু আগেই আমার সেই পুরান জেদ মাথা চারা দিয়া উঠলো
বরযাত্রী জামু না আমি
লুকাইয়া থাকলাম আমার ছোট মামা আমারে খুজে বের করে আম্মার হাতে ধরাইয়া দিলো। নিয়ম মতো ২ ডোজ চর থাপ্পর
শহর থেকে আসা মেহমান সবাই একটু আদোর বেশিই করে :!> তাই ঐ দিন আর বেশি মাইর হজম করতে হয় নাই
মাথায় তেল দিয়ে একটু আচরাইয়া দিব কে যানি কেরসিনের বোতল নিয়া আসলো আম্মা ও না দেইখা দিয়ে দিলো মাথায় কেরসিন। কি বেপার কেরসিন এর গন্ধ আসে কই থেইকা কইলাম আমার মাথায় কেরসিন দিলেন কেন আমি যামু না.............
একটু একটু শীত তার পরে আবার রাইত আমি পুরা কাইত
এই রাইতে আবার গরম পানি করে আমারে গোসল দেয়ানো হইলো আমার জন্য বরযাত্রা প্রায় ১ ঘন্টা লেট। হাটা পথ ছিলো টাই আমারে কোলে করে নেয়া হইলো পথে ঘুমাইয়া পরছি তাই আমারে পালকীর মধ্যে মামার কাছে দিয়ে দিছে :!> মামিদের বাড়িতে গিয়া মামার কোলেই ঘুমাইছি যখন মামা কবুল কয় তখনো আমি মামার কোলে বসা এইটা মনে আছে ![]()
আজকে এই টুকুই থাক আর লিখতে পারি না
তয় একটা কথা আমার ঐ মামার বড় মেয়ের বিয়ে হইয়া গেছে গত বৎসর আমি এখনো বিয়ে করতে পারলাম না ![]()
আমার পোলাপাইন আমলের কিছু সৃতি। (দুই)
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৮
নিঃসঙ্গ বলেছেন: যাক আপনি আমার কষ্টটা বুজলেন :!>
২|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩২
রাতমজুর বলেছেন:
আমিও আছিতো ![]()
"০৬। রাতমজুর আমি ঘর জামাই হৈতে চাই।"
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৩
নিঃসঙ্গ বলেছেন: হ আমরা একি পথের পথিক ![]()
৩|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৭
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা।
ভালো হয়েছে।
বদের হাড্ডি কি এখনো আছেন নাকি? ![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৯
নিঃসঙ্গ বলেছেন: কুত্তার লেজ ১৪ বৎসর চুন্গায় ভইরা রাখলেও সোজা হ্য় না ![]()
৪|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৯
শিবলী বলেছেন: হে হে...
আম্মারে কন!!
মন আর মানে না!!
এই মন তুলতে আরও মন লাগব![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪২
নিঃসঙ্গ বলেছেন: সরম বলে একটা কথা আছেনা :!>
৫|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৩
আশরাফ মাহমুদ বলেছেন: সে কথা আর বলতে !
আমিও ছিলাম। ![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৭
নিঃসঙ্গ বলেছেন: বদের হাড্ডির দল ভারি হইলো ![]()
৬|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৫
শিবলী বলেছেন: মাথায় পেট্রোল মাখা শুরু করেন![]()
মা-এ বুঝব
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৮
নিঃসঙ্গ বলেছেন: ভুল কইরা কেউ আগুন দিলে আমি শেষ ![]()
মরিতে চহিনা আমি বিয়ে না করে ![]()
৭|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৯
আশরাফ মাহমুদ বলেছেন: দলের নেতা কিন্তু আমি।
আপনি রাজি থাকলে আপনাকে সেনাপতির মর্যাদা দিবো না হয়! ![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫১
নিঃসঙ্গ বলেছেন: বদের হাড্ডি সাইটের এডমিন যখন আমি তো দলের নেতাও আমি ![]()
৮|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫১
শিবলী বলেছেন: মা-রে বলবেন
আগুন নেভানোর লোক দরকার...........![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৪
নিঃসঙ্গ বলেছেন: হ এইটা বলে দেখা যাইতে পারে ![]()
৯|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৩
কঁাকন বলেছেন: তয় একটা কথা আমার ঐ মামার বড় মেয়ের বিয়ে হইয়া গেছে গত বৎসর আমি এখনো বিয়ে করতে পারলাম না
এই কথা কওনের জন্য এত বড় শিবের গীত
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
নিঃসঙ্গ বলেছেন: সুধু শেষ অংশটাই দেখলেন ![]()
১০|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: আপনারে শুধু শো করার জন্য রাখছি।
আমি আড়ালে থাকতে পছন্দ করি কিনা তাই। ![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৮
নিঃসঙ্গ বলেছেন: না হইবোনা খেলমু না ![]()
১১|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৮
নুশেরা বলেছেন: হুমম, এই তাইলে কাহিনী ![]()
ব্লগীয় ছড়া-২ পইড়েন সময় পাইলে ![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০০
নিঃসঙ্গ বলেছেন: পড়ে আসছি আপু প্রথমে নাম খুজে পাইনাই পরে পাইছি থেংকু ![]()
১২|
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৬
নিবিড় অভ্র বলেছেন: খিক খিক ![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২২
নিঃসঙ্গ বলেছেন: ![]()
১৩|
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪২
রাইডার বলেছেন: মামার বড়মেয়ের কথা কন![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৩
নিঃসঙ্গ বলেছেন: ওর কথা বইলা আর কি লাভ ![]()
১৪|
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:০০
মিঞা ভাই বলেছেন: মেয়েটার উপরে আপনার দারুন ক্রাশ ছিলো মনে হচ্ছে।
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৮
নিঃসঙ্গ বলেছেন: জ্বী না মিঞা ভাই এমনিতে ও গ্রামে যাওয়া হইতো খুবি কম ৩-৪ বৎসর পর পর ![]()
১৫|
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:০৯
মমমম১২ বলেছেন: দু:খ করেন না,আপনার ও একদিন সময় আসবে।
ঠিক বিয়ে হবে দেখেন।দোয়া করি।
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৯
নিঃসঙ্গ বলেছেন: হ একটু বেশি বেশি দোয়া কইরেন ![]()
১৬|
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:১১
টুশকি বলেছেন: আরি রাহি ভাই
আছেন কেমন?
বহুদ্দিন যাইনা মূর্ছনায়, দেখি যাওয়া লাগবে
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৩১
নিঃসঙ্গ বলেছেন: জ্বী ভালো আছি আপনি ভালো ??
ঘুরে আসেন এখনই ![]()
১৭|
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৩৭
মেঘাচ্ছন্ন বলেছেন: আহারে.......
যান, আপ্নার জন্য দোয়া করে দিলাম.....যেন অতিশিঘ্রই বিয়ে করতে পারেন.......!
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪৩
নিঃসঙ্গ বলেছেন: খিক খিক খিক =P~
১৮|
১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪৬
অ্যামাটার বলেছেন: খিক খিক...মজাই পেলাম...![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০২
নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ ![]()
১৯|
১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৫
নিরক্ষর বলেছেন: ছুডু ভাই আছেনি? থাকলে আম্মারে কন, আম্মা ভাইডুরে বিয়ে দেয়ন দর্কার
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫১
নিঃসঙ্গ বলেছেন: নারে ভাই আমিই সবার ছুডু ![]()
২০|
১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৯
নামহীনা বলেছেন: আপনার বিয়া খাইতে যে হারে ভাতিজা আর ভাতিজি-র পরিমান থাকবে তা তে ওদের জন্যই একটা আলাদা কম্যুনিটি সেন্টার ভাড়া করন লাগবো।
বেশি দেরী কইরেন না, তাইলে না আবার ২টা কম্যুনিটি সেন্টার ভাড়া করন লাগে!
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫১
নিঃসঙ্গ বলেছেন: আপনাদের মত বড় ভাই থাকতে কম্যুনিটি সেন্টার নিয়ে চিন্তা করি না ![]()
২১|
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
জেমিনি বলেছেন: খুব ভাল লিখেছতো
। "নিয়ম মতো ২ ডোজ চর থাপ্পর
( " এই লাইনটা বেশী মজার।
আমার ও অনেক স্মৃতি আছে ছোটবেলার লিখতে ইচ্ছে করে মাঝে মাঝে কিন্তু সময় করে উটতে পারিনা। ![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
নিঃসঙ্গ বলেছেন: শুরু করে দাও লিখা আমার মত ছোট ছোট করে লিখ ![]()
২২|
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
জেমিনি বলেছেন: ভাল কথা..... আসো দেশে তোমার মাথায় আবার কেরোসিন ঢালার ব্যবস্থা করব। হি হি হি হি হি হি ![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৩
নিঃসঙ্গ বলেছেন: মাফ করে দেয়া যায় না ![]()
২৩|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৮
পারভেজ বলেছেন: বিয়ের আসরে যদি আবার বর হইয়া যাইতে না চাও? ![]()
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৮
নিঃসঙ্গ বলেছেন: বুঝলাম না কথাটা ![]()
২৪|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
জংবাহাদুর বলেছেন: ভাইজান এইরম পুশ্ট আরো চাই...জং পুশ্টে পেলাশ
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫০
নিঃসঙ্গ বলেছেন: সময় পাইলেই লিখা ফেলবো পরের পর্ব
আপনারে ধন্যবাদ।
পরের পর্বে লিখার ইচ্ছা আছে আমার বাল্য পেরেম নিয়া :!>
২৫|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩
জংবাহাদুর বলেছেন: পেরেম
তয় আমারও এট্টা আছিলো :#>
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৯
নিঃসঙ্গ বলেছেন: তাইলে পোষ্টাইয়া দেন পরার জন্য ওয়েট করতেছি ![]()
২৬|
১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯
জেমিনি বলেছেন: আমিও চিন্তা করছি আমার ছোট বেলার কাহিনী লিখা শুরু করব
২৭|
১৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩০
জেরী বলেছেন: হুমমমমমমম......
টাইম-মেশিন থাকলে আবার পিচ্চিকালে ফিরে যেতাম.....।
১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১
নিঃসঙ্গ বলেছেন: সত্য কইছেন ![]()
২৮|
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৪
অক্ষর বলেছেন: তয় একটা কথা আমার ঐ মামার বড় মেয়ের বিয়ে হইয়া গেছে গত বৎসর আমি এখনো বিয়ে করতে পারলাম না ![]()
আহারে!!!
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৩
নিঃসঙ্গ বলেছেন: কাঁটা গায়ে আর লবনের ছিটা মাইরেন না ফিলিজজজজ ![]()
২৯|
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ত্যড়ামী ভালাই আছিলো বুঝা যায় ![]()
ভালৈছে !
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৫
নিঃসঙ্গ বলেছেন: ত্যড়া মানি কি শুধু ত্যড়া পুরা ত্যড়া ![]()
ধইন্নাপাতা।
৩০|
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১০
অ্যালন বলেছেন:
তয় একটা কথা আমার ঐ মামার বড় মেয়ের বিয়ে হইয়া গেছে গত বৎসর আমি এখনো বিয়ে করতে পারলাম না
আমি শুধু এই লাইন কয়ডাই পড়ছি..![]()
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৪
নিঃসঙ্গ বলেছেন: আপনারে মাইনাস পুরাডা না পরার জন্য ![]()
৩১|
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২১
অ্যালন বলেছেন:
নাআ..পর্সি পুরাডাই..বালবাভে বুচ্ছি খালি ওই লাইন্ডি..![]()
২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০০
নিঃসঙ্গ বলেছেন: :#>
৩২|
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫১
আছহাবুল ইয়ামিন বলেছেন: করাত দিয়ে নিজের খাট কাটা শুরু করেন ![]()
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
নিঃসঙ্গ বলেছেন: এইবার দেশে গেলে এইটা এ্যপলাই করবো :!>
দোয়া রাইখেন আমার জন্য।
৩৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫
নাজনীন১ বলেছেন: আমারও পাল্কিতে চড়ে মামা এবং চাচা - দুই জনের বিয়ে খেতে যাবার অভিজ্ঞতা আছে... ...
তয়, একটা ব্যাপারে সাবধান করি... ...
আমার এক কলিগের রুমে ডাবল খাট ছিল। উনারও বিয়ে করার খুব ইচ্ছে হয়েছিল। তো, উনি উনার মাকে বললেন, 'মা, এত বড় খাটে আমি একা একা ঘুমাই, ভাল লাগে না।'
এ কথা শুনে মা পরদিনই ঐ রুমে ডাবল খাট সরিয়ে সিঙ্গেল খাট দিয়ে দিল।
অতএব, সাবধান !!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৪
নিঃসঙ্গ বলেছেন: আমার ব্যাপরাটাতো উল্টা আমাকে বলা লাগবে এই ছোট খাটে শুইতে ভালো লাগতেছে না আমার একটা ডাবল খাটের দরকার ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৭
রাতমজুর বলেছেন: হুম, এই কারনেই পুলা লিষটি করে...