![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় ছিলো না বলে ডাকও শুনতে পাইনি, খোলামেলা অজুহাত
পাত্তা দিইনা গায়েবকে, এ আমার নিজস্ব অভিসম্পাত,
চলতে চলতে আটকে গেছি বিন্দুতে, হায়রে চলমান বিন্দু
না হয়েছি মুসলিম, না হলাম খ্রীস্টান, বৌদ্ধও হতে পারিনি, হইনি হিন্দু,
দৃষ্টি দিইনা কারো প্রতি, ব্যক্তিগত রেজুল্যুশন
সম্পর্ককে করেছি মায়াহীন, হৃৎপিন্ডকে করেছি শোষণ,
তবুও কেন যে মাতাল করো, বুকের ভেতর রক্তের ছোপ
আমার কথা ভেবনা, আমি একটা ‘বায়োস্কোপ’।।
©somewhere in net ltd.