![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরে রাম হরে হরেরে কৃষ্ণ হরে গোবিন্দ বোল
তোর মুখের ভেতর পুরো একটা মহাভারতের রোল,
যখন যেমন তখন তেমন বহুকর্ষণ রুপ
কখনো জ্বালাস আগরবাতি, কখনো জ্বালাস ধূপ,
কখনো চিতাতে পিতাকে পুড়িয়ে হয়ে গেলি ‘মালাউন’
কখনো ‘যীশু’র ‘হিসু’র কালারে বাঁধালি যুদ্ধ খুন,
তোর নাম তুই রেখেছিস কি-না, মনে করে দ্যাখ দেখি
শিয়াতে সুন্নি আলাদা করিলে দেয়া যায় বুঝি ফাঁকি,
‘কাফির’ বলিয়া গালি দিস দু’টো ‘আরবী’ শব্দ শিখেে
আমাদেরও আছে ‘বাইবেল-গীতা’, আমরাও গেছি পেকে,
বাঁধালি মাতম মানব চেতনে, হায়রে শালার জ্বালা
দোহাই ধর্ম দোহাই ধর্ম, বুদ্ধি বেচারই খেলা,
রাজারই জন্য রাজারা মরে, প্রজাদের ধরে পাপে
দেশের ভেতরই দেশ গড়ে উঠে রাজাদের অভিশাপে,
যমের ক্ষমতা পাইয়াছে লোপ ঈমানের কতো রীতি
বুদ্ধের মতো ‘নাই-ধর্মতে’ ধার্মিক পরিচিতি,
সত্যি কথা বলিতেই মানা, যদিও নিজেরই খাই
নামের শুরুতে ‘মাওলানা’ রেখে নিরাপদ থাকা যায়,
বজ্রের মতো গর্জনে কাঁপে সুমধুর বিশ্বাস
পরিণতি সব যাযাবর প্রাণ পরকীয়া নি:শ্বাস,
হয়ে যায় ভুল মূলের খোঁজেতে ধরাধামে অগণিত
মানবতা করে উপহাস প্রথা, দোযখের ভয়ে ভীত।।---রাজবাবু
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
রাজবাবু বলেছেন: নেবুদা, খিচুরী কি পাকাতে পারলাম?
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০
নেবুলাস বলেছেন: আপনি হঠাৎ নবী রাসূল নিয়া লেখা শুরু করলেন কেন? কবিতার মাঝে ধর্ম নাম থাকলে বুঝি বেশ কাটতি হয়? আমারতো মনে হয় ধর্ম নিয়া আপনিই টানাটানি লাগাইলেন। কুরবানী ঈদের আগে কবিতার টাইটেল দিলেন "আমি জবাই হতে চাই না"। আমি প্রথমে ভাবছিলাম গরু-ছাগল এদের উপর কবিতা পরে পড়ে দেখলাম ধর্ম নিয়া খিচুড়ি পাকানোর চেষ্টা করতেছেন।