![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো বেদনাহতের ক্ষততে যতনে ঢেলেছ জল
কখনো মূখ্য করেছো সূক্ষ্ম দু:খের কোলাহল,
কখনো একাকী অন্ধ দু’আঁখি রাত্রির প্রতি ভয়
কখনো হাসিয়া আবেগে ভাসিয়া মানিয়াছ পরাজয়,
কখনো সাধনে বাঁধর দিয়েছ, উপাসনা অবিরল,
কখনো বেদনাহতের ক্ষততে নীরবে ঢেলেছ জল।
কখনো উজানে পূজার ছলেতে দেখেছ সবই যা ফাঁকি
কখনো আর্তনাদের স্বার্থে করিয়াছ হাঁকাহাঁকি,
কখনো বজ্রপাতের মর্ত্যে মানো নাই সংযম
কখনো ছদ্মনামের দামেতে মিশে গেছ হরদম,
কখনো পতিতা কখনো দেবতাকখনো বা সব ফাঁকি
কখনো উজানে পূজার আগুনে অযথাই হাঁকাহাঁকি।।
©somewhere in net ltd.