![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দখিনা বাতাসে তুলিয়া ছন্দ এলোকেশে মনোহরি
একেলা আসিলে কুঞ্জ চেতনে, অপরুপ আহামরি,
দেহবিলাসিতা চারপাশে ঘোরে, মায়াজালে বুলবুল
অভিলাষি গলে মনিহার মালা, কানেতে কানের দুল,
প্রকাশিত ভাষে কোমলকন্ঠ অবারিত মায়াময়
যে পানে দৃষ্টি, সেই পানে তার দৃষ্টিপাতের জয়,
এ কেমন তব আগমন সখি, অভূতপূর্ব করা
তুমি সুখ করো কিবা সুখি করো, 'আমি বিবেকের কাছে ধরা'।।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে ।