![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমি চেরা স্বর্ণ হে তুমি মধুসূদন,
মনে করি তোমায় আজো এ রজনীতে।
হয়েছিলে পাপী তুমি করে পলায়ন,
স্বদেশ।জুড়ালে কান নিষ্ঠার বাণীতে।
সত্য তুমি কবি,জন্মেছ এই ভূমিতে,
কাব্য সন্ধানে ধর্ম,দেশ ত্যাগে,নয়ন
তোমার ছেড়েছে মাঁয়া,তুচ্ছেছে হেলাতে,
সব।তবু করেছ স্বপ্নের অন্বেষণ।
সৃজন সাধনায় তুমি পেয়ে ধিক্কার,
চলে গেলে এ ভূবন মাঁয়া ত্যাগ করে।
আজ তবু মনে মনে স্বরি শ্রদ্ধাভরে,
তোমায়।তুমি কাটালে দিন অনাহার,
কতকাল।পেলেনা কিছুই,নিয়ে গ্লানি,
বয়ে বেড়ালে,দিয়ে গেলে অমর বাণী।
©somewhere in net ltd.