![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব শীঘ্র চলে যাব তোমার এই
অস্তিত্ব ঘেরা রাজত্ব ছেড়ে,
চিরকাল হয়ত এভাবেই ঘৃণা করে যাবে তুমি
আমি নামক এই ব্যক্তিটিকে।
ঘৃণাই যদি করবে তবে করো
আমার দ্বিধা-বাঁধা সবই বড় তুচ্ছ,
তুচ্ছ ভাবনা মানুষকে প্রভাবিত করে বড় বেশি।
আমার অভ্যাস-চরিত তোমাতে ঘৃণা বিনা অস্তিত্বহীন,
তবু একবার শুধু ভেবে দেখত......
ভাববে না কি একবারো কোন দিন?
সিগারেটের গন্ধভরা চারদেয়াল
সরণ করাবে না কি একবারো,
এই তুচ্ছের অস্তিত্ব?
গন্ধহীন ঘর জুড়ে আমার অনুপস্থিতি
তথা শূণ্যতা তোমায় ভাবাবে না কি একবারো।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুন লিখেছেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৫
নামে বইয়ের পোকা বলেছেন: অসাধারণ!