![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সিঁথিতে এক চিলতে সিঁদুর আমাকে ,
কতকটা একা করেছে হয়ত তা অজানা তোমার।
প্রথম প্রেমিকা হবার সাধ্য যে আর তোমার নেই
তোমার কপালের শীর্ষে রঞ্জিত চূর্ণ সিঁদুর,
কেড়ে নিয়েছে তোমার প্রথম প্রেমিকা নামক অহংকার।
১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৭
কবি রাকিবুল ইসলাম বলেছেন: প্রেম যে টাকার বস্তা নয় সেকথা মাথায় রেখেই বলা হয়েছে,তাই তো বলা হয়েছে যে সে আর কারোর প্রথম প্রেমিকা হবার অহংকার হারিয়েছে.....কানিজ রিনা
২| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: তোমার সিঁথিতে এক চিলতে সিঁদুর
দিয়েছে তোমায় প্রেমিকা নামক অহংকার
৩| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম দ্বিতীয় তৃতীয় প্রেম বলে কিছু নেই। সব অপচেষ্টা।
৪| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম দ্বিতীয় তৃতীয় প্রেম বলে কিছু নেই। সব অপচেষ্টা।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:১৪
কানিজ রিনা বলেছেন: প্রেম,একটাই তা দুইবা তথদিক নয় সত্য প্রেম
একটাই। নানান রকম ভালবাসার বিশ্বাস দিয়ে
সত্য প্রেম টিকে থাকে। প্রেম টাকার বস্তা না
জনে জনে দান করে যায়। জনে জনে প্রেম
হোল নষ্ঠের ভ্রষ্ঠা।