![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়াশুনায় অরুনিমার বেশ অমনযোগীতা দেখে একদিন হোম টিউটর জিজ্ঞেস করলেন,তুমি বড় হয়ে কি হবে অরুনিমা?
হোম টিউটরের সাথে অরুনিমা বেশ মনখোলা আচরণ করে।
অরুনিমা হঠাত বলল,আমি বড় হয়ে পাখি হব।
স্যার বললেন,হ্যাঁ পাখি হয়ে রোজ সকালে আমার ঘরের জানালায় এসো।তোমার সাথে লম্বা সময় ধরে আড্ডা দেব।
অরুনিমা শুধু হাসলো।
স্যার হঠাত আরেকটু ভাবুক হয়ে বললেন,আচ্ছা অরুনিমা,ভেবে দেখোত একটা ছোট্ট বাসা।বর্ষাকালে নৌকার মত এপাশ ওপাশ করে দোলে।ঘরে সেজে বসে থাকা লাল টুকটুকে বৌ।মনে মনে তার কত যেন অপেক্ষা।
অরুনিমা শুনে বলল,স্যার আপনি বেশ রোমান্টিক একজন মানুষ।মাঝে মাঝে ইচ্ছে করে আপনার প্রেমে পড়ি।
কিন্তু স্যার মন যাহা চায় তাহা নাহি পায়।
©somewhere in net ltd.