![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চুরির দায়ে আমার আকস্মিক জেল হলো,
লাগলো চোখে আগুন ঐ দুচোখে চেয়ে।
সীমার অতিক্রমে আমার স্বল্পায়ুর যৌবন গেল লুটিয়ে,
অন্ধের অভিনয়ে হারালো চোখের জ্যোতি,
সময় চুরির পাপে আমার মাতলো জীবন ঘৃণায়।
অলৌকিক জগতের সীমানায় পা দুটি হেলায় হারালো গন্তব্যহীন।
দুচোখে মেলেনা কোন পথ কিংবা নারীর শরীরী ছাপ,
গন্ধ পৌঁছে না নাসারন্ধ্রে,
বড় অনুভূতিহীন নারীর বক্ষসুভাষ।
স্বপ্ন বড় অহেতুক,বড় বেশি বেমানান।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: কবি রাকিবুল ইসলাম আপনার স্বপ্ন চুরি ভালো লেগেছে!