![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম থেকে একাত্তবাদী। পারলে ঠেকাও, যতদিন বেঁচে থাকবে ততদিন কলম চালিয়ে যাবো। জানি কেউ লেখাগুলো পড়বেনা তবুও লিখে যাব।
আপনাকে যদি বলা হয় মন খারাপ করা ৫টি গানের নাম লেখার জন্য তো আপনি কোন ৫টি লিখবেন?
আমার ৫টিঃ
১। চাঁদের অপেক্ষা (এহসান রাহি)
২। আমাকে আমার মত থাকতে দাও।
৩। আমি তোমাকেই বল দেব (সন্জ্ঞীব দা-দলছুট)
৪। বারেবার (এহসান রাহি)
৫। যখন নীরবে দূরে (শহর)
২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:২০
ব্লগার নীলতারা বলেছেন: মানে?
৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
মানে সোজা:
" পাকসার জমি শাদবাদ.... ", হলো পাকিস্টানের জাতীয় সংগীত, উহা আমার মন খারাপ করে; বুঝতে এত বেগ পেতে হয় কেন?
৪| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৩১
সুমন কর বলেছেন: এহসান রাহির গান শুনি নাই
৫| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫০
আল কাফি বলেছেন: এখান থেকে বললে আমাকে আমার মত থাকতে দাও।
৬| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৮
সাজিদ ঢাকা বলেছেন: মন ভালো নেই , বারে বার মনে হয় তুমি পাশে নাই , ভাবি ধুর ছাই কেন কাটে না সময় .
৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:১৩
অশুভ বলেছেন: ১) বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়(আইয়ুব বাচ্চু)
২) এই দূর পরবাসে তারা গুনি আকাশে আকাশে (আর্ক[মেবি])
৩) আমি আর আমার দুচোখ, কখোনো জলে ভেজাবো না(জেমস)
৪) যদি হিমালয় হয়ে দুঃখ আসে(খালিদ)
৫) স্বপ্নের জাহাজ(বাপ্পা)
৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:২৮
শাহরীয়ার সুজন বলেছেন: (১)তুমি কি আমায় আগের মতো বাসো ভালো...
(২)বিধাতা (জেমস)
(৩)এতো কষ্ট কেনো ভালোবাসায় (হাসান)
আর মনে পড়ছেনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
পাকসার জমি শাদবাদ....