নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কমনা করছি । আপনি অমর মনে পড়ে করি আপনাকে জীবনের পরতে পরতে ..
ইতিহাস কেউ কে ছেড়ে কথা বলে না কোন দিন ।
এমন একটা শিরোনামে হয়তো মনোক্ষুন্ন হয়েছেন ।আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । আমি শুধুমাত্র কিছু ঐতিহাসিক তথ্য দিয়ে লিখছি আর কথা বলছে চিরচায়িত ইতিহাস । সেখানে আমি নিতান্তই মূখ্য কেউ নই ।
অাচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশের তথা বাঙালির শ্রেষ্ঠ কয়েকজন প্রবাদ পুরুষের নাম বলেন ? উত্তর টা খুব সহজ ।আপনি অর্নগল বলে ফেলবেন ভাসানী কাজী নজরুল ইসলাম ,মুজিব ও জিয়া প্রমুখ বরেণ্য ব্যক্তিত্ব । আজ বিষয়টা শেয়ার করতে করতে যাচ্ছি ,সেটা নিশ্চয় আপনাকে অবাক করবে ।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন টা কত টুকু দুঃখ-কষ্টে অতিবাহিত হয়েছে, কম বেশি সকলেই জানি । জীবনের এত রং কোন দিন দেখি নি । এই মানুষ সারা টা জীবন পেয়ে গেছেন অবজ্ঞা ,হেলা -অবহেলা । নজরুল শব্দের অর্থ হওয়া উচিত দুঃখ-কষ্ট,ব্যথা-বেদনা । যাই হোক সে প্রসঙ্গ নিয়ে কথা না বলি ।
নজরুল ইসলাম তার এক চিঠিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লিখেন
‘‘আমার স্ত্রী আজ প্রায় সাত বছর পঙ্গু হয়ে শয্যাগত হয়ে পড়ে আছে ।ওকে অনেক কষ্টে এখানে এনেছি । ওর অসুখের জন্য সাত হাজার টাকা ঝৃণ আছে । ”
(তথ্যসূত্র-নজরুলের পত্রাবলি ,পৃষ্ঠা নং ১৫)
এ থেকে বোধগম্য হয় যে ,কবি তখন কতটা অর্থনৈতিক সংকটে ছিলেন । এছাড়া কবির শরীর ও ভাল যাচ্ছিল না । পরিকল্পনা মোতাবেক কাজী নজরুল ইসলাম এই টাকা শোধ করার জন্য একটি ফিল্মের মিউজিক হিসাবে সাত হাজার টাকার কনট্রাক্ট পান । যার বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় ১৭-১৮ লক্ষ্য টাকার ও অধিক । নজরুলের বক্তব্য অনুযারি ফজলুল সাহেব ‘নবযুগ’ এর সম্পাদক হলে কবি কে এই টাকা দিবেন । ফজলুল হক সাহেব প্রতিশ্রুতি ও দেন টাকা দিবেন বলে কিন্তু তিনি এই টাকা টা দেন নি । জাতীয় কবি তাঁর বর্তমান অবস্হান জানিয়ে অনুরোদ করেন প্রতিউত্তরে বাংলার বাঘ খ্যাত ফজলুলর হক সাহেব বলেন
‘‘কিসের টাকা” বাকরুদ্ধ,স্তব্দ,অভিমানী ও অতি আত্মর্মযাদা সম্পন্ন নজরুল , আর কোন বাক্য বিনিময় না করে , সোজা চলে আসেন ।
(তথ্যসূত্র-নজরুলের পত্রাবলি ,পৃষ্ঠা নং ১৫)
অথচ এই নজরুল ই শেরে বাংলা সাহেব কে নানান ভাবে সাহায্য করেছেন । যখন তাকে শহরের ছেলেরা তাঁকে জনসভা করতে দেয় নি । তখন নজরুল কান্ডারি হয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন,থামিয়ে ছিলেন সেই সব উগ্র নেতাকর্মী
দের কাছ থেকে ।
আর তার প্রতিদান !!
এই দুই জন ব্যক্তি মধ্যে এমন ঘটনা সত্যিই মর্মাহত করেছে । ভাবা যায় !! আজ যদি তা সাধারণ কোন মানুষের সাথে হত একটা কথা ছিল । আর এমন সময়ে এটা হয়েছে যখন তিনি অর্থ মন্ত্রী । ফজলুল হক সাহেব চাইলেও যে কোন ভাবে সাহয্যে করার ক্ষমতা রাখেন । এভাবে ন্যাক্কার জনক অপমান করা কতটুকু যুক্তিগত হয়েছে আমি জানি না । আর সেই সময়কার শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম প্রতিষ্ঠত ,সুনাম ,খ্যাতি সবই অর্জিত হয়েছে । সেই হিসাবে বলতে গেলে শেরে বাংলা উঠতি রাজনীতিবিদ ।
এ ঘটনার আরও জোরালো হয় কাজী নজরুল ইসলামের শ্যামাপ্রসাধের কাছে চিঠির মাধ্যমে ।
সুফি জুলফিকারকে সেই অভিমান -ক্ষুব্ধ কথা বলতে গিয়ে তিনি বলেন-
“হক সাহেবের কাছে গিয়ে ভিখারির মত ৬ মাস ধরে দৈনিক ৫/৬ ঘণ্টা বসে থেকে ফিরে এসেছি ”
(নজরুল পত্রাবলি ,বাংলা একাডেমি থেকে প্রকাশিত )
আহ!!
একজন কবি কতটুকু সমস্যায় থাকলে ,এতটা সময় টাকার জন্য বসে থাকতে পারে বলতে পারেন! সেই টাকা তো তাঁর প্রাপ্য ছিল । এমন তো না ধার !!
তাহলে কেন এমন ব্যবহার পেতে হলো কবিকে ?
এ সব প্রশ্নের উত্তর হয়তো ইতিহাস দিতে পারবে না । শেষ জীবনে এসে চারদিকে পাওনাধারের টাকার চাপ ,শরীরের অবনতি ,স্ত্রীর চিকিৎসা , ফজিলতের অবজ্ঞা-অবহেলা ,সবশেষ হক সাহেবের এ ব্যবহারে কবি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন খুবই । অর্থনৈতিক সমস্যা টা মিটে যেত যদি হক সাহেব তার কথা টা রাখতেন । এর পর কবির nerves shattered হয়ে যায় । অনেকে ধারনা করেন ফজলুল হক সাহেবের এমন কান্ডে তিনি শেষ ভাল থাকার আশা ঘুরে বালি হয়ে যায় । ইতিহাস বলে মানসিক চেতনা হারানো ,বাকরুদ্ধ হওয়ার পেছনে প্রধান কারন ছিল হক সাহেবের এই অবহেলা ।
এইসবের সত্যতা পাওয়া যায় সূফি জুলফিকার হায়দার রচিত ‘‘নজরুল জীবনের শেষ অধ্যায়’’ নামক বইয়েও ।
এমন বিখ্যাত মানুষের কাছে যদি বিদ্রোহী কবি কি এ সব প্রত্যাশা করেন ? তাই কষ্ট টা বেশি হওয়ার কথা । প্রিয় শ্রদ্ধেয় নজরুল -ফজলুল ভাল থাকবেন আপনারা । আপনাদের অবদান ভুলার নয় ।
আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোদ করছি ..ভুলগুলো বা করণীয় দিকগুলো ধরিয়ে দিবেন আর আমি শিখবো এবং শুধরাবো
নজরুল বিষয়ক আমার লেখা
যখন চিত্রনাট্যকার নজরুল; পরিচালক ও অভিনেতার ভূমিকায় শেখ সাহেব ।
২৫ শে মে, ২০১৮ রাত ৮:৫৯
রাকু হাসান বলেছেন: অনেক ধন্যবাদ প্রান্তর পাতা ভাই/বোন । আমি বাংলা টাইপিংয়ে হাতেখড়ি বলতে গেলে । চেষ্ট থাকবে আমার । আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞ ।
২| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি হলাম ভাই
২৫ শে মে, ২০১৮ রাত ৯:১১
রাকু হাসান বলেছেন: হাহা.। এখন পরিষ্কার ভাই
৩| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: লেখাটা আর একটু গুছিয়ে লেখা সম্ভব ছিল।
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৫১
রাকু হাসান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ
রাজীব নুর ভাই গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ।
৪| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:২৯
অর্থনীতিবিদ বলেছেন: জাতীয় কবির অজানা অনেক বিষয় জানতে পেরে ভালো লাগলো। তথ্যবহুল লেখা সাথে যথাযথ রেফারেন্স। ভালো হয়েছে লেখাটা।
২৬ শে মে, ২০১৮ রাত ২:৫৯
রাকু হাসান বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় অর্থনীতিবিদ.সাহস পেলাম ।
৫| ২৬ শে মে, ২০১৮ ভোর ৬:৪৪
সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমেই ধন্যবাদ, আমার পোষ্টে গিয়ে লিংকটি শেয়ার করার জন্যে। নাহলে অনেককিছু মিস হয়ে যেত। আমি এসব কিছুই জানতাম না। তথ্যবহুল পোষ্ট। রেফারেন্স এড করেছেন সেটাও ভালো লাগল। সবচেয়ে বেশি ভালো লাগল যে ব্লগে এসে হাবিজাবি বিষয় নিয়ে না লিখে, সুন্দর এবং ইন্টারেস্টিং বিষয় নির্বাচন করেছেন।
দুটো বিষয়ে পরামর্শ দিতে পারি, যেহেতু আপনি চেয়েছিলেন।
১) বানানের দিকে নজর দিতেই হবে। কোন বানান জানা না থাকলে, বা কনফিউশন থাকলেও গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আমি বিদেশে থাকি সেই কিশোরি বয়স থেকে, তখন থেকেই পুরোপুরি ইংলিশে পড়াশোনা করছি। তবুও বাংলা বানান বা লেখা ভুলে যাইনি। তার একটা বড় কারণ হচ্ছে সামু ব্লগ। ব্লগ হচ্ছে শেখা এবং শেখানোর জায়গা। প্রতিটি লেখায় বানান নিয়ে সচেতন হোন। আপনার ক্ষেত্রে হয়ত বানানও না, টাইপিং এ সমস্যা। সেক্ষেত্রে বলব, প্রথমে মনের কথাগুলো ভুল টাইপিং এ হলেও লিখে ফেলুন। পরে বারবার পড়ুন, এবং বানানগুলো ঠিক করুন। এই লিংকটি আপনাকে সাহায্য করবে টাইপিং এ, link
২) স্পেসিং এ সমস্যা আছে। আপনি কমা ও দাড়ি শব্দের অনেক পরে গিয়ে দেন। সেটা ঠিক করুন। অন্যদের সাথে নিজেরটা কমপেয়ার করে দেখলে আপনারো চোখে পরবে ভুলটি।
আমাদের সামু ব্লগে আপনাকে স্বাগতম। আপনার মধ্যে যেহেতু চেষ্টা ও আগ্রহ আছে, আপনি অনেক পরিচিতি লাভ করবেন ব্লগে।
হ্যাপি ব্লগিং।
২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৫০
রাকু হাসান বলেছেন: অনুপ্রেরণা পেলাম সামু ভাই । বেশ ভাল করে বুঝালেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো ।আপনার প্রতি অনেক শুভকামনা থাকলো সেই সাথে ধন্যবাদ । হ্যা যর্থাথ বলেছেন ‘‘ব্লগ হচ্ছে শেখা এবং শেখানোর জায়গা ’’ । আমি শিখতে এসেছি ।
ভাই আমি বাংলা টাইপে নতুন বলা যায় । ইংরেজি টা পারতাম কিছু টা । এছাড়া বাংলা বানানের প্রতিও আমার দুর্বলতা আছে । বলতে গেলে নিজের ইচ্ছা ছাড়া আউট বই না পড়লে বাংলা পড়া হয় না ৩ বছর হবে । সমস্যা যায় থাকুক তাদের কে আর্শীবাদ ।
কৃতজ্ঞ আমি আমকে স্বপ্নও দেখিয়েছেন সেই সাথে পরামর্শও দিয়েছেন । অনেক ভাল থাকবেন সামু ভাই
৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
এটা আমার জানা ছিলো না; কবি ধুমকেতু বের করার সময় শেরে বাংলা কিছু সাহায্য করেছিলেন, পরেও কিছু কিছু টাকা দিয়েছিলেন; তবে, এি বড় পরিমাণের ব্যাপারে আমার জানা ছিলো না।
২৬ শে মে, ২০১৮ রাত ৮:১২
রাকু হাসান বলেছেন: হ্যা সাহায্য একদম করে নি তাও না ,আমি যতটুকু জানি . করেছে. । আমি এটা জানার পর খুব খারাপ লাগছিলো । আসলে দুইজনকেই ভালবাসি .শ্রদ্ধা করি.আপনার মন্তব্যে জন্য ধন্যবাদ । চাঁদগাজী ভাইয়া
৭| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৩৪
কাওসার চৌধুরী বলেছেন: নতুন একটি বিষয় জানা হলো। ধন্যবাদ, আপনাকে।
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২২
রাকু হাসান বলেছেন: স্বাগতম জনাব কাওসার চৌধুরী
৮| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৩৬
কাইকর বলেছেন: খুব ভাল লিখেছেন। ধন্যবাদ ভাই
২১ শে জুন, ২০১৮ রাত ১০:৫২
রাকু হাসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই । উৎসাহ দেওয়ার জন্য
৯| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:১৫
হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
২৭ শে মে, ২০১৮ রাত ১:৩৩
রাকু হাসান বলেছেন: অনেক ধন্যবাদ .অবশ্যই কেননা
১০| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:১৭
চঞ্চল হরিণী বলেছেন: তথ্যবহুল পোস্ট পড়তে আমার বরাবরই খুব ভালো লাগে। সেদিক দিয়ে এটি যথেষ্ট ভালো পোস্ট। এদেশের একজন কৃতী ও বিখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা সম্পর্কে আরও কিছু নেতিবাচক বিষয় আমার জানা থাকলেও, কবি নজরুল ইসলামের সাথে এই ঘটনাটি একেবারেই জানা ছিল না। অনেক ধন্যবাদ লিঙ্কটি পড়ার জন্য অনুরোধ পাঠিয়ে। বাক্য, বানান, যতি চিহ্ন অর্থাৎ লেখার ট্যাকনিকাল দিক নিয়ে আরেকটু সচেতন হলে এমন লেখা পড়তে খুবই আরাম হবে। শুভকামনা আপনার জন্য।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১:২৭
রাকু হাসান বলেছেন: শুভেচ্ছা কষ্ট করে পড়ার জন্য । আমি চেষ্টা করবো । অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য রইলো চঞ্চল হরিণী ।
১১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৩
এমজেডএফ বলেছেন: রাজনীতিক, কবি, সাহিত্যিক কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়।
২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:২২
রাকু হাসান বলেছেন: মানুষ মাত্রই ভুল । কিন্ত যে মানুষ জেনে ,বুঝে হেলায় খারাপ কিছু করলে সেটা কে বোধহয় ভুল থেকে অবজ্ঞা বলাটাই শ্রেয় মনে হয় । ধন্যবাদ আপনাকে কষ্ট করে পড়ার জন্য ।
১২| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৩৬
শায়মা বলেছেন: কবি আজীবন নানা কষ্টের মাঝেই গেছেন তবুও তিনি অপরাজেয়।
০৩ রা জুন, ২০১৮ রাত ১:১৪
রাকু হাসান বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । হুম একমত আপনার সাথে আর সেই জন্যই তিনি অমর
১৩| ২২ শে জুন, ২০১৮ রাত ২:৪২
মাহের ইসলাম বলেছেন: নজ্রুলের প্রতি আরো সম্মান দেখানোর সুযোগ এখনো যথেষ্ট আছে।
২২ শে জুন, ২০১৮ রাত ৩:৪৯
রাকু হাসান বলেছেন: একমত মাহের ইসলাম ভাই
১৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞ
রাজীব নুর ভাই গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২৫ শে জুন, ২০১৮ রাত ১১:২৯
রাকু হাসান বলেছেন: চেষ্টা করেছি ..।ভাইয়া .।কিছুটা হইছে কি ? আমি এইসব কম বুঝি ..
১৫| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন:
লেখক বলেছেন: চেষ্টা করেছি ..।ভাইয়া .।কিছুটা হইছে কি ? আমি এইসব কম বুঝি ..
ভালোবাসা নিরন্তর।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
রাকু হাসান বলেছেন: আপনার প্রতিও রইলো অকৃত্রিম ভালবাসা
১৬| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭
উম্মে সায়মা বলেছেন: সুন্দর পোস্ট দিয়ে ব্লগিং শুরু করেছেন।
সুন্দর হোক ব্লগীয় পথচলা। শুভ কামনা।
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৮
রাকু হাসান বলেছেন: উম্মে সায়মা আপু আপনাকে স্বাগতম আমার ব্লগে । আপনার শুভকামনার মত ই যেন আমার পথচলা হয় । ব্লগ খুলেছি তার ও আগে , প্রিয কবি নজরুল সাহেব কে দিয়ে ব্লগ শুরু করার পরিকল্পনা ছিল ,তাই করতে পারলাম ।
আপনাদের মত প্রতিষ্ঠিত ব্লগারদের আদর-স্নেহেই বেড়ে উঠতে চায় ।
ভালবাসা নিবেন ,ভাল থাকুন প্রিয়জনদের নিয়ে ।
১৭| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ছিলো। আর অনুভুতি তে ভালো আঘাত হেনেছে ।ভালোবাসা রইলো ভাই ।।।শেয়ার করেছেন বলে
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫
রাকু হাসান বলেছেন: আব্দুল্লাহ্ আল মামুন ভাই! স্বাগতম আমার ব্লগে । ভালবাসা দিয়েছেন ,শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম । ভালবাসা থাকবে সব সময় আপনার প্রতিও । পড়েছেন ,সেই সাথে ভাল মন্তব্য ।
দোয়া প্রার্থী ভাই । ভাল থাকুন ,সুস্থ থাকুন সব সময় ।
১৮| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
ইমরান আশফাক বলেছেন: সে কি! জানতাম না তো।
৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
রাকু হাসান বলেছেন: ইমরান আশফাক ভাই,দুঃখপ্রকাশ করছি খুব । আগে মন্তব্য না করার জন্য । নোটিফিকেশন ঝামেলার কারনে । আমার ব্লগে স্বাগতম । এমন অনেক কিছূ হয়েছে কবির সাথে ,যা আমরা জানি না ।
ভাল লাগলো ,লেখা টি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য ।
১৯| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫
টারজান০০০০৭ বলেছেন: বাংলাদেশ না হইলে নজরুল হয়তো মানিক বন্দোপাধ্যায়ের মতন মরার পর ফুল পাইতেন , আগে নহে !
টাকার অঙ্কটা কম নহে !
কামলা দিয়া সৃষ্টিশীল কাজ করা সহজ নহে ! একারণেই অধিকাংশ কবি সাহিত্যিকের আগে চালচুলো ছিল না ! আর পাঠকও আগে এত ছিল না বিধায় তাহাদের জীবন চালানোও কষ্ট ছিল ! সবাই তো রবীন্দ্রনাথ বা বঙ্কিম ছিল না !
জমিদার হইলে আমিও চেষ্টা করিয়া দেখিতাম !
৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
রাকু হাসান বলেছেন: তাহা ঠিক বলিছেন । বাংলাদেশ হইয়ে আগে ফুল পাইয়েছে ।
হুম টাকা অনেক । রবীন্দ্রনাথের মত অবস্থান থাকলে কবির কাছ থেকে আরও অনেক কিছূ পাইতাম আমরা ।
আপনার জমিদারির ব্যবস্থা করিতেছি ,মানববন্ধন কর্মসূচি হইবে ,তবু আপনার জমিদারি পাইতে হইবে ,লিখিতে হইবে
প্রথম লেখা আমার ,পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভ সন্ধ্যা
২০| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: এ কি শোনালেন ভাই!!!! খারাপ লাগলো
০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬
রাকু হাসান বলেছেন: উদাসী স্বপ্ন ভাই ,যখন আমি জানলাম,খুব খারাপ লেগেছে , এখনও মনে হলেও একটা খারাপ লাগা চলে আসে । আসলে খারাপ লাাগর মতই । আমার প্রথম পোস্ট , আপনার প্রথম কমেন্ট ,দারুণ লাগলো , স্বাগতম ও ভালবাসা নিবেন ।
২১| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯
খায়রুল আহসান বলেছেন: উম্মে সায়মা বলেছেন: সুন্দর পোস্ট দিয়ে ব্লগিং শুরু করেছেন। সুন্দর হোক ব্লগীয় পথচলা। শুভ কামনা। - আমিও তাই বলছি, অভিনন্দন! শুভ হোক ব্লগযাত্রা!
ওনারা উভয়ে সম্মানীয়। তবে শেরে বাংলার এমন আচরণের কথাটা আগে জানা ছিল না। হয়তো কোন সংঘাত থাকতে পারে।
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩
রাকু হাসান বলেছেন:
অনেক ধন্যবাদ স্যার ,পড়ার জন্য । আপনার প্রতি উত্তর পড়েছি । খুব ভাল লেগেছে । আমি তারও কয়েকদিন আগে ব্লগ খুলছিলাম কিন্তু এ দিনটির অপেক্ষা করার জন্য ,পোস্ট দিতে সময় নিয়েছি । প্রিয় কবির বিশেষ দিনের সাথে আমার ব্লগ যাত্রার প্রথম পোস্ট স্বরণীয় করে রাখার জন্য । বলার অপেক্ষা রাখে না ,ওনারা উভয়ে সম্মানীয় -ঠিক বলেছেন স্যার । দু জনেই আমাদের নক্ষত্র সমান । হুম কোন একটা সংঘাত থাকতে পারে বা একটু অহংকারি হয়ে যাওয়া । নজরুল যে জীবনদর্শনের মানুষ ,সে হিসাবে ,সংঘাত থাকার মানে নেই । তবু হলো ,যতটুকু এ ব্যাপারে জানতে পারলাম ,তাতে শ্রদ্ধেয় শেরে বাংলা কে দোষের পাল্লায় রাখবো আমি । শেরো বাংলার উঠতি বয়সের সময় কবির অবদান বা সহযোগিতা কোন অংশেই কম ছিল না ।
এমন গুণি জনদের মন্তব্য ব্যক্তিগতভাবে অনেক উৎসাহ পায় ,শক্তি আসে একটা । আমি অারেক অনুরোধ করছি । ব্লগ চলার পথে আমাকে পরামর্শ ,সমালোচনা ,দিকনির্দেশনা , করনীয়,বর্জনীয় যতদূর সম্ভব জানালে চিরদিন কৃতজ্ঞ থাকবো । অবশ্য এখনও আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকশ করছি । আপনাদের কাছ থেকে শিখতে চাই । না কোন কবি বা লেখক হওয়ার জন্য । শুধু পড়তে চাই ,যতটুকু না লিখলে ব্লগার খেতাবে অমান্য করা হয় ততটুকু না হয় লিখলাম । অনেক কথা বলে ফেললাম ,শ্রদ্ধেয় ..পড়তে নিশ্চয় কষ্ট হয়েছে ।
ভাল থাকুন ,অনেক বেশি ,আমাদের মাঝে আপনারা নক্ষত্রের মত । ভালবাসা রইলো ।
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১
আরোগ্য বলেছেন: প্রিয় রাকু ভাই যেহেতু এটা আপনার প্রথম পোস্ট তাই শুরুতে বলবো শুভ ব্লগিং।
পোস্ট পড়তে পড়তে দীর্ঘ শ্বাস বের হলো সেই সাথে একটি চোখ সিক্ত অনুভব করলাম।
প্রিয় কবি সম্পর্কে অত কিছু জানি না পাঠ্য বইয়ের বাইরে তেমন কবিতাও পড়া হয়নি। মৃত্যুক্ষুধা খুব আগ্রহ নিয়ে দুই বার পড়েছি আজ যেন আবারও ইচ্ছে হচ্ছে। তারপরও ছোট বেলা থেকে প্রিয় কবি মানে কাজী নজরুল ইসলাম। কিন্তু আজ মনে হয় তার প্রকৃত নাম দুখী নজরুল ইসলাম ।
এটা হয়তো প্রকৃতির নিয়ম হয়ে গেছে আপনি যাকে সাহায্য করবেন অধিকাংশ সময় তারা আপনাকে নিরাশ করবে। আপনি যদি পরোপকারী হন লোক ভাববে বেকুব। আপনি যদি ধৈর্যশীল হোন লোক ভাববে অতিচালাক। চারপাশ কপট আর স্বার্থপর দিয়ে ঘেরা।
সেদিন আমার বোন বলছিল আর এসব ভাল লাগে না, এখন একটু ভালো মানুষ দেখতে মন চায়।
রাকু ভাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ও আপনার পরিবারের ইহকাল ও পরকালের মঙ্গল করুক।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
রাকু হাসান বলেছেন:
এত আন্তরিকতাময় মন্তব্য খুব কম পেয়েছি আমি । আমার প্রথম পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগলো । ব্লগ নিক খোলার বেশ কিছু দিন পর পোস্ট করেছিলাম । েএই তারিখটিও খুব গুরুত্বপূর্ণ ছিলো । দিনটির অপেক্ষায় ছিলাম এবং প্লানেও এই পোস্ট লেখা ছিলো । ব্লগের জগতের প্রথম পোস্ট প্রিয় নজরুল কে নিয়ে । প্রথম পোস্টের স্বাগত জানানোর জন্য ভালোবাসা আরোগ্য ভাই । মৃত্যুক্ষধা একটি মাস্টারপিস লেখা । বাংলা সাহিত্যের সেরা বইগুলোর মাঝে একটি হবেই ।এই বইটি প্রমাণ করে নজরুল গল্প উপনাসে কতটুক ভালো লিখতে পারতেন । অসম্ভব রকমের ক্ষমতা ছিলো লেখার । সবটা করতে গিয়ে কবি এসব খুব লিখছেন । আপনার মতো করেই বলবো ‘‘কিন্তু আজ মনে হয় তার প্রকৃত নাম দুখী নজরুল ইসলাম ।’’
এটা হয়তো প্রকৃতির নিয়ম হয়ে গেছে আপনি যাকে সাহায্য করবেন অধিকাংশ সময় তারা আপনাকে নিরাশ করবে। আপনি যদি পরোপকারী হন লোক ভাববে বেকুব। আপনি যদি ধৈর্যশীল হোন লোক ভাববে অতিচালাক। চারপাশ কপট আর স্বার্থপর দিয়ে ঘেরা----খুব পর্যবেক্ষণলব্ধ কথা বলবেন । যা আমরা প্রায়শই দেখতে পাচ্ছি । প্রকৃতি হয়তো এতটা নিষ্ঠুর না । আমরা আমাদের মতো করে এসব করে যাচ্ছি । যারা করছি তাঁদের প্রকৃতির আঘাত পেতেই হবে । রক্ষা নেই ।
এসব ভাল লাগে না, এখন একটু ভালো মানুষ দেখতে মন চায়।--খুব সুন্দর বলেছেন তিনি । আমাদের ভালো মানুষের সবচেয়ে বেশি অভাব । চার দিকে স্বার্থপর মানুষের ভেতরে ভালো মানুষ পাওয়া অনেক কঠিন । উনার প্রতি আমার সালাম । অামার পরিবার সহ আমার প্রতি এত সুন্দর শুভকামনা করায় কৃতজ্ঞতা জানাচ্ছি । দোয়া রাখছি আপনি ও আপনার পরিবারের প্রতি । ভালো থাকুন ,সুখে থাকুন । সবাইকে নিয়ে স্বপ্নময় হোক আপনার দিনগুলি ।
২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭
রাকু হাসান বলেছেন:
২৪| ৩০ শে জুন, ২০২০ রাত ১:০১
ঢুকিচেপা বলেছেন: বিষয়টা জানতাম না, তবে জেনে খুব খুব কষ্ট পেলাম।
যদিও তাঁর বিষয়ে খুব একটা জানিনা কিন্তু আমার প্রিয় লেখক।
শুভেচ্ছা রইল।
০১ লা জুলাই, ২০২০ রাত ১:০১
রাকু হাসান বলেছেন:
আরেহ এটাও পড়লেন । ভালো লাগলো ভাই। সতি কষ্টের একটা লেখা । আমা্রও ভাই প্রিয় একজন । কৃতজ্ঞা ভাই। লিখুন সাথেই থাকবো আশা রাখি। শুভেচ্ছা ও শুভরাত্রি।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
ব্লগার_প্রান্ত বলেছেন: আর্শ্চয এসবের কিছুই জানতাম না। বানানে কিছু ভুল আছে, টাইপ করতে গেলে এমন হয়, আপনাকে অনুরোধ করবো, গুনী ব্লগারদের লেখাটি পড়তে অনুরোধ করুন।