নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন সুন্দর রাজনীতিবিদ বাংলাদেশে একজন ও আসেনি । দেখেছেন স্মার্টনেস !
পরিবারের সাথে মুজিব।
আবেগঘন মুহূর্তে
মুখোমুখি মুজিব ও জিয়া ।
রসিকতায় ,হাস্যোজ্জ্বল ছবি
প্রার্থনারত
ঘরোয়া পরিবেশে জাতির নেতা ।
ইন্ধিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমান । ভাই-বোন ।
ধর্মীয় অনুষ্ঠানে
৬৯ এর আন্দোলনের একটি ছবি।
ব্যক্তিগত গ্রন্থগারে শেখ মুজিব।
বাংলাদেশ আপনার আদর্শে সোনার বাংলা হয়ে উঠুক।আমরা শোকাহত । আমাদের আপনার মত নেতা দরকার। আমাদের পরিবর্তন দরকার। হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা । উনার আত্মার মাগফেরাত কামনা করছি । সেই ঘাতকদের বিচার দাবি করছি ।
তথ্য সূত্র -ডেইলি বাংলাদেশ(গুগল)।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৭
রাকু হাসান বলেছেন: স্বাগতম ,প্রথম মন্তব্যে শুভেচ্ছা । উনার অমরত্ব চিরদিন থাকুক ।
২| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঘুম তো ভেঙে গেল! আগষ্টের ১৫তারিখটা আমার ভালো কাটে না.....
★ প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখবো।
★যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তত, কেউ তাকে মারতে পারে না।
.... শেখ মুজিবুর রহমান।
আমার হিরো মারা যায় নি। কোটি বাঙালীর অন্তরে সে বেঁচে আছে, বেঁচে থাকবে।
১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২২
রাকু হাসান বলেছেন:
বাহ ,শেষ রাতেও ভাই কে পেয়ে খুব ভাল লাগলো । তার সাথে সুন্দর মন্তব্য । খুবই ভাল বলেছেন ভাই ‘‘যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তত, কেউ তাকে মারতে পারে না।
.... শেখ মুজিবুর রহমান। এই বাক্য টি উনার ,অদ্ভুদ ভাবে তাঁর ক্ষেত্রে শতভাগ মিলে গেছে ।
৩| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০২
জোবাইর বলেছেন: শুভ সকাল!
সঠিক সময়ে সঠিক পোস্ট! হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নির্মম মৃত্যুতে বিশ্ববরেন্য নেতাদের প্রতিক্রিয়া একসাথে জানা গেল।
১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৬
রাকু হাসান বলেছেন:
শুভ সকাল ভাইয়া । সকাল সকাল গুণি মানুষের দেখা । । আজ ব্যস্ততার কারণে আপনার পোস্ট পড়তে পারি নি,পড়ে নিব । তবে ১৫ আগস্ট বিশেষ কিছু থাকছে । অপেক্ষায় । সারাটি দিন ভাল কাটুক । যদিও শোকের ছায়া আমাদের উপর ।
৪| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৮
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় রাকু হাসান ভাই; বঙ্গবন্ধু হত্যার পর বিশ্ব মিডিয়া ও বিশ্ব রাজনীতিবিদদের প্রতিক্রিয়াগুলো পড়লাম; ভাল লাগলো; সবচেয়ে ভাল লাগলো বঙ্গবন্ধুর কিছু গুরুত্বপূর্ণ ছবি দেখে৷ পোস্টে ভাল লাগা রইলো৷ +++
১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১০
রাকু হাসান বলেছেন: বাহ বাহ ,এত সকাল সকাল আপনাকে পাইলাম ভাইয়া । আপনার ভাললাগা হাসি মুখে গ্রহণ করলাম । প্লাসে কৃতজ্ঞতা ।
আপনার , একটি সুন্দর দিনের প্রত্যাশা করছি ।
৫| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২০
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব বাংগালীদের ব্যাপারে তেমন কইছু জানতো না; স্বাধীনতার পর জেনেছিলো, ভালো বাংগালীর মাঝে অনেক খারাপ বাংগালীও আছে।
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৪
রাকু হাসান বলেছেন:
বাহ চমৎকার মন্তব্য করেছেন স্যার । আপনার সাথে শতভাগ একমত পোষণ করছি । আমার মনে ভালো বাঙালিদের থেকে খারাপ বাঙালিই বেশি । মন্তব্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । এমন একজন মুক্তিযোদ্ধা ব্লগে আছে । বিষয় টা আমার খুব ভাল লাগে ।
৬| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের ছোটোভাই,
বঙ্গবন্ধুর হত্যার পর সারাবিশ্বের টুকরো টুকরো নিউজ ক্যাপশনগুলি তুলে ধরে আমাদেরকে পরিচিত করলে এক বিশ্ব নেতার সঙ্গে। যিনি শুধু বাঙালী জাতির নেতা নন, গোটা মানবজাতির নেতা। সে জন্য মৃত্যুর এতগুলি বছর পরেও উনি সমান প্রাসঙ্গিক, আজও তিনি প্রতিটি মানুষের অন্তরে।
মানবতার জয় হোক। এমন বিশ্বনেতার প্রতি রইল অন্তরের বিনম্র শ্রদ্ধা ।
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা প্রিয় ছোট্টভাইটিকে।
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১০
রাকু হাসান বলেছেন:
শ্রদ্ধার বড় ভাই আমার ,
তোমার ইতিবাচক মন্তব্য সব সময় আামাকে প্রেরণা দেয় । এবার ব্যতিক্রম নয় । খুব সুন্দর বলেছো ভাইয়া । শেখ মুজিব মানবজাতির নেতা , মানবতার নেতা । এমন সব নেতা খুব কম ই আসে । কালে ভাদ্রে এসে আমাদের কিছু দিয়ে যায়। বিশ্বের মহান মহান নেতাদের ক্ষেত্রে লক্ষণীয় ।
জ্বি ভাইয়া ,তোমার স্নেহ ও ভালবাসা দুটিই গ্রহণ করলাম । হাসিখুশি ভাল থাক সব সময়। আর ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম ।
৭| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: যদি আমার একাধিক লাইক দেওয়ার সুযোগ থাকতো, তাহলে আমি সবগুলি লাইক আজ দিতাম । ++++
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪
রাকু হাসান বলেছেন:
বাহ বাহ ,আপ্লুত হলাম ভাই । এ থেকে বুঝা যায় তোমার এ পোস্টের বিষয়বস্তুুর প্রতি কত সম্মান ,শ্রদ্ধাবোধ । খুব খুশি হলাম । সামু এ্কটা দেওয়ার সুযোগ দিয়েছে, পেয়েছি ,তুমি বলা হয় আমি যেন ঠিক সবগুলো লাইক পাওয়ার আনন্দ পেলাম ।
সুস্থ থাকুক ভাইটি । ব্যস্তার ফাঁকে আমাদের সাথে এভাবে চলুক ব্লগের যাত্রা ।
ভালবাসা নিরন্তর ।
৮| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বঙ্গবন্ধু তুমি আমার হিরো। হৃদয় নিংড়ানো শ্রদ্ধাজ্ঞাপন করছি।
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬
রাকু হাসান বলেছেন:
চমৎকার অনুভূতি প্রকাশ ভাই! হ্যা ,আমাদের প্রত্যেকের হিরো হওয়া উচিত ,উনার আপোষহীন ন্যায় নীতি ,সংগ্রাম থেকে আমরা অনেক কিছু নিতে পারি । আপনাকে প্রথম পেলাম ,স্বাগতম এবং মন্তব্যে শুভেচ্ছা নিবেন ।
৯| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বঙ্গ বন্ধুকে নিয়ে আজকে আপনার আয়োজন স্বার্থক হলো।
++++
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯
রাকু হাসান বলেছেন:
মোঃ মাইদুল সরকার ভাইয়া স্বার্থক হয়েছে ,জেনে ভাল লাগলো । প্লাসে উৎসাহ পেয়েছি । মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞতা ও ভালবাসা থাকলো ।
ভাল থাকুন । বেশ কয়েকদিন পর আপনাকে পেয়ে ভাল লাগছে ।
১০| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ভালো লাগল ভাগ্নে । শ্রদ্ধাঞ্জলি থাকল সপরিবারের জন্য।
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬
রাকু হাসান বলেছেন:
মামার তো ভাল লাগবেই ,মামার সাম্প্রতিক পোস্ট দেখে বুঝা উনি শেখ মুজিবের প্রতি কতটুক শ্রদ্ধা ,সম্মান দেখান । তোমার মত আমিও বলি ‘‘শ্রদ্ধাঞ্জলি থাকল সপরিবারের জন্য ,পরপারে কালজয়ী নেতা ভাল থাকুক ,
মামার একটি জিনিস খুব ভাল লাগছে । ইদানিং পরিশ্রমী পোস্ট পাচ্ছি ।
ভাল থেকো মামা,
১১| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৪
মিথী_মারজান বলেছেন: চমৎকার পোস্ট।
বঙ্গবন্ধু মিশে আছে বাংলার আত্মায়।
১৫ই অগাস্টের সাধ্য কি উনাকে মানুষের মন থেকে মুছে দেবার!
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান বাঙালী এই নেতার জন্য বিনম্র শ্রদ্ধা।
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২
রাকু হাসান বলেছেন:
বলেছেন চমৎকার পোস্ট , তার জন্য সত্যিই ভাল লাগছে । তবে আপনার কমেন্টটিও চমৎকার
বঙ্গবন্ধু মিশে আছে বাংলার আত্মায়।
১৫ই অগাস্টের সাধ্য কি উনাকে মানুষের মন থেকে মুছে দেবার!
সে সাধ্য কারও নেই ,বাঙালির প্রতি টি আত্মা বঙ্গবন্ধু কে লালন ,ধারণ করুক সেই প্রত্যাশা । মিথীÑমারজান আপু , স্বাগতম আমার ব্লগে ।
শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ।
১২| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিনম্র শ্রদ্ধা।
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪
রাকু হাসান বলেছেন:
হুম রাহমান ভাইয়া ,বিনম্র শ্রদ্ধা উনার প্রতি জ্ঞাপন করে যত টা তৃপ্তি পাই ,আরও কাও জন্য করে এতটা হয় না । মন্তব্যে শুভেচ্ছা রইলো ।
১৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৭
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আন্তর্জাতিক নেতাদের বক্তব্য থেকে বোঝা যায় বঙ্গবন্ধু আসলে কে ছিলেন!!
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭
রাকু হাসান বলেছেন:
মামুন ভাই ঠিক বলেছেন । যারা মন্তব্য করেছে উনাকে নিয়ে ,তারাও দেখেন কত বড় মাপের মানুষ । একেক জন বিশ্বের সেরা ব্যক্তিত্ব । আসলে গুণিরা ঠিক ই চিনে ছিল ,এই মহান সংগ্রামী নেতা কে ।
শুভেচ্ছা রইলো ।
১৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২১
সনেট কবি বলেছেন: ভাল লাগলো বঙ্গবন্ধুর কিছু গুরুত্বপূর্ণ ছবি দেখে৷ পোস্টে ভাল লাগা রইলো৷ +++
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯
রাকু হাসান বলেছেন:
শ্রদ্ধেয় সনেট কবি আপনার আর্শীবাদমূলক সে ভাল লাগা আমি সাদরে গ্রহণ করলাম । এমন টুকরো টুকরো ভাল লাগা আমার খুব দরকার । প্লাসে আরও বেশি ভাল লাগছে । নিশ্চয় আপনি, বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট বা সনেট লিখেছেন । পড়ার জন্য যায় ।
সনেট কবি ,ভাল থাকুন ।
১৫| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত, তাতে কী হয়েছে? ভাইস প্রেসিডেন্ট তো আছে।
মাত্র দুই মাসে জিয়াউর রহমানের নির্দেশে ১১৪৩ জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়। পাকিস্তান থেকে ফিরিয়ে আনলেন যুদ্ধাপরাধী গোলাম আযমকে। নাগরিত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন।
পৃঃ ১০২, দেয়াল- হুমায়ূন আহমেদ।
১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫
রাকু হাসান বলেছেন:
এই উক্তিটি যোগ করে দেবার চেষ্টা করছি ভাইয়া। সুন্দর গঠন মূলক মন্তব্য । জিয়ার এ কাজ ঘৃণার ,লজ্জার । সেই দিন থেকেই বাংলাদেশে একটি ক্যান্সারের চারা গাছ রোপন হয়েছিল । একজন এমন উচ্চপদস্থ কর্মকর্তা কিছূতেই্ এমন মন্তব্য করতে পারে না । দুঃখজনক । কালের পাতায় শুধু ঘৃণার চাদরে ঘেরা থাকবে এ বক্তব্য ।
নূর ভাই আপনার এমন মন্তব্য আমার খুব ভাল লাগছে ।
সব সময় ভাল থাকুন ,হাসিখুশি ।
১৬| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্ব নেতারা বুঝেছিলেন বঙ্গবন্ধুর কদর
বাঙ্গালীরা বুঝলামনা! এটাই আফসোস
১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২
রাকু হাসান বলেছেন:
গুণিরা গুণিদের ঠিক ই বুঝে । হ্যা ,বড় একটা আফসোস ! আমরা জাতি হিসাবে জ্ঞনী গুণিদের কদর করার ঐতিহ্য খুব কম ।
শুভেচ্ছা ও ভালবাসা থাকবে । শ্রদ্ধেয় নূর সাহেব ।
১৭| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১
আখেনাটেন বলেছেন: সুন্দর জিনিস তুলে ধরেছেন।
যে মানুষটি এত এত সংগ্রাম করে একটি জাতিকে বিশ্বের বুকে তুলে ধরল। অথচ পাপিষ্টরা...।
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬
রাকু হাসান বলেছেন:
সুন্দর হলেই পোস্ট স্বার্থক । হ্যা ভাবতেই মন টা ভারি হয়ে যায়। পাপিষ্টরা বাঁচতে দিল। তাঁর দরকারছিল ,আমাদের একটানা অনেক দিন । একটি কলঙ্কিত অধ্যায় ।
মন্তব্যে শুভেচ্ছা
ভাল থাকুন ।
১৮| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বুক তাঁর বাংলাদেশের হৃদয়।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা।
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২১
রাকু হাসান বলেছেন: স্বাগতম সাজ্জাদ হোসেন ভাই! শ্রদ্ধা রইলো মহাপুরুষের প্রতি ।
শুভেচ্ছা নিবেন । ভাল থাকুন ।
১৯| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
বিজন রয় বলেছেন: তরুন প্রজন্মকে এভাবেই বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩
রাকু হাসান বলেছেন:
হুম ঠিক বলেছেন । জানতে হবে ,তাঁর আর্দর্শ জানাতে হবে আমাদের তরুণ প্রজন্ম কে । আমাদের সবার সে দায়িত্ব পালন করা উচিত ।
বিজয় ভাই শুভেচ্ছা নিবেন । ভাল থাকুন ।
২০| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
চঞ্চল হরিণী বলেছেন: অনেক ভালো লাগলো তোমার পোস্ট। আমার ভাবতে গা শিউরে ওঠে যে আমি যদি যুদ্ধের সময় থাকতাম আর পরবর্তীকালে এই হত্যাকাণ্ড দেখতাম তাহলে কি অবস্থা হত আমার। আমি এখন চিন্তা করেও অনুভূতিটা মেনে নিতে পারি না। কি এক মোচর দিয়ে ওঠা দলা পাকানো অবস্থা হয় যা প্রকাশ করার মত নয়। বিবিসির নিউজটা মারাত্মক। এখানে কয়েকটি ছবি আমি আগে দেখিনি। হাতিকে সালাম দেয়ার ছবিটি ছিল দারুণ। বিনম্র শ্রদ্ধা জাতির এই একমাদ্বিতীয়ম নেতার প্রতি।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮
রাকু হাসান বলেছেন:
আমি একটু দ্বিধাতে ছিলাম ,এ নিয়ে পোস্ট দিব ! অনেকে তো জানে বা দেখছে ছবিগুলো । তবু শ্রদ্ধা রেখে দেওয়াই যায় তাই দিলাম । যাক ,তোমার ভাল লাগছে ,বাকিরাও ভাল বললো ,আমার পোস্ট স্বার্থক । সুন্দর একটা অনুভূতির কথা বলেছো ‘‘আমার ভাবতে গা শিউরে ওঠে যে আমি যদি যুদ্ধের সময় থাকতাম আর পরবর্তীকালে এই হত্যাকাণ্ড দেখতাম তাহলে কি অবস্থা হত আমার’’ সেটা ভাষায় প্রকাশ করার মত না । আর বঙ্গবন্ধুর জনপ্রিয়তার আলোকে তাঁকে শেষে এসে এভাবে হারানো টা কত টুক ব্যথ্যাময় সেটা স্বয়ং একজন মুক্তিযোদ্ধা বুঝাতে পারবে বলে সন্দেহ আছে ।
আমার একটা আক্ষেপ জান কি ,কেন সে সময় টা তে জন্ম নিলাম না । আর এ ছবি টি সত্যিই দারুণ ,অামার খুব ভাল লাগছে ।
অগ্রিম ঈদের শুভেচ্ছা গ্রহণ করো । ।
হাসিখুশি ভাল থাক বোন আমার
২১| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
জাহিদ অনিক বলেছেন:
বাহ খুব সুন্দর পোষ্ট । ছবি কথা কয়
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১
রাকু হাসান বলেছেন:
হুম ছবিই বলে দিচ্ছে অনেক কিছু জনপ্রিয় কবি
কবিকে ফুল দিয়ে স্বাগতম জানালাম ,প্রথম আসছেন। পেয়ে খুশি হয়েছি । কবি ভাল থাকবেন ,
২২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮
নীলপরি বলেছেন: তথ্য সমৃদ্ধ পোষ্ট ভালো লাগলো ।++
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭
রাকু হাসান বলেছেন:
আরেহ আরেকজন কবি আমার ব্লগে ,একসাথে দুজন কবির আগমন । আপনার ভাললাগাই পোস্টের স্বার্থকতা । ভাল থাকবেন আপু ।
শুভেচ্ছা রইলো ।
২৩| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৩
অন্তরন্তর বলেছেন: স্যালুট
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪
রাকু হাসান বলেছেন:
ধন্যবাদ হুম ,আমার ব্লগে স্বাগতম অন্তরন্তর সাহেব । পরিচিতি হলাম ।শুভেচ্ছ্ ও শুভকামনা ।
২৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
পয়েট অব পলিটিক্স
তুমি বেচে আছ মম হৃদয়ে!
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩
রাকু হাসান বলেছেন:
ইয়েস বেঁচে থাকবে যতদিন বাংলাদেশ তার স্ব মহিমায় বেঁচে থাকবে । কবি সাহেব । ভ্রমরের ডানা ভাই ঈদের শুভেচ্ছা নিন । ভাল কাটুক আপনার ঈদ ।
২৫| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০৮
উদাসী স্বপ্ন বলেছেন: আনোয়ার সাদাতের উক্তিটা খুব গভীর ছিলো। আর বিবিসির.............
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮
রাকু হাসান বলেছেন:
বাহ চমৎকার বলেছেন ভাই । জানেন আমি উক্তিগুলো বারবার পড়েছি আর খানিক সময় নিয়ে ভেবেছি । দেখলাম যা বলছে তার বাস্তব নমুনা এখন আমরা দেখতে পাচ্ছি অহঃরহ । খুবই খারাপ লাগা ভাই এ সব শুনে ।
উদাসী স্বপ্ন সাহেব । আনোয়ার সাদাতের উক্তিটা খুব গভীর ছিলো--- অবশ্যই ,দেখলেন তিনি কেমন মানুষ ছিলেন আর তাঁর উক্তিটা ? সে হিসাবে বঙ্গবন্ধুৃ কেমন নেতা ছিলেন ,আর তাঁকে আমরা
অনেক অনেক ধন্যবাদ । আপনি কষ্ট করে বেশ কয়েকটা লেখা পড়লেন ।
২৬| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবচেয়ে ভাল লাগলো বঙ্গবন্ধুর কিছু গুরুত্বপূর্ণ ছবি দেখে৷ পোস্টে ভাল লাগা রইলো৷
ভবিষ্যত প্রজন্মকে এভাবেই বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে।
সঠিক তথ্যসমৃদ্ব ইতিহাস তুলে ধরাটাই আমাদের মূল কর্ত্যব ।
....................................................................................................................................................................
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২
রাকু হাসান বলেছেন:
জনাব অাপনার ভাল লাগা আমি সাদরে গ্রহণ করলাম । ভাল লাগাই আমাকে শক্তি দিবে । আর আপনার ছবির কথা কিছু বলতে আমার হবেই । এই ছবি টা আমি দেখিনি কোন দিন । আগে সংগ্রেহ থাকলে পোস্টে দিতাম । সুন্দর একটি ছবি দেখিয়ে মনটা ভরে দিলেন । বাহ কি সুন্দর হানি ।
আপনি খুব সুন্দর বলেছেন ‘‘ভবিষ্যত প্রজন্মকে এভাবেই বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে।
সঠিক তথ্যসমৃদ্ব ইতিহাস তুলে ধরাটাই আমাদের মূল কর্ত্যব’’
আমরা যেন তাতে সামীল হতে পারি । সবাই সবার দায়িত্ব পালন করলে ,বিষয় টা সহজ হয়ে যাবে ।
২৭| ১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: ব্যাক্তি হিসেবে তাকে পছন্দ হলেও স্বাধীনতা পরবর্তী শাসনামলের ঘোর সমালোচক আমি। তখনকার উদাসীন এবং অদক্ষ শাসনব্যাবস্থার কারনে আমি আজীবন লীগবিরোধী।
তবে এটা স্বীকার করতেই হবে এই লোকটা না থাকলে বাংলাদেশ স্বাধীন করার মতো এমন কোনো মা কে লাল পয়দা হতো কিনা সন্দেহ
১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪
রাকু হাসান বলেছেন:
বাহ , আমার ক্ষেত্রেও অনেক টা এমন । আমি ব্যক্তি মুজিব ,স্বাধীনতা পর্ববর্তী মুজিব কে ভালবাসি কিন্তু পরে কিছু কাজের জন্য সমালোচনা করতেও পিছপা হবো না । যেখানে চোর, ত্রাসে ভরা সেখানে একা মুজিব কতটাই বা ভাল করতে পারবে ! সম্বনিত কাজ দরকার ছিল । শেষে খুব সুন্দর বলেছেন ।
মন্তব্যে ভাল লাগা ,শুভেচ্ছা নিবে ন ভাই ।
২৮| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১
অর্থনীতিবিদ বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগটি। অনেক কিছু জানার ও শেখার আছে এতে।
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮
রাকু হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় অর্থনীতিবিদ ভাই । আপনার সুন্দর মন্তব্য উৎসাহ যোগাবে ।
ভাল থাকবেন । প্রিয়জনদের নিয়ে ঈদ ভাল কাটুক সেই প্রত্যাশা করছি । শুভেচ্ছা রইলো ।
২৯| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৮
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ কিছু তথ্য ও ছবি দেখলাম.......শুভ কামনা জানবেন ভাই।
৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯
রাকু হাসান বলেছেন: অনেক বড়মানের ব্লগার আমার ব্লগে । স্বাগতম সু স্বাগতম । হুম ঠিক বলছেন । তথ্যগুলো খুব অসাধারণ। ভাল থাকুন ,ভালবাসা রইলো ,শুভরাত্রি ।
৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪
কোয়েজার বলেছেন: এই ছবিগুলো আগে দেখা হয়নাই। ধন্যবাদ শেয়ার করার জন্য। ভাল থাকুন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
রাকু হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ দেখার জন্য । শুভকামনা থাকছে আপনার জন্য । শুভরাত্রি ।
৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: বিনম্র শ্রদ্ধা....
শেয়ারের জন্য অনেক ধন্যবাদ
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫
রাকু হাসান বলেছেন:
পড়ার জন্য ভালোবাাসা রইলো । শ্রদ্ধা জানাই । অনেক ভালো থাকুন ।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
রাকু হাসান বলেছেন:
আপনার আমন্ত্রণ সাদরে গৃহিত হলো । এখন মন্ত্রিসভায় পাশ ও কার্যকর পদক্ষেপ নিতে একটু সময় লাগবে ।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৩
মুর্শিদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা