নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

মহাকালের মহানায়ক(কবিতা) -তামিম-মুশির বীরোচিত লড়াইকে কবিতার ফ্রেমে বন্ধী করার আমার অতি ক্ষুদ্র প্রয়াস ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

কবিতাটি উৎসর্গ করলাম-তামিম ইকবাল ও মুশফিকুর রহমানকে ।


আমি চোখের সামনে দেখেছি পাঁজর ভাঙ্গতে ,
শুনেছি বিশ্বজয়ী যৌবনা শুকনো পাতার মড়মড় করে উঠা কান্না ,
কখনও বা চঞ্চলা অবিচল যাত্রায় কেঁদে উঠেছে গঙ্গা।
শত্রুর প্রতিরোধ-অবরোধ ধূলিস্যাৎ করেছি ব্যাঘ্র থাবায়,
ও গো! কে তাঁরা উল্লাসে-সোল্লাসে বিশ্ব কাঁপায়।
সে সে তো প্রাণচঞ্চল বাঙালির প্রাণভোমরা,
তোমরাই একদিন রাঙিবে এ ধরা ।

যত আছো জগৎবিখ্যাত ক্রিকেটবোদ্ধা মুনি ঋষি,
ধরেছে বন্দনা; করেছে প্রশংসা, গর্বিত নয়নে দেখো শার্দুল /ব্যাঘ্র মুশি।


হে মহাকালের মহা নায়ক তামিম!
কিভাবে গাহিবো স্তুতি,
যথার্থ স্তুতিগান কি আমি জানি,
করিতে পারিবো না তোমার তাজিম।
মন যে আজি আনন্দের সাগরসম উত্তাল,
তাই হারিয়েছি মম তালবেতাল ।
তবু জানাই ১৮ কোটি প্রাণের সহস্র সহস্র দিনের
নিশ্বাস প্রশ্বাসের সমান,
মর্মোক্তির সালাম ।


সে কি দীপ্র-ক্ষিপ্ত-অপরাজিত মহা কাব্যিক আগমন!
তখন ফেলি এসেছো প্রতি পদ চিহ্নে স্বর্ণরেণু,
লিখে রাখবে মহাকাল পৃথিবীর প্রতিটি অনু-পরমাণু।
তোমরা নজরুলের দুর্বার মন্ত্রের সঞ্জীবনী শক্তি,
তোমরা চির মহিমাময়ী ।

বিঃদ্র-ব্লগে গুণী-জ্ঞানীদের কবিতার মাঝে আমার মতো ব্লগারের কবিতা দিতে বড্ড ভয় হয় । তবু সাহস করলাম ,মনের টানে । কবিতাটি এখনই সময় প্রকাশ করার তাই ।

মন্তব্য ১০১ টি রেটিং +২০/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ভালো লিখেছেন। সত্যিই তামিম এক মহান ক্রিকেটার। সবার প্রতি শুভেচ্ছা। অভিবাদন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

রাকু হাসান বলেছেন: শ্রদ্ধেয় সোনাবীজ ভাইয়া :) আমার কাছে আপনি সোনাবীজ তাই বাকি নাম উচ্চরণ কললাম না :-B
প্রথম মন্তব্যকারী হিসাবে আগে চা পান করে নিন


আপনার প্রশংসা পেয়ে ভালো লাগলো । আপনি একদম ঠিক বলেছেন । শুভেচ্ছা নিবেন ভাইয়া । ভালো থাকুন

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

সাইন বোর্ড বলেছেন: তামিম ইকবাল পেশাদারিত্বের পাশাপাশি দেশ প্রেমেরও পরিচয় দিয়েছে, তবে সেদিনের ম্যাচ জেতার ক্ষেত্রে মুশফিকের অবদানটাই সব চেয়ে বেশি ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

রাকু হাসান বলেছেন:

হুম ঠিক বলেছেন । তামিমের পেশাদারিত্ব ও দেশ প্রেমের পরিচয় । মুশির অবদান তো অবশ্যই আছে । সে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে । কবিতার ব্যাপারে কিছু বললেন না সাইনবোর্ড ভাইয়া :)
সুন্দর মন্তব্য করেছেন । মন্তব্যে শুভেচ্ছা থাকলো ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রাকু, কবিতাটা হয়তো ভালো হয়েছে। তবে পড়িনি।


মন্তব্যটা করার কারণ, সাকিব-তামিম-মুশিকে নিয়ে আমরা হয়তো বেশী সাইকো।
আমার কাছে ক্রিকেটটা নাথিং বাট এ গেম। আর দশটা খেলার মত। একটা খেলার ভীড়ে অন্য খেলাগুলো যেন অবেহেলিত না হয়।


চাইনারা ফুটবল, ক্রিকেট খেলে না। কিন্তু অলিম্পিকে ঠিকই প্রথম সারিতে থাকে, সোনার পর সোনা জিতে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

রাকু হাসান বলেছেন: ভালো হয়েছে আবার পড়েন নাই B-) । তাহলে কি বিশ্বাস ভালো হবে :-B ।পরে হলেও পড়লে খুশি হমু :) , সময় থাকলে । সত্যকথন ভালো লাগছে ভাইয়া ।

সাকিব-তামিম-মুশিকে নিয়ে আমরা হয়তো বেশী সাইকো।
আমার কাছে ক্রিকেটটা নাথিং বাট এ গেম। আর দশটা খেলার মত। একটা খেলার ভীড়ে অন্য খেলাগুলো যেন অবেহেলিত না হয়।
-----ভালো বলেছেন । আমাদের সব খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত । বিশেষ করে সমর্থকদের । ফুটবল তো দর্শক শুন্যতায় ভোগে । সুন্দর চিন্তা ভাবনা । তবে আমরা আসলে যেটা ভালো করে তাকে নিয়েই মেতে থাকি । অনেক টা স্বাভাবিকও বটে । আপনার সাথে আমি বলতে চাই বাকিগুলো প্রাণ ফিরে পাক । হুম চাইনারা তো অলিিম্পিকে এক থেকে তিনে থাকার কথা । তবে সুখবর হলো চায়নারা ক্রিকেট খেলা কিন্তু শুরু করছে । যদিও এখনও এতটা উন্নতি করতে পারেনি । বাংলাদেশের একজন সুনামধন্য খেলোয়াড় একটি বয়স ভিত্তিক দলের কোচ ,সে নিউজ দেখছিলাম । সে থেকে বলা ।
নিজাম ভাই কে দেখি ব্লগে খালি বোল্ট আউট করতে :P ব্লগে । ভালো লাগে :) । ধন্যবাদ ভাইয়া মতামত রাখার জন্য ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই! ভয়ের কিছু নাই। ভালোই হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই । আপনার ব্লগে বিচরণ ভালো দেখি । দোয়া রাখছি । ভালো কিছুর প্রত্যাশা ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: দ্য গ্রেট রয়াল বেঙ্গল টাইগারকে স্যালুট । সেই সঙ্গে অভিবাদন জানাই গোটা টিমকে।

তোমার ভাবনার গাঁথুনিটাও বেশ মুগ্ধকর। শুধু খেলা নয়, পাশাপাশি অন্য বিষয়েও কবিতা লেখা শুরু করো। ++


বিমুগ্ধতা সহ শুভকামনা তোমাকে।


১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

রাকু হাসান বলেছেন:

আগেও স্যালুট জানালে এখনও । বেশ ভালো লাগছে :) । অনেক কৃতজ্ঞতা ভাই অভিনন্দন জানানোর জন্য ।
তোমার ভাবনার গাঁথুনিটাও বেশ মুগ্ধকর। শুধু খেলা নয়, পাশাপাশি অন্য বিষয়েও কবিতা লেখা শুরু করো। ++
সাহস ,প্রেরণা পেলাম । সব সময় পেয়ে আসছি । দোয়া রাখো তাহলে চেষ্টা থাকবে । তোমাদের মত ব্লগারদের জন্যই ব্লগে কবিতা দেওয়া ।
শুভেচ্ছা ,ভালোবাসা,শুভকামনা দোয়া করি তোমার জন্য ভাইয়া ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ছন্দগুলো সুন্দর মিলেছে। ভাল লাগলো।

তবে 'পাঠকের প্রতিক্রিয়া'র সাথে একমত।
ব্যক্তি বন্দনা ভাললাগে না। বাংলাদেশ টিম বন্দনা হোক, দেশ বন্দনা হোক।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

রাকু হাসান বলেছেন:


হাসান ভাই! সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে । আপনার ভালেঅ লেগেছে ,জেনে আমারও ভালো লেগেছে ।
হুম পাঠকের প্রতিক্রিয়া ভাই ভালো বলেছেন উনার সাথে আমিও একমত পোষণ করি । তবে আমি কবিতায় ‘তোমরা’ বলতে পুরো টিম বুঝাতে চাচ্ছিলাম :) মানে বাংলাদেশ টিম । দেশ বন্দনা হোক খুব ভালো বলেছেন । দেশ কে নিয়ে বন্দনা করার দরকার অব্যশই । আল্লাহ্ তাওফীক দিলে দেশ বন্দনা নিয়ে কবিতা লিখবো । যাই পারি ...
মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ ।
আপনি মনে হয় বিডি ব্লগে ব্লগিং করেন ? আমি নিক খুলতে চাচ্ছিলাম ,পরে আইডি আ্যাক্টিভিশন করিনি । পাঠক ও মন্তব্য খুব কম । যা লেখার প্রাণ । শুভকামনা থাকলো হাসান ভাই ্

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

সাইন বোর্ড বলেছেন: কবিতার ব্যাপারে বলতে হয় অাসলে এরকম বিষয়ের উপর লেখায় কাব্যিকতা অানা বেশ কঠিন, তবে অাপনি চেষ্টা করেছেন যতখানি সম্ভব । শুভ কামনা রইল অাপনার জন্য ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

রাকু হাসান বলেছেন: আবারও আশার জন্য অনেক ধন্যবাদ । সাইনবোর্ড ভাইয়া । হুম আমি চেষ্টা করেছি মাত্র । আমার লেখার হাত ও নেই । শুভকামনা করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি । দোয়া রাখছি ভাল থাকুন ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

হাবিব ইমরান বলেছেন: সুন্দর ৷ভালো লাগলো ৷

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা মন্তব্য করায় ইমরান ভাই । মনে হয় আমার ব্লগে প্রথম আসলেন ,তাই ফুলেল শুভেচ্ছা নিন ।

ভালোলাগাই আমার প্রাপ্তি ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় রাকু হাসান ভাই; বাংলাদেশ ক্রিকেট দলের সেরা দুই তারকাকে নিয়ে কবিতাটি দারুন ছন্দময় হয়েছে৷মুশফিক পাঁজরের চিড় নিয়ে যেভাবে ব্যাটিং করেছেন তা সত্যি আমাকে মুগ্ধ করেছে৷এজন্য ধন্যবাদ মুশফিককে৷আর তামিমের ভাঙ্গা হাত নিয়ে শেষ ব্যাটসম্যান হিসাবে নামার জন্য তার প্রতি ভালবাসা বহু গুনে বেড়ে গেছে৷আমরা তো এমন হিরো চাই৷যাদের কাছে দেশের সম্মান সবার উপরে৷আবারো প্রিয় ভাইকে ধন্যবাদ এমন সুন্দর ছন্দময় কবিতা লেখে তাদেরকে উৎসর্গ করার জন্য ৷

শুভ রাত্রি ৷

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

রাকু হাসান বলেছেন:

মুশফিক পাঁজরের চিড় নিয়ে যেভাবে ব্যাটিং করেছেন তা সত্যি আমাকে মুগ্ধ করেছে৷এজন্য ধন্যবাদ মুশফিককে৷আর তামিমের ভাঙ্গা হাত নিয়ে শেষ ব্যাটসম্যান হিসাবে নামার জন্য তার প্রতি ভালবাসা বহু গুনে বেড়ে গেছে৷আমরা তো এমন হিরো চাই৷যাদের কাছে দেশের সম্মান সবার উপরে৷----জ্বি ভাইয়া ঠিক এ জন্যই আমার চেষ্ট ।
আমাদের এমন হিরো বাংলাদেশের আনাচে কানাচে ভরে যাক । আমওি চাই । সবার উপরে দেশ আসলেই । সাকিবের কিন্তু ইনজুরি ,আজ মিরাজ বলছিলো সংবাদ সম্মেলনে আমি কাছ থেকে দেখছি ইনজুরি টা । তাদের দেশপ্রেমের কথা বারবার বলতে চেয়েছে ।
আপনার কাছ থেকে আমি এখন সাহস পেলাম । আরেক টি কবিতা লিখবো ,একটি কবিতার বিষয় মাথায় হাজির । দোয়া রাখবেন ও শুভকামনা জানবেন ভাই । আপনার কাছে একটি অনুরোধ করতে চাই ,করবো ? করেই ফেলি । অনুবাদ করেন যেহেতু ভৌতিক গল্পের পাশাপাশি অন্যসবের পেছনে নজর দেওয়ার অনুরোধ রাখছি । এখন না হলেও পরেও । যদি সে সব বিষয়ে আপনার ভালোলাগা কাজ করে । আপনাকে অনেক শ্রদ্ধা করি আমি । শ্রদ্ধা নিবেন আমার । শুভরাত্রি ।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



"অনুবাদ করেন যেহেতু ভৌতিক গল্পের পাশাপাশি অন্যসবের পেছনে নজর দেওয়ার অনুরোধ রাখছি । এখন না হলেও পরেও । যদি সে সব বিষয়ে আপনার ভালোলাগা কাজ করে । আপনাকে অনেক শ্রদ্ধা করি আমি । শ্রদ্ধা নিবেন আমার । শুভরাত্রি ।"

আমি তো মূলতঃ প্রবন্ধ আর ফিচার লেখি; গল্প লেখা ও অনুবাদ করা আমার থার্ড চয়েজ৷গত ২-৩ মাস আগের পোস্টগুলো পড়লে ভিন্নধর্মী পোস্ট পাবেন৷এমনকি রম্যও লেখি৷তবে ধর্ম নিয়ে লিখি না৷যদিও ধর্ম নিয়ে জীবনে সবচেয়ে বেশি রিসার্চ করেছি৷আমি নিজেকে কোন বিতর্কের মধ্যে নিতে চাই না বলে এ বিষয়ে ব্লগে চুপ করে থাকি৷এজন্য ধর্ম নিয়ে কোন লেখায় লাইক, কমেন্ট করি না৷

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

রাকু হাসান বলেছেন: ভাইয়া আপনার পোস্টে যথেষ্ট ভিন্নতা আছে । আগেও ছিলো এখনও তা বিদ্যামান সেটা আপনি যথেষ্ট খেয়াল রাখেন । প্রবন্ধের কথাই মূলত অনুরোধ রাখতে চেয়ে ছিলাম । সরাসরি বলিনি কারণ নিজের একটা ভালো লাগা আছে । আমাদের প্রবন্ধ দরকার । দেশে প্রবন্ধ তো কম ই লেখা হয় । জ্ঞান বিচরণই আমার কাছে মূলত প্রবন্ধ এবং কঠিন কাজ । আর্ন্তাজিতক ইংরেজি মানের প্রবন্ধ গুলো আমাদের দরকার । গল্প ফিচার বা প্রবন্ধ সব কিছুই আামকে মুগ্ধ করেছে ।

আমি নিজেকে কোন বিতর্কের মধ্যে নিতে চাই না বলে এ বিষয়ে ব্লগে চুপ করে থাকি৷এজন্য ধর্ম নিয়ে কোন লেখায় লাইক, কমেন্ট করি না৷ --ভেরি গুড ভাইয়া । আমিও অনেক টা সরে আসছি । বিতর্ক করলে আমার উপর নেতিবাচক প্রভাব পড়ে । আবারও মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ভালোবাসা ভাইয়া । আপনি ব্লগটাকে মাতিয়ে রাখছেন ভালো মান সম্মত পোস্ট দিয়ে ।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২

কাওসার চৌধুরী বলেছেন:



রাকু হাসান ভাই৷আমি হয়তো বিদেশি প্রবন্ধ আপাতত অনুবাদ করবো না; তবে ভবিষ্যতে সে ইচ্ছা আছে৷তবে সামনের মাসে হয়তো আবারও প্রবন্ধ ব্লগে লেখব৷বেশ কয়েকটি বিষয় মাথায় আছে৷আসলে আমি কোনদিন লেখালেখি করবো তা কল্পনাতীত ছিল ৷

ক্লাস সিক্স থেকে ইন্টার পর্যন্ত কবিতা লেখতাম; এগুলো কতটুকু ভাল বা মন্দ হয়েছিল জানি না৷এগুলো হারিয়ে ফেলেছি৷মাঝে মাঝে বিভিন্ন বিষয়ের উপরে পত্রিকায় লেখাও পাঠাতাম৷কিন্তু মাঝের এক যুগ আর লেখা হয়নি; আবার লেখব তা অনেকটা ভাবনার অতীত ছিল৷বাংলা ভাষা ও সাহিত্য থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম ৷

তবে সময় সুযোগে প্রচুর বই পড়তাম; ডকুমেন্টারি দেখতাম৷দেশে আসার পর কিছু বিষয় নিয়ে টুকটাক লেখার চেষ্টা শুরু করি৷কিন্তু ব্লগে লিখবো কিংবা বই বের করবো এমন ভাবনা কখনো মনে আসে নাই৷শুরুতেই পড়লাম মহা ঝামেলায়৷প্রচুর বানান ভুল হত (এখনো হয়); শব্দ চয়ন আর বাক্য গঠন ঠিকঠাক হত না৷তবে এগুলো ঠিকঠাক করতে চেষ্টা চালিয়ে যেতে লাগলাম৷এ যাত্রা এখনো চলছে ৷

আর লেখালেখিতে সময় বের করা, লেখা নিয়ে ভাবনা, বিষয় নির্বাচন করা ইত্যাদিতে অনেক সময় লাগে৷আমি শিক্ষকতা করি বিধায় কষ্ট হলেও ম্যানেজ করে নেই৷বাকি যে সময়টা পাই তা লেখালেখিতে দেওয়ার চেষ্টা করি; পছন্দের বিষয়গুলো নিয়ে পড়াশুনা করি৷আসলে শখ থেকেই এখন লিখি; এটা এখন আমার ভালবাসা আর বিনোদনের প্রধান মাধ্যম৷আমি টিভি/সিনেমা দেখি না৷আশীর্বাদ করবেন যাতে সাহিত্যের প্রতি এ টান ভবিষ্যতেও অব্যাহত থাকে ৷

আমি জীবনে যে কাজটি করার চেষ্টা করেছি তাতে মনযোগ ছিল শতভাগ৷লেখালেখির বেলায়ও তাই৷সবে তো শুরু যেতে হবে অনেক দূর৷এজন্য সেই পেট্রোল আর ডিজেলের পর্যাপ্ত যোগাড় করছি এখন৷যাতে মাঝপথে গিয়ে তেলের অভাবে যাত্রা ভঙ্গ না হয়৷দৃষ্টি বহু দূর৷আশীর্বাদ করবেন ভাইয়ের জন্য ৷

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩

রাকু হাসান বলেছেন:


আমি ছোট মানুষ এ মন্তব্যের প্রতি উত্তর কি হবে ঠিক বুঝতেছি না ।
বেশ কিছু জানলাম আপনার ব্যাপারে । খুবই সুন্দর সে সব দিনগুলো । লেখালেখির হাত আগে থেকেই আছে আপনার এটা প্লাস পয়েন্ট । যেহেতু পত্রিকায় পাঠাতেন সেহেতু নিশ্চয় ভালো লেখা ছিলো । তবে শুনে খারাপ লাগছে লেখাগুলো হারিয়ে ফেলছেন । তবে আশা করবি এখন থেকে হারাবে না । আমি যাই ছাইপাস লিখি গুগলে ডক্স এ অনলাইনে রেখে দেই । বলতে গেলে সেখানেই প্রাথমিকভাবে লেখা হয় ।
তবে সময় সুযোগে প্রচুর বই পড়তাম; ডকুমেন্টারি দেখতাম৷ বাহ কি চমৎকার সময় কাটিয়েছেন । সে সময়ের বইপড়ার ও এগুলো দেখার অভ্যাস টা ছিলো বলেই আজ আপনাকে অনেক পরিপক্ষ লাগে । লেখালেখির কথা বলেছেন । আমি মনে করি নির্দিষ্ট টার্গেট নিয়ে লেখা লেখি করতে খুব কম মানুষই এসেছেন । তলস্তয় তো আইন পড়ছিলেন সেটা বাদ দিয়ে চলে এসেছে লেখালেখিতে । আসলে এ জগত টা তাঁকে টেনে নিয়ে আসছে । মনের ভালোলাগার কাজ খুব কম বিফল হতে দেখছি ,আামার ক্ষুদ্র জ্ঞানে । আমিও এই যে কবিতা পোস্ট দিয়েছে ,ব্লগে আছি কোনো লেখক বা কবি হওয়ার জন্য না । ভালো লাগা । থাকে না কেউ ভালো পড়াশোনা করতে পারে সাথে খেলাতেও ভালো ,আমার তেমন টা । আপনাদের সাথে আছি সেটাই অনেক কিছু । আপনার অভিজ্ঞতা শেয়ার করায় উপকৃত হয়েছি এবং হবো আশা করছি । আমার বানান সমস্যা তো জানেন ই । এক লাইন লিখতে পাঁচ লাইন ভুল হয় । প্রচুর বানানে সমস্যা । আশা করছি তাড়াতাড়ি কাটিয়ে উঠবো সমস্যা । আপনার কোনো পরামর্শ থাকলে দিলে আরও খুশি হবো । বানান নিয়ে কাজ করা দরকার আমার খুব । আমি যে কোনো পরামর্শ আশা করি আপনার কাছ থেকে লেখালেখির ব্যাপারে । একটু শেখা আর কি ।

আপনার অদম্য মানসিকতা দেখছি । শতভাগ চেষ্টা করলে সে কাজে ব্যর্থ হবার প্রশ্নই আসে না ।ব্লগে আপনি অনেক দক্ষতার সাথে বিচরণ করছেন । আপনার জন্য সব সময় শুভকামনা দোয়া করি । আমি আপনার একান্ত শুভার্থী ভাবতে পারেন ভাই । আমি সেটাই চেষ্টা করি । আর্শীবাদ অফুরুন্ত থাকবে আগেও ছিলো । অনেক বড় মন্তব্য করলেন কষ্ট করে । তবু পড়ে ভালো লাহছে ।
ভালো থাকুন ভাই ।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: ভালো লিখেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৬

রাকু হাসান বলেছেন: হাবিব ভাই আমার ব্লগে স্বাগতম ।

ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্য করার জন্য । :)

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২

চাঙ্কু বলেছেন: তুমিও কুবি হয়ে গেলা? আফসুস।

তবে ছন্দগুলা সুন্দর হইছে :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭

রাকু হাসান বলেছেন: হাহহাহাহা :) B-) । কই ছিলেন এত দিন মিস করেছি। ব্যস্ততা শেষ তাহলে ।
আমি কবি হতে আসিনি..পাঠক হতে এসেছি ,মুজিবের ডায়ালগ কপিজ্ঞতা করিলাম B-) :)

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ভালো লিখেছো ভাগ্নে তোমার লেখা কবিতা অন্যরকম ভালোলাগে। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪২

রাকু হাসান বলেছেন: মামা এত ব্যস্ততার মাঝে মন্তব্য করছে ! :) বাহ । ভালোলাগা গ্রহণ করলাম ।তো তোমার নামে আগে :):):):) কেন ;) ,নিক নেওয়ার সময় মনে হয় একটা ভাব নিয়ে হাসি দিতে চাইছিলা B-) =p~ । ধন্যবাদ মামা পড়েছো + মন্তব্য করেছো বলে । ভাল থাক ।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩

চাঙ্কু বলেছেন: হ, ব্যস্ততা মোটামুটি গেছে।
সবাই পাঠক হলে, কুবি হপে কেডা, জেডা? :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮

রাকু হাসান বলেছেন: হাহাহা :) B-) ...আরে জেটু ইহা ইমুন করে হইবে সবাই কবি হলে, পাঠক হপে কেডা, জেডা? :P
আমি পাঠক আমার পরিচয়ে দেওয়া :P
মন্তব্য করেছি: ২২৬৫টি চার মাসে ,এলা কন পাঠক কেডা জেটা B-) B-))

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


বুঝা যাচ্ছে, টিম এবার জয়ী হয়েছিলো

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

রাকু হাসান বলেছেন: হুম :) ...সত্যিই এ বিজয়ে অনেক উল্লসিত হয়েছি । স্যার কবিতা ঠিক ঠাক আছে তো ?

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২১

বাকপ্রবাস বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। আমার ভাল লেগেছে খুব।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

রাকু হাসান বলেছেন:

বাকপ্রবাস ভাই! আপনি খুব ভালো লিখেন সব সময় । আপনি বললেন সুন্দর ও ভালো হয়েছে তাই ব্লগে কবিতা দেওয়ার সাহসের মাত্রা বেড়ে গেছে।আমার শুভেচ্ছা গ্রহণ করুন । ধন্যবাদ ।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৮

রাফা বলেছেন: ভালো হইছে কবিতা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

রাকু হাসান বলেছেন: রাফা ভাইয়া আপনি খুব গুণী ব্লগার । আপনার এ মতামত সত্যিই অনুপ্রেরণা দিবে আমায় । অামার ব্লগে এই প্রথম আসলেন । তাই ফুলেল শুভেচ্ছা নিন আমার :)

। ভালো থাকুন ।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

রাকু হাসান বলেছেন: মাহমুদুর রহমান ভাই! আপনার ভালোলাগা আমি আলতো হাতে কুঁড়িয়ে নিলাম যত্ন সহকারে । আপনি খুব মান সম্মত কবিতা লিখেন । শুভেচ্ছা থাকলো । ভালোলাগা থাকবে আমারও :)

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৬

শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই, শত সালাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

রাকু হাসান বলেছেন:

বাহ খুব ভালো লাগলো । শুদ্র বিকেল ভাই । আপনার নামটি ভালোলাগে আমার । আমার ব্লগে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম ।

শুভকামনা থাকলো । মন্তব্যে প্রীত হলাম ।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



খেলাধুলা, খেলোয়াড়, অভিনেতা, নেতা ইত্যাদি উপর লেখা পদ্য মানুষের মনে দাগ কাটবে বলে আমার মনে হয় না

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

রাকু হাসান বলেছেন: স্যার যা বলেছেন তা ঠিক হওয়ার সম্ভবনাই হয়তো বেশি । আমি আসলে লিখেছি নিজের একটু শান্তির জন্য । কেননা ব্রেইনে এ বিষয়টা বারবার অত্যাচার করছিলো ।যখন ব্রেইন হয়ে লেখায় রুপান্তর হলো তখন থেকে ভালো লাগছে । তারপর ব্লগে দেওয়া । েএই আর কি । আপনারা পড়েছেন সেটাই সার্থকতা ।আবারও মন্তব্যে কৃতজ্ঞতা স্যার ।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২০

সনেট কবি বলেছেন: সুন্দর+

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

রাকু হাসান বলেছেন: সনেট কবি পড়েছেন ও মন্তব্য রাখার জন্য কৃতজ্ঞতা । আমারও ভালো লাগছে জেনে আপনি সুন্দর বলেছেন তাই । আল্লাহ্ আপনার উপর শান্তি বর্ষিত করুক ।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

নীল আকাশ বলেছেন:

প্রিয় দুই তারকাকে নিয়ে লেখা কবিতাটি দারুন হয়েছে৷মুশফিক পাঁজরের চিড় নিয়ে যেভাবে ব্যাটিং করেছেন তাতে আমি মুগ্ধ আর তামিম ভাঙ্গা হাত নিয়ে শেষ ব্যাটসম্যান হিসাবে নামার জন্য তার প্রতি আমার আগে জমান ভালবাসা বহু গুনে বেড়ে গেছে৷তামিম হচ্ছে আমার সত্যিকারের হিরো! আমরা তো এমন হিরো চাই৷যাদের কাছে দেশের সম্মান সবার উপরে৷আমার প্রিয় ব্লগারকে ধন্যবাদ এমন সুন্দর ছন্দময় কবিতা লেখে তাদেরকে উৎসর্গ করার জন্য, আর রইল আমার হাতে ফুটানো লাল গোলাপের শুভেচ্ছা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

রাকু হাসান বলেছেন:
নীল আকাশ ,
আপনার নিজ বাগানের ফুল দিয়ে মন্তব্য করায় আন্তরিক ভালোবাসা নিন ।
আমি মুগ্ধ আর তামিম ভাঙ্গা হাত নিয়ে শেষ ব্যাটসম্যান হিসাবে নামার জন্য তার প্রতি আমার আগে জমান ভালবাসা বহু গুনে বেড়ে গেছে৷তামিম হচ্ছে আমার সত্যিকারের হিরো! আমরা তো এমন হিরো চাই৷যাদের কাছে দেশের সম্মান সবার উপরে ----খুব সুন্দর বলেছেন । এই কথাটি প্রত্যেকটি ক্রিকেট পাগল ,দেশপ্রেমিক মানুষের বক্তব্য । আপনিও তাঁদের একজন । হুম এমন হিরোই তো আমাদের দরকার । যাদের কাছে দেশটা ই সবচেয়ে বড় । এ দুজন আমারও খুব প্রিয় । বলেছেন সুন্দর ছন্দময় কবিতা । বাহ । আপনার এভাবে মনোভাব প্রকাশ আমাকে স্বস্তি দিলো । কবিতাটি আরও বড় হতো আপনাদের এমন মন্তব্যে এখন মনে হচ্ছে শুধু ব্লগের কথা চিন্তা করে ছোট করা ঠিক হইনি । অনেক অনেক কৃতজ্ঞতা নীল আকাশ । আপনি খুব গঠনমূলক সুন্দর মন্তব্য করেছেন । আমি অপেক্ষা করছিলাম কখন আমার ব্লগে আসবেন আর আমি আপনাকে স্বাগতম জানাবো আমার ব্লগে । আমি ব্লগে আপনাকে ফুল দিয়ে বরণ করে নিলাম । স্বাগতম কবি ।







১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

রাকু হাসান বলেছেন:

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা তো ভালই লেখেন।ভয় না পেয়ে নিয়মিত কবিতা পোষ্ট করুন।
এক জন লেখকের সব লেখাই যে ভাল হতে হবে এমন কোন কথা না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

রাকু হাসান বলেছেন:

মোস্তফা সোহেল ভাইয়া এক শক্তিমান মন্তব্য করেছেন । আপনার মতো গুণী ব্লগারের এমন মন্তব্য ভয়টা চলে গেছে । আসলে পাছে ভয় যে কোনো মানহীন লেখা প্রথম পাতার জৌলুস কমিয়ে দেয় তাই । একদম ঠিক বলেছেন -এক জন লেখকের সব লেখাই যে ভাল হতে হবে এমন কোন কথা না। আমিও এমন টা ভাবি । ভালো মন্দ দুধরনের লেখা হয় । কিছু ঠিকে যায় আর কিছু হারিয়ে যাই । এটাই স্বাভাবিক । কৃতজ্ঞতা প্রকাশ করছি আর ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য । এভাবেই আলোচনায় –সমালোচনায় পাশে চাই । খুব বেশি সুখে থাকুন ভাই

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: একটা কিছু লেখার পর ভয় পাওয়ার দরকার নাই।
পোষ্ট করে দিবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

রাকু হাসান বলেছেন: আচ্ছা রাজীব ভাইয়া, আপনি আমাকে সেই যখন প্রথম পাতায় আসিনি তখন থেকেই সাথে আছেন । প্রথম পাতার বাইরে আমার ব্লগে গিয়ে পড়ে মতামত জানিয়ে আসতেন । সব মনে আছে । এখনও অভয় পাচ্ছি ,এভাবেই চলুক । খুব ভালো লাগছে এমন মন্তব্য । শুভেচ্ছা ও ধন্যবাদ ।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: তামিম জিতে নিয়েছেন কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়।

কবিতা ভালো লেগেছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

রাকু হাসান বলেছেন:

হুম সেটাই জুনায়েদ ভাই । মাত্র একটি বোলের মোকাবেলায় কোটি মানুষের হৃদয়ের হিরো হয়ে গেছেন যেন অপর পাশে মুশির বিরোচিত ইনিংস টা ম্লান হয়ে গেছে তবে কোনো অংশেই ছোট করে দেখার সুযোগ নেই । কবিতা ভালো হয়েছে ..ওকে তাহলে তো আরও কবিতা দিব মাঝে মাঝে । শুভেচ্ছা নিন আমর ।

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

নীল আকাশ বলেছেন: রাকু ভাই কি আমাকে কবি বললেন নাকি? এত লজ্জায় মাথা লুকাবো কোথায়? আজকে মনে হয় সারাদিন সামু তে আসা যাবে না। :`>
এরি মধ্যে আমার পছন্দের একজন ব্লগার আবার আমার কবিতার মাঝে সুনীলকে নিয়ে এসেছেন? ধরনী তুমি দ্বিধা হয়, আমি তোমার চরনে আশ্রয় নেই। :``>>

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

রাকু হাসান বলেছেন: হাহহা এত লুকানোর কি দরকার :P । পাঠক তাঁর নিজের মত করে বলবেই । সেটা তো কবির কাছে অ নেক ভালো লাগা :-B
আবার দেখে এসেছি :) । সত্যি কবিতাটি অনেক অনেক ভালো লিখেছেন তাই প্রশংসা আপনার প্রাপ্য । তো কবি কে তো কবি বলবোই ;) ,আপনি কবিতা লিখেনই তো । আমার কথা ছিল কবিতাটি পড়ে একজন সুনীলের প্রসঙ্গ এনেছিলো । মনে কিছু করিনি । সাদরে গ্রহণ করেছি । কেননা উনি পাঠক হিসাবে খুব গুরুত্বপূর্ণ এবং তাঁর প্রত্যেকটি মন্তব্য । কতটুক কেমন হলো তা তো নিজেও কিছুটা জানা যা য় আর পাঠক তো অাছেই ।
ধরনী তুমি দ্বিধা হয়, আমি তোমার চরনে আশ্রয় নেই। :``<< ---হাহহাহা :) :) :)

এখনই মন্তব্য দেখে যান :P । আসা বন্ধ করিতে হইবে না =p~

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

স্রাঞ্জি সে বলেছেন:

মন্দ হয়নি মহাকালের মহান এই কাব্য আমার প্রিয় লেখকের.........

কব্জিতে ক্লিক করেই এখানে পেলাস নেন....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

রাকু হাসান বলেছেন: গুড :) কব্জিতে ক্লিক করেই এখানে পেলাস নেন.... হাহাহা :) নিলাম :-B । প্রিয় কেটা :P
আপনার পোস্টের অপেক্ষায় আছি । কি থাকছে জানি না

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

অন্তরন্তর বলেছেন: বাহ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ অন্তরন্তর ভাইয়া । একজন দেশপ্রেমিক মানুষ আপনি । শুভেচ্ছা নিন ।

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কবিতাটি কিছুটা নজরুল স্টাইলের হয়েছে। ভয় নয় ভয়কে জয় করুন।

+++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

রাকু হাসান বলেছেন: চমৎকার মন্তব্য মাইদুল ভাইয়া আসলে নজরুল আমাদের জীবনে একসূত্রে গাঁথা । উনার দর্শন, কবিতা সব কিছুই কেন জানি অসম্ভব ভালো লাগে । সবচেয়ে বেশি নজরুল পড়া হয় । বিশেষ করে উনার জীবন নিয়ে । তাই প্রভাব পড়াটা স্বাভাবিক । তবে সেটা হলে আমি সাদরেই নিব । হুম ভয় কে জয় করার জন্যই পোস্ট ,আপনাদের সাথে শেয়ার করা । :) ।প্লাস দিয়ে কবিতা গ্রহণযোগ্যতার সাক্ষী হলেন । অনেক শুভকামনা ভাইয়ের জন্য ।

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: কবিতার আবেগ মন ছুঁয়ে গেলো । ++++

শুভকামনা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

রাকু হাসান বলেছেন: বেশ তো :) এত বড় কবির মন ছুঁয়ে গেছে জেনে ভালো লাগছে ।
মন্তব্যে শুভেচ্ছা নিবেন নীলপরী আপুনি ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

রাকু হাসান বলেছেন: প্লাসে কৃতজ্ঞতা আপু

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

এ.এস বাশার বলেছেন: অসাধারন লিখেছেন রাকু ভাই। চালিয়ে যান....
ভালোবাসা জানবেন.....




আমি আন্তরিক দুঃখিত পরে মন্তব্য করার জন্য....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

রাকু হাসান বলেছেন: ইনশাআল্লাহ্ বাশার ভাই । প্রশংসা করায় ধন্যবাদ । সমস্যা নেই আপনি পড়েছেন ,তাতেই খুশি তারপর আন্তরিক মন্তব্য আরও খুশি । ভালোবাসা রইলো ।

৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

কাছের-মানুষ বলেছেন: তামিমের সেদিনের সিদ্ধান্ত এবং ইনজুরি নিয়ে নিয়ে মাঠে নামা আমাদের সকলকে আবেগতাড়িত করেছে।

কবিতায় প্লাস। চালিয়ে যান লেখা আপনি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

রাকু হাসান বলেছেন: তামিমের সেদিনের সিদ্ধান্ত এবং ইনজুরি নিয়ে নিয়ে মাঠে নামা আমাদের সকলকে আবেগতাড়িত করেছে। একদম ঠিক বলেছেন । সে আবেগের বহিঃপ্রকাশে এ কবিতা । প্লাসে প্রীত হলাম । আপনাদের এমন আন্তরিকতা পেয়ে সত্যি আপ্লুত । অবশ্যিই লেখা চালিয়ে যাবার প্রত্যয় থাকবে । দোয়া রাখবেন শ্রদ্ধাভাজন কাছের মানুষ ।
আমার ব্লগে প্রথম আসলেন । আপনাকে জানাই আন্তরিক ফুলেল স্বাগতম ।

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

শামছুল ইসলাম বলেছেন: তামিম-মুশফিকের বীরত্ব গাঁথা নিয়ে রচিত আপনার কবিতাটি খুব ভালো লেগেছে ।

কবিতায় ++ ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

রাকু হাসান বলেছেন: বাহ । আপনার মন্তব্যে আমারও ভালো লাগলো । এই ভালোলাগা গুলো শক্তি জোগায় ,প্রেরণা দেয় । শামছুল ভাইয়া । প্লাসে সাহস জুগিয়েছে । ভালোবাসা জানবেন ।

৩৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫

সৈয়দ ইসলাম বলেছেন:
শুভকামনা আমার আপনার এবং বাঙালি জাতির জন্য।

অনেক ভাল লাগলো লেখা এবং কবিতা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

রাকু হাসান বলেছেন: সৈয়দ ভাইয়া । ধন্যবাদ নিবেন । আপনার শুভকামনা কবুল হোক । সুন্দর মতামত রেখেছেন । ভালোলাগা নিবেন আপনিও ।
শুভেচ্ছা জানাচ্ছি ।

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! চমৎকার নৈবদ্য :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

রাকু হাসান বলেছেন: মনিরা আপু :) ।ধন্যবাদ ধন্যবাদ । আপনার মতো কেউ পড়ছে কবিতার প্রাণ জুড়িয়েছে । ভয় ছিলো মানহীন কবিতা কি পোস্ট করে ফেললাম । একটু আশার সঞ্চার হইছে :) । শুভেচ্ছা আপু ।

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

আখেনাটেন বলেছেন: তামিমকে এ কবিতা দেখানোর ব্যবস্থা করেন। :D

ভালো লিখেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

রাকু হাসান বলেছেন:

আরেহ্ আপনি কমেন্ট করেছেন ! :) আমি তো মাত্রই আপনার অতিমূল্যবান একটি লেখায় পড়ে কমেন্ট করে আসলাম B-) । তারমানে একই সাথে আমার কবিতা আপনি পড়লেন আর আমি আপনার লেখা পড়লাম । খুব ইন্টারেস্টিং তো :)
ধন্যবাদ ভাইয়া । হ্যা তামিম মুশি কে ইনবক্সে দিয়েছি =p~ । দেখলে দেখতেও পারে । :)
মন্তব্যে শুভেচ্ছা ও ধন্যবাদ । শুভরাত্রি ।

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: অ সা ধা র ণ!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

রাকু হাসান বলেছেন:


ওয়াও সামুপাগলী আপু :) । অনেক ধন্যবাদ । প্রাণের বাংলাদেশের খেলা নিয়ে কবিতা তাই বাড়তি ভালো লাগা । আপনার মত ক্রিকেট পাগলী পড়েছে
আমার ব্লগে প্রথম কমেন্ট আপনার আগও এসছেন চুপি চুপি ;)
নিন ফুলের শুভেচ্ছা নিন ।

ক্রিকেট উপভোগ্য হোক । বাংলাদেশ জয়ে ভাসুক ।

৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৩

শুভ্র বিকেল বলেছেন: আপনার মন্তব্যও আমার অনেক ভাল লেগেছে, আমার ব্লগেও আমন্ত্রণ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

রাকু হাসান বলেছেন: শুদ্র বিকেল আপনার আমার মন্তব্য ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আমি । সত্যিই যখন কারও এটা ভালোলাগে তখন সুখ পাওয়ারই কথা । আমি আপনার আন্তরিক আমন্ত্রণ আন্তরিকতা সাথে গ্রহণ করলাম । যাব আপনার ব্লগে :)
ভালো থাকুন ভাইয়া ।

৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

চঞ্চল হরিণী বলেছেন: যদি এটা তোমার কবিতা লেখা চর্চার শুরু হয়, মানে আগে জাস্ট দুই একটা লিখেছো এমন হয় তাহলে বলতে হবে সত্যি অনেক ভালো লিখেছো। অনেক সুন্দর লিখেছো :) । এর মানে হল তুমি আবেগকে ঠিকই কবিতায় রূপান্তর করতে পেরেছো। কাব্যানুভূতি ধারণ করতে পেরেছো। কিন্তু যদি আরও বেশ কিছু কবিতা ইতোমধ্যেই লিখে থাকো তাহলে বলতে হবে মোটেই আধুনিক হয়নি। নজরুলের ভাব সুস্পষ্ট। নজরুলের চেতনাকে ধারণ করে এই সময়ে বসে লিখতে হবে সময়ের উপযোগী ভাষায়। কিছু শব্দ বাদ দিলে অবশ্য বাকিগুলো ঠিক আছে এবং ধরণটা একটু বদলালে আরও ভালো হয়ে যায়। তবে এটা কোন ব্যাপার না, নিয়মিত লিখতে থাকলে নিজেই প্রভাবটা বুঝতে পারবে এবং শব্দগুলো ক্রমশই তোমার নিজের মত হতে থাকবে। সহায়তার জন্য ষাটের দশক থেকে ৯০ এর দশক পর্যন্ত কবিদের কবিতা পড়তে পারো। আমি আপু বলেই কিন্তু তোমাকে নির্দ্বিধায় এতগুলো কথা বললাম ;)

"আমি চোখের সামনে দেখেছি পাঁজর ভাঙতে" এই লাইনটা আমার অসাধারণ লাগছে। মুহূর্তেই মনোযোগ কেড়ে নিতে সক্ষম; এতো শক্তিশালী একটি অনুভব আছে এই বাক্যে। এরপর মাঝখানে, "হে মহাকালের নায়ক তামিম- মর্মোক্তির সালাম" এই পুরো প্যারাটাই ভালো লাগছে। আমার ভাই বিখ্যাত হয়ে গেলো দেখে আমার যে কি ভালো লাগছে !:#P :D । আরও খুশী যে বানান ভুল করো নাই :#)

তুমি দেখলাম বিদেশী প্রবন্ধের অনুবাদ পড়তে চাও। আমিও অনুবাদ করেছি যেটা ইতিমধ্যে সম্পাদকের কাছে চলে গেছে প্রকাশিত হবার অপেক্ষায়। তাই উনার নিষেধ থাকায় ব্লগে পোস্ট দিতে পারছি না। কিন্তু তোমার জন্য আমার পোস্ট দিতে ইচ্ছে করছে, দেখি আবার কথা বলে অনুমতি মেলে কিনা। এত্তগুলা শুভকামনা, শুভেচ্ছা, ভালাচ্ছা =p~ সব তোমার জন্য রেখে গেলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

রাকু হাসান বলেছেন: আরি তুমি এই দিন দুপুরে ;) । তুমি জানো যখন দেখলাম নোটিফিকেশনে তুমি মন্তব্য করেছো তখন হঠাৎ একটা মনের অজান্তে হাসি বের হয়ে গেল ,সাথে চমকেও গেলাম । দিন দুপুরে মনে দোলা দিতে আসবে কল্পনাতীত ছিলো । :-B । তারপর যখন এই পেজে আসলাম তখনই কিন্তু পড়েনি পুরো মন্তব্য । একটু হাঁটছি ,এক গ্লাস পানি পান করলাম ,ফ্রেসনেস আনলাম নিজের ভেতর । তারপর আবার পড়তে শুরু করলাম । দেখো তোমার মন্তব্য কে আমি কত ভালোবাসি ,কত্ত গুরুত্ব দেই =p~ ,,,,না না রাগ করার কিছু নেই B:-/ ,তোমার মন্তব্য কে না শুধু তোমাকেও অন্নেক ভালোবাসি ;)

যা বললে এই পোস্টের সেরাদের সেরা মন্তব্য ,আমার জন্য মহা মূল্যবান । আমার আবেগটা কবিতায় ধারণ করার চেষ্টা করেছি । বলেছো সেটা পেরেছি তাইলে তো ম..........হা খুশি আমি । এই টনিকটা কিন্তু তোমার কাছ থেকে নেওয়া আমার । কিছু লেখায় দেখেছি তুমি কত সৃজনী হাতে মুহূর্তগুলো লেখায় প্রকাশ করো । সেই থেকে অনুপ্রেরণা ও চেষ্টা । তাই সম সাময়িক টপিক নিয়ে কবিতা লেখা । নজরুলের ভাবের কথা বললে ,জানই তো কতটা নজরুল প্রেমি আমি । নজরুল নিয়ে অনেক বেশি ভাবি,পড়ি ,চেষ্টা থাকে যত গভীরে যাওয়ার । তাই স্বাভাবিক ভাবে প্রভাব পড়েছে । আমারও অস্বাীকার করার সুযোগ নেই । আমি কবিতা লিখি কখন থেকে জানো সেই ক্লাস ফোর থেকে :#) ,কিন্তু আজ পর্যন্ত কারও গাইড লাইন আমার নাই একমাত্র তুমি ছাড়া । কেউ কোনো এসব নিয়ে বলেনি । অবশ্য সেটা আমার কারণেই ,লেখা মূলত নিজের ভালো লাগার জন্য ,ভালো থাকার জন্য । তাই সব সিন্ধুকে ভরে রেখেছি । সেগুলো পড়লে এখন লজ্জা হয় কি সব লিখছি । তবে সেই সব কবিতা খুব বাজে ,আমার কাছে ব্লগে প্রকাশ করার মত না । যদিও কিছু কবিতা প্রকাশ পাওয়ার যোগ্যতা রাখে ব্লগে যে সব কবিতা প্রায় সব সময় আসে কিন্তু পাঠক প্রিয়তা কমে যেতে পারে ,বা মানহীনতার তকমাতে আরও নিজেকে জড়িয়ে ফেলতে পারি । তবে যে দুটি কবিতা আমি ব্লগে দিয়েছে ,সেগুলো কে নিয়ে ভেবেছি ,একটু সময় নিয়েছি লেখতে । তাই আত্ম বিশ্বাস হয়েছে দেওয়া যাই ,দিলাম ও । বলতে পারো একটু ভেবে চিন্তে সময় নিয়ে লেখা কবিতা এ দু'টি বাকিগুলো নিতান্ত শখ ,নিজের জন্য লেখা । আর হ্যাঁ অবশ্যই ৯০ দশকের কবিতার বই পড়বো । বলছো যেহেতু । হাহাহাহা হে মুঁই জানি B-) ,একমাত্র আপু বলেই বলেছো । আমি তো ভাই বলেই তো তোমার পোস্টে গিয়ে বলে আসলাম ;)


"আমি চোখের সামনে দেখেছি পাঁজর ভাঙতে" এই লাইনটা আমার অসাধারণ লাগছে। মুহূর্তেই মনোযোগ কেড়ে নিতে সক্ষম; এতো শক্তিশালী একটি অনুভব আছে এই বাক্যে। এরপর মাঝখানে, "হে মহাকালের নায়ক তামিম- মর্মোক্তির সালাম" এই পুরো প্যারাটাই ভালো লাগছে। এত কষ্ট করে কে বলবে ;) । আমার বোন বলে কথা । এই প্যারা শেষের টা নিয়ে আমি আশাবাদী ছিলাম ,কেউ এটা নিয়ে কিছু কথা নিশ্চয় বলবে । তুমি বলে আমার মনোবাসনা পুরণ করেছো । হাহহাহাহা থামো এখনই এত্ত ভালো লাগলে কেমনে B-) ,আর ভাই বলে কথা একটু উদযাপন তো করবেই ,করো করো !:#P । বানান নিয়ে কাজ করা শুরু করছি । অনেক কিছু সংগ্রহ করলাম । সময় নিয়ে সেগুলোতে চোখ বুলাতে হবে,তাহলে আশা করি বানান ভুল আামর কম হবে । দেখা যাক কতটা পারি ।

হ হ অনুবাদ পড়তে চাই তো আমি । যাক তুমি দেখি মন্তব্যও খুব মন দিয়ে পড়েছো ,বাহ বাহ । আর তুমি অনুবাদ করতেছো আগে কইবা না , X( ,সব কিছু গোপন রাখো |-) । তাহলে সব কিছু ঠিক থাকলে এবারের বই মেলার আমার প্রথম ব্ই কেনা শুরু হবে তোমার বই দিয়ে । হুম দেখো বলে যদি হয় খুউব ভালো হবে । বইটার ব্যাপারে একটু পরিচিত হতে পারলে মন্দ নয় । সবচেয়ে খুশি হবো বোধহয় আমি :)


তোমার প্রতি উত্তর দেখলাম ,দুনিয়ার ভালো লাগা কাজ করছে । জানিয়েছো আমার অনেক ভালো লাগছে । এখন তাহলে দুচিন্তা করতে হবে না আমার । আজকের আগে ভাবতাম ,আচ্ছা হরিণী আপু তো একটু ইঙ্গিত ও দিতে পারে ...এসব বিষয়ে ...আজ প্রাণ ভরে গেল আমার । আমি এই যে দুদিন আসো নি আমি কিন্তু ঠিকই রাতে চেক করেছি বারবার ,আসছো কিনা । কেননা বেশির ভাগ সময় রাতে একটানা অনেকক্ষণ থাকো । শান্তি দিলা ।
তোমার ব্যস্ততা শেষ হোক আরও স্বরুপে ফিরে আসো সেই কামনা করছি স্রষ্টার কাছে ।আরে কি করলাম :| । আমার জন্য সব কিছু রেখে গেলে এখানে ,এতক্ষণ ধরে কমেন্টে পড়ে আছে ! :( ,তুলে নিলাম মাথায় ,বুকে হৃদয়ে স্থান দিলাম সেগুলোকে !:#P :)
ব্লগে তুমি প্রিয় হয়ে উঠলে । প্রিয় বোন আমার । নাও তোমার জন্য :) !:#P


৪১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

মলাসইলমুইনা বলেছেন: সেদিন খেলতে ফলো করিনি | কেউ একজন বিষয় বলেছিলো তাম্মিম হাতে ব্যাথা পেয়েছে | কিন্তু পরে যে তামিম ভাঙা হাতেই ব্যাট করতে নেমেছিললো সেটা শুনিনি | মাঝে মাঝে এ ঘোটনাগুলো মোরাল বুস্টার হয়ে যায় | বাংলাদেশের জন্য এটার দরকার ছিল সেদিন I ওর বাবাও ঢাকা ফার্স্ট ডিভিশন ফুটবলের এরকম একটা খেলায় হাতে ব্যান্ডেজ নিয়ে খেলেছিলো |
কবিতার নৈবদ্য ভালো হয়েছে |

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

রাকু হাসান বলেছেন:

ব্যস্ততা কারণে হয়তো দেখতে পারেননি নাইমুল ইসলাম ভাইয়া । তবে আমি চাইবো পুরো ম্যাচটা দেখার সুযোগ যদি নাই হয় অনন্ত সেই তামিম মুশির অংশটা দেখুন । খুব ভালো লাগবে । তামিম মুশির সাহসিকতা ও দেশপ্রেমের জন্য কবিতাটা লেখা । হ্যাঁ অবশ্যই দরকার ছিলো । কতটুক হয়েছে সময় বলে দিবে । আমাদের কিছু হলেও গ্রহণ করে নিজের মধ্য সেসব ধারণ করা উচিত । তামিমের বাবার যে কথা বললেন শ্রদ্ধাভাজন ইসলাম ভাই !সেটা অামার জানা ছিলো না একদম । আজ জেনে খুব ভালো লাগছে । আসলে বলে না ,বৃক্ষ তোমার নাম কি ফলে তোমার পরিচয় ,সেটাই । মনে রাখবো অামরা । কবিতার নৈবদ্য ভালো বলাতে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি । আপনার ও আপনাদের দোয়া প্রার্থী । ভাল থাকবেন ।

৪২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

জুন বলেছেন: তামিম সেদিন সত্যি প্রশংসনীয় কাজ করেছিল রাকু হাসান । বছর খানেক আগে সে তার বৌ আর পিচ্চি বাচ্চা নিয়ে আমাদের সাথে থাই এর ফ্লাইটে ব্যংকক যাচ্ছিল । বোর্ডিং লাউন্জে বেশ কিছুক্ষন ছিল । তাদের দুজনই আচার আচরনে খুব সাধারন মনে হলো। আপনার অনাবদ্য কবিতাটি কোনভাবে তার নজরে পরলে ভালো হতো :)
+

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাকু হাসান বলেছেন:


হুম হুম ঠিক । প্রশংসায় পঞ্চমুখ হতে মন চাই । বাচ চমৎকার অভিজ্ঞতা আপনার :) । জেনে ভালো লাগলো । তামিম কে আগেও টিভি অনুষ্ঠানে বা রেডিও প্রোগ্রামে শুনেছি । যা মনে হলো অনেক ভালো মনের মানুষ । ক্রিকেটার হিসাবে তো আছেই । একজন নিরেট মানুষও হিসাবেও খুব ভালো মনে হয়েছে । হুম তিনি বলেনই সাধারণের মত তিনিও একজন অতি সাধারণ মানুষ :)
নজরে পড়ার জন্য তাঁদের ইনবক্স এ দিয়েছিলাম । মে বি পড়ে নি । পড়লে কিছু বলতো । এখন আরেকটু নজরে পড়ার চেষ্টা করেছি । আপনার কথায় :)
পড়ার জন্য সাথে অভিজ্ঞতালব্ধ কমেন্ট আর প্লাসের জন্য কৃতজ্ঞতা । অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা । আর আপনার দেওয়া গল্পটি পড়ে জানাবো অনুভূতি । আমি হতাশ হবো না পড়ে বিশ্বাস রাখি যেহেতু আপনি ,আপনার পড়া গল্প । খুউবববববব হাসিখুশি ভালো থাকুন সেই কামনা করি জুন আপু :)

৪৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: মানুষ প্রেমে পড়ে প্রেমিকার জন্য কবিতা লেখে আর তুমি লিখেছো ক্রিকেটের জন্য!!!!!!!

তুমি মহান প্রেমী!!!! কোনোই সন্দেহ নাই! :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

রাকু হাসান বলেছেন: শায়মাপু যে :#) প্রথম আসলা মনে হচ্ছে :) সো এই রজনীতে রজনী গন্ধার শুভেচ্ছা নাও :P

ঠিক কইলা ক্রিকেটারের প্রেমেই পড়েই লিখছি :) হাহহা আইচ্ছা প্রেমিক ই হমু । আসি কবি হতে না ,প্রেমিক হতে এসেছি ,এটা কপিজ্ঞাময় বক্তব্য ;)
তোমার চোখে কবিতা পড়েছে ,মন্তব্য করছো । ভালোলাগা নাও । ভালো থেকো ।

৪৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

শায়মা বলেছেন: আমি রাজনীতি বিষয়ক বা খেলা বিষয়ক পোস্টে কমেন্টো করিবার ভাষা খুঁজিয়া পাইনা। তবে কবিতা বলিয়া কিছু মিছু পাইলাম! :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

রাকু হাসান বলেছেন: কিছু মিছু হাহাহহা যাক পাইলা তো :) । আমার আরেকটি কবিতা আছে ব্লগে । কথা ছিল দেখ কত বড় প্রেমিক আমি #:-S
ব্লগে আসা মূলত সাহিত্য নিয়ে পড়া জানার জন্য । সেটািই করবো । নতুন নতুন সবটাই করে দেখলাম :)

৪৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

জুন বলেছেন: আমার প্রিয় একটি গল্প পড়ে সুন্দর একটি মন্তব্য রেখে আসার জন্য অশেষ ধন্যবাদ রাকু হাসান । সুযোগ পেলে রাশিয়ান লেখক মিখাইল সলোকভের কোয়াইট ফ্লোস দ্য ডন যার বাংলা অনুবাদ ধীরে বহে ডন গল্পটি পড়ে দেখতে পারেন রাকু হাসান ।
শুভকামনা রইলো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

রাকু হাসান বলেছেন:

অবশ্যই পড়বো । জুনপু :)
সুযোগ অবশ্যই পাব । বই পড়ার ব্যাপারে সুযোগ ভূতে এন দেয় B-) । আমি যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে পড়া শুরু দিব এবং শেষ করে জানাবো । আবার কৃতজ্ঞতা আপু :) । ভালো থাকবেন সব সময় । শুভেচ্ছা/ধন্যবাদ আবারও নতুন বইয়ের সন্ধান দেওয়ায় ।

৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তামিম আমাদের দেশের গর্ব। মাঠেঘাটে,রাস্তায় এবং খেলার মাঠে খেলা সেই ছেলেদেরও গর্ব তিনি। তারা বড় হয়ে কোনো এক মাশরাফি হতে চায়,কোনো এক তামিম হতে চায়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

রাকু হাসান বলেছেন:

বাহ চমৎকার মনোভাব আপনার । ঠিক বলেছেন । এমন ই হতে চাই । তাঁরা আসলে জাতির আইডল । ফলো করে মানুষজন । কবিতার ব্যাপারে তো কিছু বললে না । আপনি আমাকে স্যার না বলে ভাইয়া বললে খুশি হবো :) । এটা বললে অনেক বড় কেউ মনে হয় । আমি তেমন কেউ নয়তো । আপনার মত আমার বোন আছে । :)

আমি সময় করে ব্লগে যাব ভাবছিলাম । আজ সবগুলো লেখা পড়ে মতামত জানাবো আস্তে আস্তে ।

৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আহহহ জি অবশ্যই অবশ্যই ভাইয়া। অপেক্ষায় রইলাম আপনার। ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

রাকু হাসান বলেছেন:

গুড :) । একটি মন্তব্য রেখে এসেছি কবিতা পড়ে । সবগুলো আজ না হলেও দিরে দিরে পড়বো । আমাকে পাশে পাবেনই :) । কেউ না বললেও নতুনদের ব্লগে বারবার যাই । আর আপনার আন্তরিকতার জন্য তো বারবার যাবই :)
অনেক বেশি শুভকামনা ও দোয়া রাখছি । মন্তব্যে শুভেচ্ছা । :-B আর একটি কথা ,ব্লগের ব্যাপারে যে কিছু জানার থাকলে বলবেন ,আমি চেষ্টা করবো বলতে আমার জানার ভিতর থাকলে । নতুনরা ব্লগে আসলে খুব ভাল লাগে । তো হোক ব্লগিং :)

৪৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

নজসু বলেছেন: ‌এদের হাত ধরে এগিয়ে চলুক বাংলাদেশ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০

রাকু হাসান বলেছেন:
হ্যাঁ সেটাই চলুক বাংলাদেশ । এগিয়ে যাক বহুদূর । মন্তব্যে শুভেচ্ছা । স্বাগতম আমার ব্লগে ।

শুভেচ্ছা নিন । ধন্যবাদ ।

৪৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

আরোহী আশা বলেছেন: অসাধারণ লেখা, অসম্ভব সুন্দর বাচন ভঙ্গি।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

রাকু হাসান বলেছেন:


আমার ব্লগে স্বাগতম । প্রসংশায় কৃতজ্ঞতা । আশাকরি ব্লগিংয়ের সময়টাই আপনাদের সহায়তা অব্যহত থাকবে । অনেক ধন্যবাদ ।

৫০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.