নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

পরিবহন ধর্মঘটের নামে শরীরে হাত দেওয়া অধিকার কে দিলো ? জিম্মি সরকারের কিছুই করার নেই ! /:)(এক শিশুর মৃত্যু)

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬


এটা কোন ধরনের ধর্মঘট ? কোন বাংলাদেশে আছি ? বাংলাদেশে তো বিরোধী দল ,কোটা আন্দোলন ,কিশোর আন্দোলন সহ কত আন্দোলন দেখলাম । এমন আন্দোলন বা ধর্মঘট কখনও দেখিনি । ন্যূনতম নৈতিকতাবোধ আছে X(( ? কখন অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয় বলতে পারেন! কোন দিন কোনো ধর্মঘটে শুনেছেন ? এটা তো পুরো ইতিহাস হয়ে গেল । আপনি গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারেন ,ভাঙচুর করতে পারেন বড়জোর (সমর্থন করি না ভাঙচুর ) । মুখে পোড়া মবিল লেপ্টে দেওয়া ,মহিলা বাসে আক্রমন,বারবার অনুরোধ করার পরও আ্যামবুলেন্স যেতে না দেওয়া ,শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ায় বাধা দেওয়া এগুলো কিসের লক্ষণ ?

নারায়ণগঞ্জের মহিলা বাসে ভিতর প্রবেশ করে ড্রাইভার হেনস্ত পর্যন্ত করলো । সারা দেশে এমন আরও উদাহারণ দেওয়া যাবে । ছাত্রীদের গায়ে মবিল ঢেলেও দিতে জানে । গাড়ির গ্লাসের ভিতরে হাত ঢুকিয়ে পর্যন্ত হেনস্ত করার সাহস কে দিয়েছে ? X((
সরকার কিসের জন্য ,আপনারা মোকাবেলা করতে পারবেন সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করতেন ! হেলমেট,হাতুরি বাহিনীরা কোথায় ?
আপনারা জিম্মি কেন এত? এসব তো খুব ভালো লক্ষণ না । কেন তাদের মন্ত্রি সভায় দুধ-ভাত খাওয়াচ্ছেন? বলির পাঠা আর কত হব আমরা ? যারা শ্রমিকদের নেতৃত্ব দেয় তারাই জানে না এই পরিবহন ধর্মঘটের ব্যাপারে জানে ! সড়কে চাঁদাবাজী কথা প্রকাশ্যে টিভি মাধ্যমে স্বীকারও করছে । এই সবের বৈধতা কে দিয়েছে ?

এখনও সময় আছে বের হয়ে আসেন এই চক্র থেকে ,তা না হলে কঠিন বিপদে পড়ে যাবেন ।
পরিবহন ধর্মঘটের নামে জনসাধরণকে হয়রানি করার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি ।



তিনিও বাদ জাননি ।

কিছুই করার নেই ।




সর্বশেষ খবর । সিলেটের এক নবজাতক প্রাণ হারিয়েছে পরিবহন ধর্মঘটের কারণে । যাও ,অপারে ভালো থেকো তুমি । :((
শিশু ছবিটি পোস্টে শেয়ার করা হয়েছিলো । যথার্থ কারণ,নীলপরি আপুর অনুরোধে সরিয়ে নিলাম ।
পরিবহন ধর্মঘটে অ্যাম্বুলেন্স আটকা পড়ে শিশুর মৃত্যু ।ইত্তেফাক ।

মন্তব্য ৯৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: নিন্দা জানানোর ভাষা নেই। একটা সভ্য দেশে এসব অকল্পনীয় ।

পোস্টটি পাঠ করে তো শিউরে উঠলাম । জানিনা এ নিষ্কৃতি কোথায়।

শুভকামনা স্নেহের ছোট ভাইকে।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

রাকু হাসান বলেছেন:


আমরা দিন দিন যেন অসভ্য হচ্ছি । এর নিষ্কৃতি দরকার । এভাবে চলতে পারে না । শিউরে উঠার মতই ভাইয়া ।
শুভেচ্ছা ও ভালো থাকো সব সময় ভাইয়া ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১

কিশোর মাইনু বলেছেন: অবস্থার আর কত অবনতি হলে টনক নড়বে সরকারের?!?!?
বোধোদয় হবে আমাদের?!?!?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

রাকু হাসান বলেছেন:


কিশোর ভাইয়া ,কোনো ইতিবাচক কিছু দেখছি । অবস্থা অবনতির দিকে দিন দিন যাচ্ছে । খুব খারাপ লাগে এসব ভাবলে । অনেক ক্ষোভ । পড়া ও মন্তব্যে কৃতজ্ঞতা ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

সাইন বোর্ড বলেছেন: ঠিক এই রকম কিছু ছবি দিয়েই একটা পোস্ট দেবো ভেবেছিলাম । সত্যিই নিন্দা জানানোর ভাষা নেই ।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪

রাকু হাসান বলেছেন:


আমি অন্য কোনো লেখা রেডি করছিলাম ।এখন কোনো পোস্ট দেওয়ার ইচ্ছা ছিল না । কিন্তু দেখছি কেউ কথা বলছে এ নিয়ে তাই লিখলাম । এদের নিন্দা জানিয়ে কি লাভ আছে !!
অনেক ধন্যবাদ মন্তব্যে সাইনবোর্ড ভাই।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: কালি মেখে প্রচন্ড খারাপ কাজ করেছে তারা। এদের গ্রেফতার করা হোক।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫

রাকু হাসান বলেছেন:


রাজীব ভাইয়া আামার প্রশ্ন সেটা । নোংরা কাজ করছে । বিচারে আওতায় আনা হোক । সে আশাও খুব জোর গলায় করতে পারছি না ।
ভালো থাকুন ভাইয়া । মন্তব্যে শুভেচ্ছা আমার ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

আরোগ্য বলেছেন: কি মন্তব্য করবো ভাই? দেশ ও সাধারণ মানুষের অবস্থা দিনকে দিন নাজেহাল হচ্ছে। প্রতিবাদ করলেই মিথ্যা অপবাদ দিয়ে জেলে পুরে। হতাশাজনক পরিস্থিতি !

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯

রাকু হাসান বলেছেন:

সেটাই ,খুব কঠিন কিছু হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে । বেশ ক’দিন পর কথা েহচ্ছে ,ভালো আছেন তো !!

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এদেশটাকে যে যেভাবে পারছে ঐভাবে ব্যবহার করছে, চাইলে আপনিও করতে পারেন, প্রয়োজন শক্তি!

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

রাকু হাসান বলেছেন:


বাস্তব সম্মত কথা বলেছেন । আমরা যেন নিজের শরীরটা নিজেই ছিঁড়ে খাচ্ছি । কবে শোধরাবো । সুন্দর একটি বাংলাদেশ পাব !
তাজুল ভাই খুব ভালো থাকুন সেই দোয়া ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

হাবিব বলেছেন: কি যে বলেন ভাই! সবাই তো লাল নীল রং মাখে তারা না হয় একটু কালো রং দিছে তাই কি হইছে?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১

রাকু হাসান বলেছেন:


খুব দুঃখজনক হাবিব ভাই । প্রতিবাদের ভাষা অন্যভাবেও প্রকাশ করা যায় । ধন্যবাদ নিবেন আমার । ভালো থাকুন ।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

ঢাবিয়ান বলেছেন: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার যৌথ আয়োজনে সারাদেশে চলছে পরিবহন শ্রমিক ধর্মঘট।কার কাছে আপনি ন্যায় বিচারের দাবী জানাচ্ছেন?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

রাকু হাসান বলেছেন:


এই শাহজাহান আজ বললো তিনি নাকি জানেই না ধর্মঘটের ব্যাপারে । কারে কি বললো । আমাদের কথা শুনার মত কেউ নেই!!
দুঃখজনক । এভাবে চলতে পারে না ঢাবিয়ান ভাই ।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

বনসাই বলেছেন: ঢাকা সিটি কর্পোরেশন এখন আর পথের নেড়ি কুত্তাকে মেরে ফেলতে পারে নাঃ; গত মাসে এক বন্ধুকে কামড় দিয়েছে। আজো খবর পেলাম রাস্তায় রাস্তায় কুত্তাগুলো ঘেউ ঘেউ করছে।
নির্মলেন্দু গুণের কবিতা 'নেড়িকুত্তার দেশে' আবার পড়তে ইচ্ছা করছে; অথচ হাতের কাছে নেই।
কুত্তার লিডারকে না কি আজ মৌনতায় ধরেছে। কার পশ্চাতদেশ কখন আবার রাঙ্গাবে কে জানে?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

রাকু হাসান বলেছেন:

কাকে কি বলবেন । কাদের বলবেন ! এই মৌনতা ভঙ্গ হবার নয় ভাই । সময় হলে ঠিক রাঙাবে । ভালো থাকুন অনেক ।ধন্যবাদ ।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ, রাকু ভাই আমি ভাল আছি। আপনি পোস্ট না দিলেও ব্লগে থাকবেন। আপনার উপস্থিতিতে আশ্বাস পাই।
দোয়া করি সদা আরোগ্য থাকুন।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

রাকু হাসান বলেছেন:


খুব আন্তরিক মন্তব্য আরোগ্য ভাই । আমার ভালো লাগলো । ব্লগে মায়ায় আবদ্ধ হয়েছি তা ছিন্ন করার নেই । উপস্থিতি কম আর বেশি । একটু ব্যস্ততা ,শেষ হয়ে যাবে । তারপর আবার পুরো দমে । :)
আপনার দোয়া আল্লাহ্ কবুল করুক । আপনিও খুব সুস্থ থাকুন সব সময় । এভাবেই আন্তরিকতায় দিনগুলি যাক সেই কামনা । শুভকামনা ও শুভেচ্ছা ভাই ।

১১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


সরকারের মন্ত্রী নিজেই নৈরাজ্যের মুলে আছে

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২

রাকু হাসান বলেছেন:

এদের বের করছে না কেন ? সরকারের কি বিকল্প পথ নেই । পরিবহন খ্যাতকে ওদের প্রভাবের বলয় থেকে বের করে আনা যায় না !

১২| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২২

ঢাবিয়ান বলেছেন: ধর্মঘট শুরুর প্রায় ছয় ঘণ্টা পর দুপুর ১২টার দিকে সচিবালয়ের নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় নৌমন্ত্রীকে ঘিরে ধরেন সাংবাদিকরা। ধর্মঘটের ব্যাপারে জানতে চাইলে পরিবহন শ্রমিকদের এই নেতা বলেন, ‘এ আন্দোলন সম্পর্কে আমি কিছুই জানি না। যে বিষয়ে কিছু জানা নেই, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

‘আপনি শ্রমিকদের কেন্দ্রীয় নেতা। আপনি চাইলে পরিবহন শ্রমিকরা আন্দোলন ছেড়ে কাজে যোগ দেবে। শ্রমিকদের আপনি এ ধরনের কোনো নির্দেশ দেবেন কি না—এ প্রশ্নের জবাবে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমি এ বিষয়ে এখন কোনো মন্তব্য করব না।’

এর পর সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে শাজাহান খান সব প্রশ্নই এড়িয়ে যান।

মন্ত্রীর এই বক্তব্য এবং রাস্তায় পুলিশের নিস্ক্রিয়তার পর কি আর বুঝতে বাকি থাকে এই সন্ত্রাসের মাস্টারমাইন্ড কে?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

রাকু হাসান বলেছেন:

কারও বুঝার বাকী নেই । এ তো ধরি মাছ না ছুঁই পানি অবস্থা । সরকার ভয়ে উচু বাক্যে কিছু বলেও না । সেই ভিডিও টি আমি দেখেছি । দেখে মেজাজ ঠিক রাখতে পারি নাই । তারপর কিছু লিখে শান্তি পেলাম । কেমন কথা তার মত নেতা পরিবহন ধর্মঘট নিয়ে জানে না ,মন্তব্য করবে না । X((

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পরিবহন ব্যবসায়ী, মালিক, শ্রমি, ড্রাইভার এগুলো ছোট লোক, ইতর বদমাস।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

রাকু হাসান বলেছেন:


এদের কর্মকাণ্ড তাই বলছে। দুঃখজনক । ভালো থাকুন হোসাইন ভাই ।

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: কেন এমন হবে? প্রশাসন কই? তারা প্রতিরোধ কেন করছে না?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

রাকু হাসান বলেছেন:


সে প্রশ্ন আমারও সুমন ভাইয়া । সে সাহস কি আছে ! ভাবা যায় কখন সব কিছু থাকতে কোনো সরকার জিম্মি হতে পারে । নতজানু হতে পারে । খুব ভাবায় আমাকে ।সব থাকতে কেন এমন হবে । অর্থ ভিত্ত,লোকবল , শক্তি সব আছে আপনাদের অথচ ।
মন্তব্যে ‍শুভেচ্ছা ভাইয়া । সুখে থাকুন ।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

নতুন নকিব বলেছেন:



সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো _

গানের এই কলিটা মাঝে মাঝে মনে পরে।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০

রাকু হাসান বলেছেন:
সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো _
---নকিব ভাই ,শাহজাহান মিয়ার ক্ষেত্রে ঠিক এই বাক্যটাই যথেষ্ট বুঝাতে । এসব থেকে রেহায় চাই ।
ধন্যবাদ ভাই । আল্লাহ্ আপনাকে মঙ্গল করুক ।

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাইরে, কেমনে ভাল থাকি!

দেখ না! মানুষ মরে তবু মানুষের মনে কষ্ট জাগে না!

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৩

রাকু হাসান বলেছেন:

সেটাই ভাই । বর্তমানে ভালো থাকা কঠিন । তবু যতটুক পারি আমরা নিরাপদ সুস্থ থাকার চেষ্টা করতে হবে । শুভ সকাল ;)

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিন্দার ভাষা জানা নেই।
সভ্য দেশে এসব অকল্পনীয় ।
.................................................................................
আমরা কবে হেদায়েত হবো ?

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৪

রাকু হাসান বলেছেন:

হ্যাঁ,যথার্থ বলেছেন সভ্য দেশে অকল্পনীয় । ভাবাই যায় না । এসব কাজ । আমাদের সবচেয়ে বড় সমস্যা নোংরা মানসিকতা । শুভসকাল শঙ্খচিলল

১৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সকল দেশের রানী
তাই ...................................।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৭

রাকু হাসান বলেছেন:


সুজন ভাইয়া আশাকরি ভালো আছেন । লাইনগুলো কবি লিখেছিলেন স্বপ্ন নিয়ে ,বুকভরা দেশপ্রেম নিয়ে কিন্তু মনে হয় এই রকম কবিতার লাইন কবিতায় বেশি শুভা পাই । দুঃখজনক ।

সুন্দর একটি দিনের কামনা করছি ভাইয়া ।

১৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আমার সুযোগ থাকলে খান সেনার প্রধা সেনাপতির দুই গালে কইষা দুইটা চড় মারতাম। ব্যাটা মাদার ফা-----

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১

রাকু হাসান বলেছেন:

এখন ওদের অভিনয় সহ্য না । সব দেখে প্রচণ্ড ক্ষোভ জমা হয়েছে ।

যাক আজকের দিন ভালো কাটুক । শুভকামনা ও ধন্যবাদ ভাই ।

২০| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১

ফোয়ারা বলেছেন:

দেশের শাসক শোষকে লিপ্ত। আমরা আমজনতারা সেখানে নিশ্চল বোবা দর্শক।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

রাকু হাসান বলেছেন:



একদম সত্য কথা বলেছেন ফোয়ারা যত সমস্যায় ভোগ করি আমরা যারা আম জনতা আছি । অথচ আম জনতাদের জন্যই তারা । আর কত ? আামার ব্লগে স্বাগতম ফোয়ারা । ধন্যবাদ রইলো ।

২১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি
সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি
পতাকার রং বদলেছে আজো নীতি কেন বদলেনি
ক্ষমতার হাত বদলেছে তুব ভাগ্য টা বদলেনি
বন্ধু বল........ দিন বদলের দিন কি বন্ধু এখনও আসেনি ?

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২

রাকু হাসান বলেছেন:



চমৎকার বলেছেন । একদম সত্য কথা । সব বদলিয়েছে কিন্তু ভাগ্য বদলাইনি । দিন বদলের গান গাইলেও আমাদের দিন বদলাইনি । প্রকৃতপক্ষে দিন বদলের দিন এখনও শুরু হয়নি । খুব সম্ভবত আমার ব্লগে প্রথম আসলেন । সু স্বাগতম । শুভকামনা । অনেক ধন্যবাদ ।

২২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

রক বেনন বলেছেন: Shoot to Kill!!

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩

রাকু হাসান বলেছেন:


এত উত্তেজিত হলে কিভাবে ! আমাদের ভালো নেতৃত্ব দরকার । সেটার জন্যই মূলত যত ভোগান্তি । অনেক ধন্যবাদ ।

২৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন অরজকতা ছিঃ, শত ধিক।

পশুকেও হার মানালাম আমরা-এক জন নবজাতককে বাঁচতে দিলাম না।

সমবেদনা সেই শোকার্ত পরিবারের প্রতি।

ছাত্রীর ছবির উপর অংশের লেখাটা ২ আর এসেছে।

ধন্যবাদ এমন একটি অসাধারণ পোস্টের জন্য।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৫

রাকু হাসান বলেছেন:


সমবেদনা জানানোর জন্য অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া । কৃতজ্ঞতা বলার জন্য ,ঠিক করে নিয়েছি । সুন্দর মন্তব্য রাখার জন্য আন্তরিক শুভকামনা জানাই । শুভেচ্ছা নিরন্তর ।

২৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

নীলপরি বলেছেন: ভয়াভয় । শেষ ছবিটা না প্রায় দেখেই তাড়াতাড়ি নামালাম । ওটা না দিতেও পারতেন ।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

রাকু হাসান বলেছেন:


মৃত ছবি না দেওয়াটা সবচেয় বেটার ছিল । ঠিক বলেছেন । ইত্তেফাকের মত পত্রিকা ছাপিয়েছে ,তাই আমি ব্লগে প্রকাশ করতে দ্বিধা করলাম না । আচ্ছা সরিয়ে দিচ্ছি । অনেক ধন্যবাদ আপু বলার জন্য । :)

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: সরকার ঘুমাচ্ছে কেন বুঝলাম না X((

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫

রাকু হাসান বলেছেন:


ঘুম ভাঙবে কবে ।!! :( । সোহেল ভাইয়া ,কোনো সরকার কি আমাদের স্বপ্নের বাংলাদেশের সু বাতাস দিতে পারছে !!আমাদের কি দল,লীগের বাইরে চিন্তা ভাবনা করার সময় হয়নি এখনও ? আর কত !

নিরাপদে স্ব-সম্মানের থাকুন সব সময় সেই দোয়া রাখছি ।

২৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫

কে ত ন বলেছেন: জামায়াত শিবিরের নেতাকর্মীরা কাউকে হয়রানি না করে রাস্তায় নেমে কেবল নেতাদের মুক্তির স্লোগান দিলে পুলিশের চেতনা জেগে ওঠে - একেকজন মুক্তিযোদ্ধা বনে যায়। কিন্তু পরিবহণ ধর্মঘটের নামে শ্রমিকেরা রাস্তায় নেমে অরাজক পরিবেশের সৃষ্টি করলেও তাদের বাধা দেয়া যায়না, পাছে রাজাকারের অপবাদ জুটে যায়!

দেশ এখন ভয়াবহ চেতনার সঙ্কটে ভূগছে।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩

রাকু হাসান বলেছেন:


কেতন ভাই ! সুন্দর মন্তব্য রেখেছেন । তবে মন্তব্যের প্রথম অংশে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি । জামাত -শিবিরের নেতাদর বিপক্ষে বহু অভিযোগ আছে শান্তি বিনষ্ট করার । কিছু একদম পরিষ্কার । যথার্থ বলেছেন পরিবহন শ্রমিকরা রাস্তায় নামলেও ,অরাজকতা সৃষ্টি করলেও যেন দেখার কেউ নেই । এটা দুঃখজনক । এটা তো সরকারী দলের ,সরকারী বলের বিপক্ষে আন্দোলন দেখছি । এখন তো কিছু বললেই রাজাকার তকমা পেয়ে যায় মানুষ । ব্লগেই দেখবেন সহজে আপনা কে আমাকে ঠিক সেই তকমা দিয়ে দিতে পারে ।

শেষ কথাটি চমৎকার ,শতভাগ একমত আমি । ভয়াবহ চেতনার সঙ্কট যে আমাদের কোথায় নিয়ে যায় ভাবাই যাচ্ছে না । খুব খারাপ থেকে খারাপে পরিস্থিতির দিকে যাচ্ছে দিন কে ;দিন ।

অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ।

২৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

নীল আকাশ বলেছেন: কই এরা? কয়েক দিন আগে যে ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে আসলে পুলিশ আর যে পিটুনি বাহিনী দেখেছিলাম এরা কই? চাদগাজীরা কিছু বলে না দেখি? কুলুপ এটেছে নাকি মুখে? হাম্বালীগের কাছ থেকে এর চেয়ে ভালো আর কি আশা করেন? বাক স্বাধীনতা নেই, নিজের ভোট দিতে পারেন না, রাস্তায় বের হলে ঠিক ঘরে ফিরতে পারবেন কিনা তার গ্যারান্টি নাই? এদের কাছে পোড়া মবিলের বিচার চাইছেন? মাথা ঠিক আছে নাকি রাকু ভাই? কয়েক দিন পরে লাল, নীল বক্ষী বাহিনী কত কিছু নামবে তখন কি করবেন?

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১

রাকু হাসান বলেছেন: নীল ভাই মন্তব্যে স্বাগতম জানাচ্ছি প্রথমে ।
আমার কথাগুলো যেন আপনি বললেন । ঠিক রে ভাই যেখানে হাতুরি হামলা,প্রকাশ্য গুলি এসবের বিচার হচ্ছে না ,আর সেখানে আমি সে তুলনায় অতি তুচ্ছ হয়রানি বা মবিল হামলার জন্য নিন্দা জানাচ্ছি :( । এটা হাস্যকর ব্যাপারও বটে । :(
খেয়াল করে দেখবেন সরকার কিন্তু খুব কৌশলী ,দীর্ঘমেয়াদী ঠিকে থাকার লড়াইয়ে কিন্তু সে ভাবেই এগিয়ে যাচ্ছে । তথ্য প্রযুক্তির আইন স্বাধীনতা হারাবে সাংবাদিক সহ সাধারণ মানুষ । ডিজিটাল আইনও তথ্য প্রযুক্তির আইনের মতই । আইন মানুষের অধিকার সংরক্ষণ করে ,এখন দেখছি হরণ করছে । লাল ,নীল বাহিনী দেখা খুব অস্বাভাবিক কিছু হবে না রে ভাই । তবে দিনশেষে একটা চাওয়া সুন্দর সভ্য জীবনের নিরাপত্তা । সেটাই করুক ।

অনেক ধন্যবাদ ভাই । ভালো থাকুন । শুভেচ্ছা আমার ।

২৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়াবহ দু:খজনক ঘটনা ঘটছে . . .

মগের মুল্লুকে যেন বাস করছি! X((

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

রাকু হাসান বলেছেন:


হুম ভাইয়া ,ছেলেটির প্রাণহানি আমাকে খুব নাড়া দিলো । বন্ধ হোক এইসব । প্রক্রিয়া জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া । শুভকামনা রইলো ।

২৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: এদেশে সাধারণ জনতার কোন অধিকার নেই :(

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

রাকু হাসান বলেছেন:



এদেশে সাধারণ জনতার কোন অধিকার নেই :(
--- হ্যাঁ,অথচ এই সরকার ,এত আয়োজন সব কিছু সাধারণ জনতার জন্য । :(
মনিরা আপু দুঃখের সময় একটা কথা বলে রাখি,সময় সুযোগ করে তোমার পছন্দের ৫/১০ বইয়ের নাম বলিও :) । মিসিংগুলো পড়বো । :P
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপুর জন্য । নতুন পোস্ট পাব নিশ্চয় তাড়াতাড়ি ।

৩০| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

ওমেরা বলেছেন: তাই তো দেশে ফোন করলে সবাই বলে, বাংলাদেশ বসবাসের জন্য নিরাপদ নয়।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

রাকু হাসান বলেছেন:

এটা খুব দুঃখজনক ওমেরা আপু । |-) । আমাদের পথে ঘাটে ,প্রায় সব ক্ষেত্রে শঙ্কা আছে নানান সমস্যার । তবু বাংলাকে ভালোবাসি । থাকি বাংলাদেশে ,অনিরাপদের তকমা নিশ্চয় একদিন থাকবে না । আছি নিরাপদে ,তবে যে কোনো মুহূর্তে অনিরাপদ হতে সময় লাগবে না ।
ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন আপু । সুন্দর থাকুন ।

৩১| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮

শাহাদাত নিরব বলেছেন: বাংলাদেশে ধর্মঘট ২ প্রকার
১) সরকার দলীয় ধর্মঘট (সেখানে প্রশাসন থেকে শুরু করে পরিবহন মালিক সমিতি সহ সকল এমপি/মন্ত্রী দের সহযোগিতা থাকবে)
২) বিরোধী দলের ধর্মঘট (সম্পুর্ন তার উল্টো )
কিন্তু এই ধর্মঘট মনেহচ্ছে ছাত্র আন্দোলনের বিপক্ষে কাউকে দিয়ে করানো হয়েছে ।
ছাত্র/ছাত্রী রা যে সব শৃঙ্খলা রেখে আন্দোলন করেছে এই ধর্মঘট সম্পুর্ন তার উল্টো করেছে ।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

রাকু হাসান বলেছেন:


নিরব ভাই । আপনার সাথে ১০০% একমত পোষণ করছি আমি । ভিতরে ভিতরে অনেক কিছু থাকতে পারে ,আপনার সন্দেহ যুক্তিযুক্ত । কিশোর আন্দোলন থেকে এঁদেরসহ সবার শেখা উচিত ছিল । শিখবে কবে !! খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩২| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

পুলক ঢালী বলেছেন: নিরীহ ছাত্রদের আন্দোলন বানচাল করার ক্ষমতা সরকার রাখে। ওটা ছিলো সামাজিক আন্দোলন ওখানে সরকার সহায়তা করে পরিবহন দুর্বৃত্তদের ট্যাকল করতে পারতো কিন্তু সেটা না করে উল্টো ছাত্রদের পিটিয়ে দমন করে পরিবহন দুর্বৃত্তদের আসকারা দিয়েছে। এখন দুর্বৃত্তরা তান্ডব চালাচ্ছে তাতে জনগন জিম্মি সরকারের কি আসে যায়? কোন এক পত্রিকায় বিশিষ্ট নাট্যকার আবুল হায়াৎ তার নিয়মিত কলামে লিখেছিলেন এই পরিবহন শ্রমিকদের দৌরাত্ব দখলে গুলি করতে ইচ্ছে করে উনি ঠিকই বলেছিলেন। আমি আমার গাড়ী ড্রাইভ করলেও রাস্তায় নামতে পারবোনা, সরকার বধির হয়ে, অন্ধ হয়ে তান্ডব চালাতে দেবে তাদের পৃষ্ঠপোষকতা দেবে, তাহলে আমরা এত এত ট্যাক্স দিয়ে কি লাভ। ভাল লিখেছেন রাকু হাসান ভাই। আসলে পরিবহন শ্রমিকরা ঘাটে ঘাটে শতশত কোটি চাঁদা দিয়ে এই নৈরাজ্য করার অধিকার কিনে নিয়েছে, রাস্তাঘাট কিনে নিয়েছে, সেখানে আমরা সাধারন মানুষরা কে যে, তাদের নির্দেশ অমান্য করার সাহস দেখাবো ? তাইতো নির্বঘ্নেই পোড়া মবিলের শিল্প চর্চা চলছে সাধারন মানুষের উপর দিয়ে।
ভাল থাকুন।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩

রাকু হাসান বলেছেন:



আরেহ ! আড্ডাবাসী যে ! :)
ওটা ছিলো সামাজিক আন্দোলন ওখানে সরকার সহায়তা করে পরিবহন দুর্বৃত্তদের ট্যাকল করতে পারতো কিন্তু সেটা না করে উল্টো ছাত্রদের পিটিয়ে দমন করে পরিবহন দুর্বৃত্তদের আসকারা দিয়েছে।--একমত ভাইয়া । সরকার কৌশলী হলে এটা করা ব্যাপার না । পরিবহন শ্রমিককে প্রশ্রয় দেওয়াটা ঠিক হচ্ছে না ।
এখন দুর্বৃত্তরা তান্ডব চালাচ্ছে তাতে জনগন জিম্মি সরকারের কি আসে যায়? :( ---কি বলবো আর এখানে!
আসলে পরিবহন শ্রমিকরা ঘাটে ঘাটে শতশত কোটি চাঁদা দিয়ে এই নৈরাজ্য করার অধিকার কিনে নিয়েছে, রাস্তাঘাট কিনে নিয়েছে, সেখানে আমরা সাধারন মানুষরা কে যে, তাদের নির্দেশ অমান্য করার সাহস দেখাবো ?----এভাবে আর কত বলেন !!! দিনদিন উন্নতি হয় ,মানুষ সভ্য হয় ,আর আমরা এক অনিশ্চয় গন্তব্যের দিকে ধাবিত হচ্ছি ।

প্রশংসায় কৃতজ্ঞতা পুলক ভাইয়া । আড্ডা দেখলাম ভালো জমেছে ।
অনেক বেশি ভালো থাকুন আমার আড্ডাবাসী’র গর্বিত সদস্য। !:#P

৩৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

মুক্তা নীল বলেছেন: এরা পশুর চেয়েও অধম,পরিবহন মালিক,শ্রমিক,ড্রাইভার এরা কি করলো ধর্মঘটের নামে? হায়রে দেশ!! যেখানে একটা নবজাতকের এই ভাবে মরতে হলো। ধিক্কার দেই নরপশুদের

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

রাকু হাসান বলেছেন:


:(( :( হ্যাঁ,সে কথা আমারও । ধিক্কার ! নিন্দা জানাই । মুক্তা নীল আপু মনে হচ্ছে প্রথম আামার ব্লগের মাটি স্পর্শ করলেন :) । ব্লগযাত্রা অবাধ হোক। সু-স্বাগতম আপনাকে । অনেক ভালো থাকুন । ধন্যবাদ ।

৩৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ওমেরা বলেছেন: তাই তো দেশে ফোন করলে সবাই বলে, বাংলাদেশ বসবাসের জন্য নিরাপদ নয়।
< কারণ আত্মীয় স্বজন সবাই চায় আপনি তাদের দেশের বাইরে নিয়ে যান ।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

রাকু হাসান বলেছেন:


:) আমার ব্লগে স্বাগতম ঠাকুরমাহমুদ ভাইয়া ।

৩৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১

নীল আকাশ বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: ওমেরা বলেছেন: তাই তো দেশে ফোন করলে সবাই বলে, বাংলাদেশ বসবাসের জন্য নিরাপদ নয়।
< কারণ আত্মীয় স্বজন সবাই চায় আপনি তাদের দেশের বাইরে নিয়ে যান ।
- বড় ভাই, আমি কেবল ওমেরা আপুর কথার এই রিপ্লাই দিবে দেখে নীচে নেমে দেখি আপনি অলরেডী বলে দিয়েছেন। ব্যাপাক মজা পেলাম!!!!!!!!!!!!!!!! ;)

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

রাকু হাসান বলেছেন: B:-)

৩৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব জঘন্যতম একটি কাজ! দেখে খারাপ লাগছে অনেক। কই শিক্ষার্থীরা আন্দোলনের সময় তো তারা এমন করে নি। :( এই ধর্মঘটের কারণে ক্লাস করতে খুব কষ্ট হয় এবং ভয়ও হয়।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

রাকু হাসান বলেছেন:


আহ বোন ! :( এভাবে অনেকেই কষ্ট পাচ্ছে । ভয়টা তো কাজ করেই । মেয়ে হলে সেটা আরও বেশি । অনেক দুঃখের বিষয় ।

শিক্ষার্থীদের কাছ থেকে শিখতে পারতো ওরা । ভালো থাক ,নিরাপদে থাক ।

৩৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

আখেনাটেন বলেছেন: অামাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে সভ্য হতে............

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

রাকু হাসান বলেছেন:


এইসব শুধু এটাই বারবার বলছে ,সভ্য হতে অনেক পথ পাড়ি দিতে হবে । :(
দেওয়া হোক সেই সব পথ পাড়ি ,তবু সভ্য হয়ে বাঁচতে চাই ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।

৩৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

পদ্মপুকুর বলেছেন: এইটা সম্ভবত নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিশোধ। সংবাদে দেখলাম বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা চলছে... একজন অসভ্য জানোয়ারের আশকারায় বেড়ে উঠেছে পিচাশগুলো।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

রাকু হাসান বলেছেন:


অদৃশ্য প্রতিশোধের মতো এটা --একমত ভাই! পরিক্ষা পেছাতেও দেখছি,এভাবে চলতে থাকলে আরও পরিক্ষা বাতিল হবে । মেহেরপুরে কোটি টাকার সবজি নষ্ট । এই দ্বায়ভার কে নিবে । কৃষকের মাথায় হাত । খারাপ লাগে যখন সব জেনেও এইসব না দেখার ভান করে সরকার ।
মন্তব্যে শুভেচ্ছা ও ধন্যবাদ ভাই ।

৩৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

করুণাধারা বলেছেন: যা হচ্ছে তা কোন সভ্য দেশে হতে পারে না। এমন কি উগান্ডার মত আফ্রিকার দেশেও এমন হয় না।

কালি মাখা তবু মেনে নিলাম, কিন্তু এভাবে একটা বাচ্চার মৃত্যু কিছুতেই মানতে পারছি না। এই শয়তানগুলো কি জানে, এই বাচ্চাটার জন্ম দিতে মায়ের কতটা কষ্ট হয়েছে, তার আগে দশ মাস মা কতটা স্বপ্ন নিয়ে নিজের শরীরে বাচ্চাটাকে বড় করেছে!!!

ধিক্কার কাকে দেব!!

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

রাকু হাসান বলেছেন:



বাচ্চার মৃত্যুর খরবটা পড়ে আঁতকে উঠছিলাম । আপনার মন্তব্য পড়েও‘‘এই শয়তানগুলো কি জানে, এই বাচ্চাটার জন্ম দিতে মায়ের কতটা কষ্ট হয়েছে, তার আগে দশ মাস মা কতটা স্বপ্ন নিয়ে নিজের শরীরে বাচ্চাটাকে বড় করেছে!!! --- :(
এগুলো অমানবিক । তখন প্রশ্ন এসে যায় ছোটলোক ,নোংরা মানসিকতার ওরা । বলতে বাধ্য হচ্ছি । এই মন্তব্যটা যেন নতুন করে শিউরে তুললো আমায় । সভ্য হতে কত দেরি পাঞ্জেরি ?
করুণাধারা আপু ভালো থাকুন । নিরাপদে থাকুন । ধন্যবাদ আমার ।

৪০| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই কালি জাতির মুখে !!

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাকু হাসান বলেছেন:


সত্য কথা বলেছেন । এ যেন পুরো জাতি কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কালি মেখে দেওয়া । সে অধিকার ওরা পাই কি করে । দুঃখজনক খুব ।
নূর ভাইকে অনেক দিন পর আমার ব্লগে পেয়ে ভালো লাগছে । শুভসন্ধা । আপনার মঙ্গল কামনা করছি ।

৪১| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: শিশুটি আমাদের এলাকার।

যারা এই জঘন্য কাজটি করেছে তারা একদম গণ্ডমুর্খ, নৈতিকতা শূন্য মানুষ। আর্থিকভাবেও মারাত্মক অসচ্ছল। বাস-টাসে কাজ করে রোজ কিছু টাকা আয় করে, রাতে মদ সিগারেট, জোয়া খেলে দুই চার কেজি চাল কিনে বাসায় ফেরে।
নিজের জীবনের মূল্য যাদের কাছে নেই, তারা অন্যের জীবনের মূল্য কিভাবে দেবে।

পরিবহণ শ্রমিক ফেডারেশনকে এই খুনি শ্রমিক'রা জনপ্রতি দৈনিক ১০ টাকা চাঁদা দিচ্ছে, তাদের পাওয়ার এম্পি মন্ত্রীদদের পাওয়ারের সমান।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

রাকু হাসান বলেছেন:

আহ,আপনার কষ্টটা আরও বেশি । আমি যখন থেকেই শুনেছি তখন থেকেই খারাপ একটা জিনিস যেন ভর করে ছিল । অত্যন্ত খারাপ লাগছিলো আমাার । এখন কিছুটা ঠিক আছি । আপনার মন্তব্যে তাঁদের জীবন জীবিকার ব্যাপারে ভালো ধারণা পেলাম । বাস্তবতা তাই । অনেক ড্রাইভারদের দেখেছি জুয়া খেলতে । যাক । জীবন বড় উপহার তার মূল্য মনুষত্বে দওেয়া উচিত । বোধোদয় হোক তাদরে । চাঁদাবাজাী বন্ধ হোক । প্রকাশ্য হচ্ছে এসব । বাংলাদেশে এসব হতে পারে না । হতে দেওয়া ঠিক না ।

ভালো থাকুন ভাইয়া ,সুখে থাকুন । শুভেচ্ছা রইলো ।

৪২| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: এই পোস্টে কিছু আছে !
এমন আইলসা হইছি " বই এর নাম দূরের কথা ; মন্তব্য লিখতেই কীবোর্ড চলে না :( গ্লানিময় দিনে এক পশলা বৃষ্টির আনন্দ।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২

রাকু হাসান বলেছেন:

এমন আইলসা হইছি " বই এর নাম দূরের কথা ;
-- :( । আমি আগরে ৫০% ও পড়ি না , :((
গ্লানিময় দিনে এক পশলা বৃুষ্টির আনন্দ পোস্টটি দেখে আসছি । যে বইগুলো পেলাম । সবগুলো খুব জনপ্রিয় ,কয়েকটা মাত্র পড়া । বাকী সব পড়া হয়নি । কত পড়ার বাকী |-) । অনেক ধন্যবাদ আপু । ঐ পোস্টে বইয়ের নাম গুলো নোট করে রাখছি । সময় করে দেখা হবে বইয়ের সাথে । আবার এসে কষ্ট করে বলে যাবার জন্য কৃতজ্ঞতা আপু । ভালো থাক সব সময় । শুভকামনা ।

৪৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
@চাঁদগাজি,

সরকারের মন্ত্রী যদি এই নৈরাজ্যের মূলে থাকে তবে সরকার প্রধান কি বসে-বসে নিজের বাল ছিড়তেছে নাকি ডিমে তা দিচ্ছে?

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮

রাকু হাসান বলেছেন:


কামাল ভাই ! আপনি অন্যভাবেও বলতে পারতেন । এভাবে বলাটা একদম ভালো লাগেনি । হয়তো অন্য ব্লগার ও আপনার এই মন্তব্য দেখে নেতিবাচক ধারণা পোষণ করবেন । ভালো থাকবেন । শুভকামনা রইলো ।

৪৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার জন্য শুভ কামনা নিরন্তর...

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ প্রভা । তোমার জন্য শুভকামনা ,ভালোবাসা সব সময় ছিলো এবং আছে । ইনশাল্লাহ্ থাকবেও :)
ভালো থাক ।

৪৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় রাকু হাসান ভাই, আজব এক দেশের পাবলিক আমরা। এদেশে শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট ডাকলে মালিক সমিতিগুলো তা মেনে চলে। আর মালিক সমিতি কোনো কর্মসূচি দিলে শ্রমিকেরা তা বাস্তবায়ন করে। মালিক ও শ্রমিক সমিতি—দুটি পরস্পরের প্রতিপক্ষ হলেও পরিবহন খাতে তারা একে অপরের পরিপূরক। শ্রমিকদের শীর্ষ সংগঠনের নিয়ন্ত্রক নৌমন্ত্রী শাজাহান খান। তাঁর পরিবারের মালিকানায় ঢাকায় কনক পরিবহন নামে বেশ কয়েকটি রুটে বাস চলে। তাঁর পারিবারিক কোম্পানি সার্বিক পরিবহনের বাস চলে ঢাকা-মাদারীপুর পথে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো জানে আইনটি এখন আর পরিবর্তনের সুযোগ নেই—এটাও মালিক-শ্রমিক সমিতিগুলো জানে। কিন্তু এখন ধর্মঘটের ডাক দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে নিজেদের ‘শক্তি’ দেখানো। নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে কোণঠাসা হয়ে সড়ক পরিবহন আইন নিয়ে কোনো কথা বলেনি মালিক-শ্রমিক সংগঠনগুলো। এখন শক্তি না দেখালে সাধারণ শ্রমিক-মালিকদের কাছে নেতাদের এবং সমিতির ক্ষমতা খর্ব হয়ে যেতে পারে।

সরকারের একটি সূত্র জানায়, শক্তি দেখানোর ধর্মঘট ডাক দেওয়ার পর তা বন্ধে এবং আলোচনার মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের কোনো উদ্যোগ নেয়নি। ২০১৪ ও ২০১৫ সালে বিরোধীদের অবরোধ কর্মসূচিতে জ্বালাও-পোড়াওয়ের মধ্যেও পরিবহন মালিক-শ্রমিকেরা সরকারের কথায় ঝুঁকি নিয়ে রাস্তায় ছিলেন। ওই সূত্র জানায়, সাধারণত পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন। কিন্তু এবার তাঁদের কর্মসূচি দুই দিনের। ফলে সরকার এই দুই দিনের ধর্মঘট অনেকটা মেনেই নিয়েছে।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

রাকু হাসান বলেছেন:



শ্রদ্ধয় কাওসার ভাইয়া স্বাগতম । আমি মিস করছিলাম আপনাকে । ব্লগে দেখে আপনার পোস্টেও গিয়েছিলাম । আশাকরি ভালো আছেন ।

বরাবরের মত আপনার কমেন্টটি আপনার ছাপ বহন করছে । আপনার সাথে আমি সব দিক থেকে একমত পোষণ করছি । শাহজাহান খানদের প্রভাব কমিয়ে আনতে হবে । তাদের আত্মীয় স্বজন,বন্ধু বান্ধনরা দেখবেন বিভিন্ন রুডের পরিবহনের মালিক । অন্যরা সুযোগ পাই না তেমন । পেলেও বড় অংকের টাকা গুনতে হয় । পুরো পরিবহন খ্যাত দুর্নীতিগ্রস্ত । প্রভাবশালীদের বলয় থেকে বের না হতে পারলে দেখবেন আমাাদের সু দিন ফিরবে না ।

খুব খুব সুন্দর বলেছেন ‘শক্তি দেখানো’’ আমি শতভাগ একমত । ধর্মঘট হওয়ার কথা ছিল আইন পাশ হবার পরই । কিন্তু হলো কখন যখন কলেজ ভার্সিটিতে পরিক্ষা হচ্ছে বা আসন্ন তখন । আর ওরা আক্রমণ করেছে শিক্ষার্থীদের । নারায়ণগঞ্জের খবরে দেখলাম শিক্ষার্থীদের উপর মারধর ও করছে । ছবি ছাপিয়েছে পত্রিকা । এখন প্রশ্ন ছাত্ররা কিন্তু এটা থেকে েইস্যু নিয়ে কি মাঠে নামতে পারতো না ! নামলে তখন কি হত !! আপনার লজিকের জায়গাটা খুব ভালো লাগলো আমার ।

হ্যাঁ,সরকার যেন মেনেই নিয়েছে এই ধর্মঘট ।ভাবা যায় যে মন্ত্রী মূল নেতা সেই জানে না এই সব খবর । মন্ত্রী সভায় বৈঠক ধর্মঘট নিয়ে কোনো কথায় হলো না । সচিব বলে এটা এজেন্ডো ছিলো না ! চিন্তা করেছেন ! আমারও মনে হয় মেনে নিয়েছে । কেননা কোনো প্রতিরোধ দেখি নি । এটা মনে উচ্চ মহলের মন্ত্রী,সরকার ও শ্রমিক নেতাদের মধ্যে আপোষ হয়েছে । দুই দিনের মাত্র ধর্মঘট দিবে মূল লক্ষ্য শক্তি প্রদর্শন ।

অনেক ধন্যবাদ ভাই সুন্দর সেরা একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য । আপনার নতুন পোস্ট পাচ্ছি না । হয়তো ব্যস্ত সময় যাচ্ছে । আশু ব্যস্ততা শেষ হোক আপনার নতুন পোস্টের অপেক্ষায় আছি । অনেক বেশি ভালো থাকুন । শুভকামনা ও অামার সালাম নিবেন ।

৪৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন: অনেক আগে এই দেশটাকে নিজের মনে হতো । এখন আর হয় না । কোন আশা রাখি না ।

শুধু বাংলাদেশের ক্রিকেট ছাড়া আর কোন কিছুতেই আগ্রহ পাই না ।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

রাকু হাসান বলেছেন:


এটা ঠিক না ভাই । আশা বাঁচতে হবে । এত হতাশাবাদী হলে কিভাবে ! আমাদের অর্জন কম নয় ,গর্ব করার মত অনেক কিছু আছে । হ্যাঁ সমস্যাও আছে । অনেক ধন্যবাদ ।আমার ব্লগে স্বাগতম । ভালো থাকুন ।

৪৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: দেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় এবং পরোক্ষ সমর্থনে এর আগেও রাস্তায় অনেক অভাবিত, অকল্পনীয় উপায়ে পাবলিক হ্যারাসমেন্ট করা হয়েছে, কিন্তু এবারের মত এতটা ন্যাক্কারজনক কখনোই ছিল না। ঐ দুটো দিন রাস্তায় পরিবহণ শ্রমিকদের এসব তান্ডব দেখে মনেই হচ্ছিল না দেশে কোন সরকার রয়েছে এবং এটি একটি সভ্য দেশ।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

রাকু হাসান বলেছেন:


এটা ছিলো ইতিহাসের সেরা ন্যাক্কারজনক বলার অপেক্ষা থাকে । ড্রাইভার শ্রেণির মানুষদের সু শিক্ষা ,রচিবোধের অভাব দেখছি । স্যার ,আপনার কথায় শতভাগ একমত ‘ঐ দুটো দিন রাস্তায় পরিবহণ শ্রমিকদের এসব তান্ডব দেখে মনেই হচ্ছিল না দেশে কোন সরকার রয়েছে এবং এটি একটি সভ্য দেশ’---এসব দেখে মনে ক্ষোভ জমে ছিলো প্রচণ্ড । খারাপ লাগাটা ছিলো অনেকক্ষণ । নানান সমস্যা থাকলেও আমরা একটি স্বাধীন দেশ । বির্তকীথ হলেও একটি অনেকটা দক্ষ সরকার ব্যবস্থা আছে । সেখানে এমনটা প্রত্যাশা ছিলো না একদমই । বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছে আমার সবচেয়ে বড় চাওয়া ‘একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া ।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । সুস্থ থাকুন শ্রদ্ধাভাজন এটা ছিলো ইতিহাসের সেরা ন্যাক্কারজনক বলার অপেক্ষা থাকে । ড্রাইভার শ্রেণির মানুষদের সু শিক্ষা ,রচিবোধের অভাব দেখছি । স্যার ,আপনার কথায় শতভাগ একমত ‘ঐ দুটো দিন রাস্তায় পরিবহণ শ্রমিকদের এসব তান্ডব দেখে মনেই হচ্ছিল না দেশে কোন সরকার রয়েছে এবং এটি একটি সভ্য দেশ’---এসব দেখে মনে ক্ষোভ জমে ছিলো প্রচণ্ড । খারাপ লাগাটা ছিলো অনেকক্ষণ । নানান সমস্যা থাকলেও আমরা একটি স্বাধীন দেশ । বির্তকীথ হলেও একটি অনেকটা দক্ষ সরকার ব্যবস্থা আছে । সেখানে এমনটা প্রত্যাশা ছিলো না একদমই । বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছে আমার সবচেয়ে বড় চাওয়া ‘একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া ।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । সুস্থ থাকুন শ্রদ্ধাভাজন ।

৪৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:১০

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো অনুরোধটা রেখেছেন বলে । অনেক ধন্যবাদ ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪

রাকু হাসান বলেছেন:

নীলপরি ‍আপু কে পেয়ে ভালো লাগলো । শুভেচ্ছা নিবেন অামার । ভালো থাকুন ,কবিতায় মুগ্ধ করে রাখুন সেই কামনা । শুভরাত্রি আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.