নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

যে কূটনামীগুলো করলে আপনি ক্ষমতা লাভ করবেন ! :P

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪১




সব কিছুই একটা নিয়মের মধ্য থেকেই করতে হয় । কূটনামী কিংবা ক্ষমতাবান হওয়ারও কিছু নিয়ম আছে ।
সেগুলো নিয়েই আজকের পোস্টে গোপন সূত্র শেয়ার করবো ;) । যারা জানেন না তাদের জন্য এই লেখা স্বার্থক হবে।

১। ওস্তাদের সাথে ওস্তাদি করবেন না । :P

নিজের গুরু কে গুরু মানুন। ক্রেডিট দিন যদিও একটা সময় আপনি উস্তাদের চেয়েও বড় ওস্তাদ হয়ে
যান । ওস্তাদকে ক্ষেপাবেন তো মরবেন । ওস্তাদ আপনার সক্ষমতা ও দুর্বলতা জানাই কথাই । তাই এ থেকে
বিরত থাকতে হবে। সুযোগ পেলেই তাদের প্রশংসা করুন । কৃতজ্ঞ থাকতে হবে।

২। কখনও বন্ধুদের অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না ,শিখুন কিভাবে শত্র‌ুদের ব্যবহার করা যায়

পৃথিবীতে যত বড় বড় ক্ষতি সাধন হয়েছে ,সেগুলোর পেছনে রয়েছে খুব কাছের জনের ষড়যন্ত্র। বন্ধুরা বিশ্বাসঘাতকতা করলে আপনার ক্ষতিসাধন করাটা সহজ হয়ে যাবে। সামাজিক ও পারিবারিক কলহ থেকে শুরু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিকট বন্ধুদের বিশ্বাসঘাতকতার জন্যই ভুক্তভোগীর বেশি ক্ষতি হয় । সো,নো আলগা বিশ্বাস B-)) । ঠিক যতটুকু বিশ্বাস করা দরকার ততটুকুই করুন । শত্র‌ুকে ব্যবহার করা শিখতে হবে। কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় সেগুলো আগেবাগেই রপ্ত করে ফেলতে হবে :P । বিষয়টা এমন হতে শত্র‌ু নিজেও বুঝতে পারবে না যে আপনি তাকে বিশেষ উদ্দেশ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করছেন তাকে। সাফল্য আসবে প্রমাণিত ।

৩।আপনার মনের একান্ত ইচ্ছাটি মনের মণিকোঠায় কুলুপ মেরে রাখুন :D

কোনো এক বিশেষ উদ্দেশ্যে কাজ করছেন,সেই লক্ষ্য ও উদ্দেশ্য জেনে গেলে সমস্যা হতে পারে এমন কাজে
বিশেষ সর্তক থাকতে হবে। আপনার কাজের সাথে যারা জড়িত তাদের সব সময় দ্বিধায় রাখতে হবে যেন বুঝতে পারে
,কি আপনার মতলব ;) । গ্রাম্য একটি প্রবাদ আছে ‘বেড়ারও কান আছে’। সাবধান। সঠিক পন্থায় এগিয়ে গেল
তথ্য পাচার হওয়া থেকে বেঁচে যাবেন । শত্র‌ু নিজের প্রস্তুতি নেওয়ার সময় কম পাবে। আসল উদ্দেশ্য কেউ কে বলার প্রয়োজন নেই । মনেই চেপে রাখুন। পরিস্থিতি বিবেচনায় এগিয়ে যান ,তারপর বিজয়ের হাসি হাসুন B-))

৪। প্রয়োজনের চেয়ে কম বলুন প্রকাশ করুন।

প্রকাশ করবেন কম কিন্তু করবেন বেশি এই নীতি মেনে চলতে হবে।যদি এমন হয় আপনি বিশেষ কিছু বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তা বুঝে ফেলার সম্ভবনা কিন্তু থেকই যাচ্ছে।যত বেশি বকবক তত বেশি বোকামীর পরিচয় দিবেন :> । মনে রাখবেন জ্ঞানীরা কম কথা বলে সময় । তারা বাস্তবায়নে বিশ্বাসী ।

৫। অধিক রক্ষণাত্বক হোন ,নিজের খ্যাতির প্রতি বিশেষ নজর রাখুন ।

রক্ষণাত্বক জয়ী হতে এগিয়ে রাখবে । ডিপেন্স শক্তিশালী হলে আক্রমণ করে সহজে সুফল পাবেন। শত্র‌ুর মনোবল
ভেঙ্গে দিতে এটা কাজে দিবে । আপনার ইমেজ নষ্ট হতে পারে এমন দিকে সর্তকতা অবলম্বন করতে হবে।
আপনার কম ক্ষতির সম্ভবনা আছে এমন দিকেও শক্তিশালী প্রস্তুতি নিতে হবে। নিজের শক্তিমত্তা নিয়ে ভাবতে হবে।
প্রতিরোধ ব্যবস্থা আগে থেকেই সরে নেওয়াই বুদ্ধিমানের কাজ ।

৬। অন্য কে দিয়ে কাজ করান এবং নিজেই সেটার ক্রেডিট নিন ।

যে কাজ অন্যকে দিয়ে করাতে পারবেন সেটা নিজে করার দরকার নেই । অবশ্যই অন্যের জ্ঞান,পরিশ্রম,মেধার সঠিক ব্যবহার শিখতে হবে। আপনার নেতৃত্বগুণ দিয়ে ক্রেডিট নিজের করে নিতে পারেন।চেষ্টা করতে থাকুন সূত্রটি রপ্ত করতে,একদিন ঠিক শিখে যাবেন :P

৭। অন্যকে আসতে দিন আপনার কাছে,কথা বলুক ,শুনুন আপনি । সে শত্র‌ু হলেও । প্রয়োজনে টোপ ফেলান ।


মনোভাব বুঝার চেষ্টা করুন । সাথে প্রকাশভঙ্গি গুরুত্বপূর্ণ । আসলে কি বলতে চাচ্ছে সে।কি চায় আপনার কাছে।
বিচক্ষণতার গুণ থাকলে ধরে ফেলবেন । বের করুন তার স্বার্থ কি । কূটকৌশলের মাধ্যমে তৃতীয় লোক দিয়েও কাজ হাসিল করতে পারেন । যদি নিজেই এসে ধরা দেয় তাহলে প্রশংসা করতে হবেেউৎসাহ দিতে ভুলবেন না কিন্তু । নাটকে নিজে অভিনয় না করেও স্বার্থ আদায় করতে পারে ৬ নম্বর কূটনামীর অনুযায়ী। খেয়াল রাখবেন কূটনামী-৩ =p~

৮। আক্রমণাত্বক হয়ে জয় ছিনিয়ে আনুন ;কোনো সমঝোতা নয় ।

পরিপূর্ণ জয় পেতে আক্রমণাত্বক হবার বিকল্প নেই। সমঝোতায় কোনো পক্ষের জয় না ,বড় জোর আপোষ হয় । শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে হবে ,প্রমাণ এবং প্রতিপক্ষ কে বিশ্বাস করাতে হবে আপনি শক্তিশালী । নিঃশর্ত জয়ই সেখানে আপনার মূখ্য উদ্দেশ্য হবে ।

৯। আপনার উপর নির্ভরশীল হতে শেখান ।

আপনার আশেপাশের মানুষজন যত বেশি নির্ভরশীল হবে তত বেশি আপনি ক্ষমতালাভের দিকে এগিয়ে যাবেন
। তাদের নির্ভ রশীলতা মানেই হচ্ছে আপনার বশ্যতা । মানসিক,আর্থিক সহ সব ভাবেই পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখুন । বিশেষ করে যাকে আপনার দরকার । সেখানে অর্থ,মেধা,সময় বিনিয়োগ করলে বৃথা যাবে না আশা করি ।
ভালো হয় তাদের সুখ,উন্নতি,অশান্তি দূরীকরণে আপনার উপর যদি নির্ভরশীল হয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে।
যদি সেই সুযোগ আসে কাজে লাগাতে হবে । নয়তো অপেক্ষা করতে হবে। নিজে সুযোগ করেও নিতে পারেন ।

১০।বন্ধুর মত থাকুন/রাখুন-গুপ্তচরের মত কাজ করুন/করান :D

ইয়েস স্বার্থ ! স্বার্থের প্রয়োজনে তাও করতে হবে । বন্ধুই একমাত্র সম্পর্ক ,যার মাধ্যমে সবচেয়ে নির্ভরযোগ্য ,অতিমূল্যবান তথ্য পেতে পারেন। কৌশলটি স্পর্শকাতর । কাজ শেষ হয়ে গেলে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ ।

উপরোক্ত কূটনামী শেয়ার করার ইচ্ছা ছিল না B:-) । কিছু কৌশল আমি নিজে অবলম্বন করেছি ,ফলাফল লেটার মার্ক । তবে অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করি নি । আপনার প্রতি অনুরোধ ভালো কাজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আজকের পোস্টের বিষয়বস্তু ইতিবাচক ও নেতিবাচক দুটির প্রভাব আছে । তাই বিরত ছিলাম । আশা করছি ইতিবাচক কাজে ব্যবহার হবে ।

তথ্য সূত্র-ছবি গুগল ( প্রতিকী ছবি হিসাবে ব্যবহার করা হয়েছে )
The 48 Laws Of Power বইয়ের আলোকে লেখা ,এটা অনুবাদ নয় ,দেওয়া তথ্যের আশ্রয়ে লেখা ।

মন্তব্য ৬৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: এই তথ্য বহরের জন্য ধন্যবাদ রাকু হাসান ভাই। আবারো ধন্যবাদ ও ঈদ মোবারক।

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০২

রাকু হাসান বলেছেন:


ঠাকুরমাহমুদ ভাই
প্রথম মন্তব্যকারী হিসাবে চা আপনার প্রাপ্য । অনেক ধরে কেউ কে চা পান করাই না । নিন চা পান করে নিন ।


আপনাকেও ধন্যবাদ ভাইয়া । ঈদ মোবারক । আশা করছি ঈদ ভালো কটেেছে । একটি প্রশ্ন আপনার এই নামের নিকের কি বিশেষ কোনো বিশেষত্ব আছে ? নামটি এমন কিছুটা খটকা লাগে :) ,একটি বিষয়ে । ভালো থাকবেন এবং ভালো রাখবেন প্রিয়জনদের সেই কামনা করি।

২| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: হাহা হাহা ....
কোনটা ছেড়ে কোনটা বলি, সবগুলো এক্কেবারে গুরুর বচন।
সাত নম্বরে-অন্যকে আসতে দিন আপনার কাছে, কথা বলুক, শুনুন আপনি ( যেটা শুশুণ হয়ে আছে)

তবে কূটনামো বহুলাংশে আইকিউ এর উপর নির্ভর করে বলে আমার ধারণা। এগুলো প্রাকটিস করাও খুব সহজ নয়। ঘষে-মেজে একটা বিশেষ দূর পর্যন্ত যাওয়া যায় তবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো কতটা সম্ভব সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। সাথে সাথে প্রতিপক্ষ যদি অধিক চালবাজ হয় তাহলে ক্ষতির সমূহ সম্ভাবনা থেকেই যায়। সবার দিয়ে তো রাজকার্য হয় না। যাই হোক বাপু আমি নরমপন্থী , আমার দিয়ে এসব হবে না। আমি চললাম ঘুমাতে...হাহা হা
ভালোবাসা নিও।

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:১৩

রাকু হাসান বলেছেন:

কোনটা ছেড়ে কোনটা বলি, সবগুলো এক্কেবারে গুরুর বচন। --হাহাহহাহা হাসলাম এই কথায় । B-))
হুম টাইপো টি তোমার কল্যাণে দৃষ্টিগোচর হলো । ঠিক করে নিলাম । সাথে আরও দু-তিনটা টাইপো দেখলাম । ঠিক করে নিয়েছি । কৃতজ্ঞতা ভাইয়া ।
তবে কূটনামো বহুলাংশে আইকিউ এর উপর নির্ভর করে বলে আমার ধারণা। এগুলো প্রাকটিস করাও খুব সহজ নয়।
তোমার ধারণা কে সম্মান করছি এবং একমত পোষণও করছি । দীর্ঘমেয়াদী প্রাকটিস করলে সফল হওয়া যাবে । তবে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে শুরু করতে হবে । সাধনার বিষয় :D । হুম চালবাজ তো হতেই হবে । তবে যে বেশি চালবাজ তার সাথে না করলেই ভালো । পাক্কা খেলোয়াড় হলেই করাটা ভালো ;) । যেখানে জয়ী হবার সম্ভবনা আছে সেখানেই প্রথম প্রথম কাজ করা যেতে পারে । এসব কাজে পদে পদে রিস্ক তো থাকবেই ।
যাই হোক বাপু আমি নরমপন্থী , আমার দিয়ে এসব হবে না। আমি চললাম ঘুমাতে...হাহা হা--হাহাহাহা নরমপন্থীদেরও জানার দরকার আছে :P । মানার দরকার নাও থাকতে পারে।
হাস্যময়ী মন্তব্য রেখেছ । শুভরাত্রি জানাচ্ছি । ঈদ তোমার কেমন কেটেছে জানিও কোনো এক ফাঁকে । শ্রদ্ধা ও ভালোবাাসা নিবে । কথা হবে .................. :)

৩| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: জীবনে চলার পথে একটু বুদ্ধি খাটিয়ে চলা অবশ্যই নিজের জন্য ভালো । কেউ যদি বুদ্ধিমানের মত প্রতিটি স্টেপ ফেলে এবং সফল হয় অবশ্যই সে প্রশংসার দাবীদার এবং তা পজিটিভ । তবে কাকু, আপনি যে সূত্রগুলো দিয়েছেন তার মধ্যে দু একটি ঠিক বুদ্ধিমানের সাথে যায়না অনেকটা চতুর স্বভাবের সাথে যায় যেটা নেগেটিভ । নেগেটিভিটি দিয়ে অবশ্যই কিছু করা উচিত না ।

যেমন নং ১,মানুষকে তেল মারা, বসের পা চাঁটা স্বভাব যাদের তারা অবশ্যই সফল, কিন্তু নিজের স্বার্থ আদায়ের জন্য তেল মেরে যাওয়া একটি বাজে স্বভাব ।
৬ নং, কি বলেন এসব ? অন্যকে দিয়ে কাজ করিয়ে নিজে ক্রেডিট নেওয়া ? :|| যার যার কাজের ক্রেডিট অবশ্যই সে নিজে দাবীদার ।
৮ নং, অবশ্যই দুনিয়াটা শক্তের ভক্ত তবে আক্রমণ না করেও সমঝোতা করে কখনো কখনো কাউকে নিজের বস করে জয়ী হওয়া যায় । 8-|
২ নং, অবশ্যই কাউকে বেশী বিশ্বাস করা ঠিক না। বিশ্বাস করলেও চোখ কান খোলা রাখতে হবে , শত্রু থেকে দূরে থাকা ভালো তবে নীরবে তার গতিবিধির উপর নজর রাখতে হবে ;)
৩, ৪, ৫ ওকে
৭ নং ও ওকে বাট টোপ ফেলা বিষয়টি নেগেটিভ ।
৯ নং, এটা গুড আইডিয়া B-) B-)
১০ নং, ইহা তো আসলেই কুটনামি :|

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩২

রাকু হাসান বলেছেন:

কথার ফুলঝুরি!--আরেহ নানি জান যে ;) । ভাবছিলাম নাতি-পুতিদের কোনো খবর নেই । অবশেষে আগমন । স্বাগতম হে নানু B-)
নানি এই পোস্ট বুদ্ধিমান ও চতুরতারই সংমিশ্রনে লেখা । চতুরতাও ইতিবাচক অর্থে ব্যবহার হতেই পারে। :) আসলে অনেক মজার চলেই এই পোস্টটি লিখেছি।
নং ১,--তেল মারা অর্থে না, নানি । আমি বলতে চেয়েছি যাদের কাছে কৃতজ্ঞ আমরা । নানাভাবে উপকার করেছে । বা চালবাজী শিখেছে, তাদের সাথে ওস্তাদি থেকে বিরত থাকতে হবে । বস বুঝায় নি । হয়তো লেখকও বসকে বুঝায় নি । ;) তবে আপনি যা বলেছেন তা অবশ্যই বাজে স্বভাব ।
৬ নং, কি বলেন এসব ? অন্যকে দিয়ে কাজ করিয়ে নিজে ক্রেডিট নেওয়া ? :|| যার যার কাজের ক্রেডিট অবশ্যই সে নিজে দাবীদার ।--ঠিক কথা । তবে যারা অতিরিক্ত চালবাজ তারা এটাই করে ছলে বলে কৌশলে । B-)
যার যার ক্রেডিট তাকেই দেওয়া উচিত । তবে অফিস কিংবা সামাজিক ক্ষেত্রে লক্ষ্য করলে দেখবেন এমন লোকের অভাব নেই।
৮ নং, অবশ্যই দুনিয়াটা শক্তের ভক্ত তবে আক্রমণ না করেও সমঝোতা করে কখনো কখনো কাউকে নিজের বস করে জয়ী হওয়া যায়--এই সূত্রগুলো যে সব জায়গায় কাজ করবে এমনটা ভাবছি না । স্থান,কাল,পরিস্থিতির উপর নির্ভর করবে । তখন সূত্র কাজ নাও করতে পারে । :) সমঝোতা করে কিছুটা লাভবান হওয়া যাবে ,তবে পরিপূর্ণ নয় । কেননা সমঝোতা মানেই দুই পক্ষের স্বার্থ ঠিক রেখে এক মত হওয়া ।তখন নিজের স্বার্থটা ছোট হয়ে যাবে ,যদি সে একদম জয়ের আশা করে । বিশেষ করে এই সূত্রটি খুব ক্রিটিক্যাল নানী ।
২ নং, অবশ্যই কাউকে বেশী বিশ্বাস করা ঠিক না। বিশ্বাস করলেও চোখ কান খোলা রাখতে হবে , শত্রু থেকে দূরে থাকা ভালো তবে নীরবে তার গতিবিধির উপর নজর রাখতে হবে ;)

---হাহাহা এই তো চালবাজী শিখে গেছে নানী B-) একমত পোষণ করছি ।

৪| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:১২

শায়মা বলেছেন: ভেরি গুড!!

একদম ঠিক আছে।

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

রাকু হাসান বলেছেন:


একমত হওয়ায় ধন্যবাদ আপু । শুভেচ্ছা নাও । ভুলে ক্লিক লেগে আগের মন্তব্যটি মুছে গেছে । তাই আাবার করলাম।

৫| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা ঠাকুর বংশ, নামের সাথে ঠাকুর বংশ পরিচয় ও পদবী। কোনো একসময় কিছু ইতিহাস ব্লগে লিখবো। আমার পক্ষ থেকে সম্মানের সাথে আপনার আপ্যায়ন গ্রহণ করলাম। আমি ভালো চা বানাতে পারি তার রেসিপি ব্লগে দিবো এবং অবস্যই তার কৃতজ্ঞতায় আপনার “রাকু হাসান” নামটি থাকবে।

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৬

রাকু হাসান বলেছেন:


আবারও আসায় ধন্যবাদ ভাইয়া । লিখুন সেই ইতিহাস । অবশ্যই পড়বো ।
আমি ভালো চা বানাতে পারি তার রেসিপি ব্লগে দিবো এবং অবস্যই তার কৃতজ্ঞতায় আপনার “রাকু হাসান” নামটি থাকবে।--কি চমৎকার :) । অপেক্ষায় থাকলাম তাহলে । শুভকামনা করি । শুভরাত্রি ।

৬| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: সব মাথায় সেইভ কইরা রাখলাম। প্রয়োগও হবে ইনশাআল্লাহ। =p~

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:১৬

রাকু হাসান বলেছেন:

হাহাহা গুড । তবে সাবধান ভাইয়া । আরও কিছু তরজমা নিয়ে হাজিরা দিব তাহলে পরে কোনো সময় । B-) শুভরাত্রি ।

৭| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিকাছে। শুভরাত্রি।

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৫০

রাকু হাসান বলেছেন:

ওকে ওকে ।শুভরাত্রি ।

৮| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৯

চাঙ্কু বলেছেন: কূটনামীগুলো শিখতে হপে!! কোন ওস্তাদের কাছে এইগুলা ভালো করে শিখা যাপে? B-)

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৫৩

রাকু হাসান বলেছেন:

ওরেহ জেডা যে B-) । মিসাইতে ছিলাম । ;)
কূটনামীগুলো শিখতে হপে --হহাহাহা পোস্ট যখন লিখছি তখন ভাবছি জেডা অনন্ত কূটনামী শেখার লাগি হইলেও বের হবে গর্ত থেকে । তাই হলো । B-)
তা তা জেডীই ভালো হারবে শিখাইতে । ;)

৯| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



রাশি গণনার বই পড়তেছেন?

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৫৮

রাকু হাসান বলেছেন:

হাহাহা ভিন্ন কিছুর স্বাদ নিচ্ছি পড়ে । তাই কিছু শেয়ার করলাম । :)

১০| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ২:৫৬

আরোগ্য বলেছেন: ধুর্ মিয়া, একটা গুনও আমার মধ্যে নাই। কি করলাম এতো দিন। একটা গুনও যদি রপ্ত করতে পারতাম তবে তো সবার চোখের তারা ।

বেশি কথা বলার জন্য বড় ছোট সবাইর বকা খেতে হয়। কি করবো বলেন পেটের কথা ঠাস করে মুখ দিয়ে বের হয়ে যায় যার দরুন অনেকেরই চক্ষুশূল।

অন্যকে দিয়ে কাজ করানোর সময় যতক্ষন তদারকি করতে হয় ততক্ষণেই নিজেই কাজ করে ফেলি।

নিজের উপর আর মানুষকে নির্ভরশীল করাতে চাই না। দায়িত্ববান হওয়ার ফলে এমনিই মানুষ নির্ভর করে যা আমার জন্য খুব ঝামেলাদায়ক বটে।

বন্ধুবান্ধবের কথা বাদই দিলাম। যাও একজন আছে মতের অমিল হয় বলে শুধু ওকেশনালি কথা হয়। ভাই বর্তমানে ব্লগই আমার সাথী।

সুন্দর পোস্ট রাকু ভাই। রম্য হিসেবে নিলাম। আশা করি ভালো আছেন।

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৩:২২

রাকু হাসান বলেছেন:


কোথায় ছিলেন । এত রাতে হাজিরা দিয়ে ভালো করছেন,দেখে ভালো লাগছে । ইদানীং কম আসছেন । ব্যস্ততা নাকি ? আমি একটা পোস্ট লিখে ফাঁকে একটা কাজ শেষ করলাম । কাজের প্রেসার যাচ্ছে রে ভাই । না থাক এসব গুণ ।
বেশি কথা বলার জন্য বড় ছোট সবাইর বকা খেতে হয়। কি করবো বলেন পেটের কথা ঠাস করে মুখ দিয়ে বের হয়ে যায় যার দরুন অনেকেরই চক্ষুশূল। --যা বলতে ইচ্ছে হয় তা বলাই শ্রেয় । এটা ভালো ভাই ।
ভাই বর্তমানে ব্লগই আমার সাথী।
--ব্লগ হোক আপনার সারা জীবনের সাথী । আমিও একটু ব্লগিংটাই করি । ভালো লাগে । হুম আমি ভালো আছি । আপনার সুস্থ্যতা কামনাক করি সব সময় । যেন আরোগ্য থাকি সেই দোয়া প্রার্থী । রাত অনেক । সকাল নয়টার মধ্যে উঠতে হবে । :(
ভালো থাকেন ভাই । ব্লগে কথা হবে ।
আজ আর কিছু বলছি না ।শুভরাত্রি আজকের মতো । ভালো থাকবেন ।

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৩:২৩

রাকু হাসান বলেছেন:

বইটা পড়ে মজা পাচ্ছি তাই কিছু শেয়ার করলাম । যেগুলো লিখছি সবগুলো যে সমর্থন করি তা নয় । পোস্টে ভিন্নতা আনাও একটা কারণ এই পোস্ট দেওয়ার জন্য্ । গেলাম আজ ।

১১| ১৮ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৩৬

সোহানী বলেছেন: ভালো উপদেশ কিন্তু যা বললেন তা পালন করলে অর্ধেক সমস্যার সমাধান হতো।

১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৫

রাকু হাসান বলেছেন:

সোহানী আপু শুভসকাল । কাজে বাস্তবায়ন করলে তো ভালো ফলাফল আসবেই ।ধন্যবাদ আপু । ভালো থাকুন ।

১২| ১৮ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি বুঝতেছেন কিনা কে জানে, এগুলো আসলে নীচু মানের ভাবনাচিন্তা

১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৪

রাকু হাসান বলেছেন:

স্যার আমি অনুধাবন করতে পারি যে আমার আগের পোস্টগুলো থেকে এই পোস্ট অনেকাংশে সেগুলোর তুলনায় কম মান সম্মত । আগেই এ পোস্টে মন্তব্যের ঘরে বলেছি অনেকটা মজা করেই পোস্টটা করা । চিন্তা ভাবনা নিচু আর উঁচু যা হোক সেই দ্বায়ভার বইটির লেখক। তবে হ্যাঁ আমি প্রকাশকারী হিসাবে কিছুটা দ্বায় পরে আমার উপর । ১৯৯৮ সালে প্রকাশিত হওয়া বইটি আমিরিকাতে বেস্ট সেলার ছিল । সেখানে ১.২ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল । বিশ্বের ২৪টি বেশি ভাষায় অনুবাদ হয়েছে। পাঠকপ্রিয়তাও প্রচুর ।
আপনার মতামত কে সম্মানের চোখেই দেখছি । ভালো থাকুন ।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:৫১

বলেছেন: ১ নাং বলবো - এখন উস্তাদের চেয়ে শিষ্যরা সবদিক এগিয়ে আছে!!!

সবিই কপাল......



১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৫

রাকু হাসান বলেছেন:


হুম হুম ঠিক । ভাইয়া কেমন আছ ?? ঈদ নিশ্চয় ভালো কাটছে

১৪| ১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ!

এ দেখি ডিজিটাল চানক্য নামা ;) :P B-)

হা হা হা

আরো

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

রাকু হাসান বলেছেন:

এ দেখি ডিজিটাল চানক্য নামা ;) :P B-) -- ;) হাহাহা খারাপ বলেন নি । মন্তব্যে ধন্যবাদ । লাইকে কৃজ্ঞতা । :)

১৫| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: এটা মোটেও কূটনামী নয়।
আপনি বাস্তব কথা বলেছেন।

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রাকু হাসান বলেছেন:


রাজীব ভাইয়া আমি কূটনামী শব্দটি মজা করেই বলেছি । বাস্তবতা মানতে হবে । ধন্যবাদ ভাই ।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাপারগুলো মাথায় রাখলাম। মারাত্মক উপায়গুলো বাতলে দেওয়ায় আপনার প্রতি কৃতজ্ঞতা।

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

রাকু হাসান বলেছেন:

সাধুু ভাইকে অনেক দিন পর দেখলাম । আপনার নামটি খুব ভালো লাগে আমার । :) আশা করছি নিজে সেফ থাকতে কাজে দিবে ।ধন্যবাদ আপনাকেও ।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:০৮

কাওসার চৌধুরী বলেছেন:



কুটনামি, গীবত আর পরশ্রীকাতরতা আমাদের উপমহাদেশীয় সংস্কৃতি অংশ। এর উপযুক্ত প্রমাণ হলো হিন্দি/কলকাতা টিভি সিরিয়ালের জনপ্রিয়তা। এটা এখন শিল্পের পর্যায়ে চলে গেছে। পয়েন্টগুলোর সবটায় একমত না হলেও কিছু বিষয় চমৎকার বলেছেন। (৪) সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা সবার মেনে চলা দরকার। প্রচারে নয়, কাজে বিশ্বাসী হতে হবে।

দেরীতে ঈদমোবারক, প্রিয় ভাই।

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাকু হাসান বলেছেন:


হুম চার নাম্বারটা অব্যশই মেনে চলা উচিত ।
প্রচারে নয়, কাজে বিশ্বাসী হতে হবে।--সুন্দর বলেছেন ভাইয়া । একমত আপনার সাথে । ব্যক্তি জীবনে তাই মেনে চলার চেষ্টা করি । এমনিতেই কূটনামীতে পটু আমরা । পোস্ট লিখে কি সেই পালে আরও দোলা দিলাম! :D
ঈদ মোবারক ভাই । ভালো থাকুন । আপনার পোস্ট টি পড়ার অপেক্ষায় আছি । শিরোনাম দেখে ভালো লাগছে । আগ্রহ হয়েছে পড়তে । আসছি পোস্টে ......।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২২

মাহমুদুর রহমান জাওয়াদ বলেছেন: ভালো পোষ্ট দিন।

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

রাকু হাসান বলেছেন:


ওকে ,চেষ্টা থাকবে । কিভাবে ভালো পোস্ট দেওয়া যায় ? এই পোস্ট কেন খারাপ সেই প্রেক্ষাপটে আপনার ব্যাখ্যা ও বিশ্লেষণের অপেক্ষায় থাকলাম । B-)

১৯| ১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০২

ভুয়া মফিজ বলেছেন: বাঙ্গালী এমনিতেই কুটনামিতে পটু।

আপনি তো দেখি পাগলকে সাকো নাড়ানোর বুদ্ধি শেখাচ্ছেন!! :P

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

রাকু হাসান বলেছেন:
আপনি তো দেখি পাগলকে সাকো নাড়ানোর বুদ্ধি শেখাচ্ছেন!! :P B-)
শিখুক,শিখতে শিখতে মানুষ হবে । বাস্তব জীবনে প্রয়োগ করুক আর না করুক ,এগুলো জানলে হয়তো প্রতিপক্ষের কৌশলটা হলেও বুঝতে পারবে । নিজের আত্মরক্ষা সহজ হবে । শুভকামনা ভাই । :D

২০| ১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

জুন বলেছেন: ক্ষমতা লাভের জন্য এত কষ্ট, এত ছোট লোকামী!
তবে যাদের এগুলো আয়ত্বে আছে তাদের চালাক না বলে ধূর্ত বলাই ভালো আমার মতে রাকু হাসান।

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রাকু হাসান বলেছেন:

এটা একেক জনের কাছে একেক রকম হবে । েএই মন্তব্যের ঘরেই দেখুন কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে । এটা স্বাভাবিক । তবে চাইলে ইতিবাচক অর্থেই ব্যবহার করা যায় । এটা একান্ত ইচ্ছার উপর নির্ভর করছে । । :)
আপনার স্বাধীনচেতা মন্তব্যে ভালো রইলো আমার জুনপু । :P

২১| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৮

নাসির ইয়ামান বলেছেন: ইসলাম 'নেতা হতে চাওয়ার'বিষয়টিতে অনুৎসাহ প্রদান করে !

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২১

রাকু হাসান বলেছেন:

হুম । আমার ব্লগে স্বাগতম আপনাকে ।

২২| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৫

আনমোনা বলেছেন: মানতে পারলে সুবিধা হতো। পারবো কিনা সেটাই কথা।

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৭

রাকু হাসান বলেছেন:

মনাপু :) ব্যক্তিত্বের কারণে সব নাও মানতে পারেন । জেনে রাখা ভালো ,বলা যায় না কখন কোন জ্ঞান কাজে লাগে :P । শুভরাত্রি ।

২৩| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫০

সুপারডুপার বলেছেন: তাইতো বলি , আমার ক্ষমতা এতো দেরিতে আসে কেন ;) ! টিপস গুলো মাথায় রাখতে হবে, যখন তখন কাজে লাগতে পারে :P । ধন্যবাদ।
কুটনামী পর্ব ২ আশা করছি।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৭

রাকু হাসান বলেছেন:
হাহাহাহা
কুটনামী পর্ব ২ আশা করছি।--দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো । চমক থাকবে কূটনামী-২ এ যদি লেখার সুযোগ থাকে।

২৪| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১:১২

চাঙ্কু বলেছেন: তুমি পোষ্টাইছো এই জন্য বের হতেই হল ;)
আজকেই কুটনামী-১০১ তে ভর্তি হওয়ার জন্য আপেদন করবো ;)

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৯

রাকু হাসান বলেছেন:

হাহাহাহা জেডা সাথেই থাক । চালবাজ বানিয়ে দেব একদম ;) । পরে জেডারে টেকায় কেডা । B-))

তারপর জেডা ভালোই যাচ্ছে ? ঈদ কি প্রবাসেই ?

২৫| ২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩২

মুক্তা নীল বলেছেন:
রাকু ভাই ,
যে পয়েন্টগুলো কোট করেছেন , আসলে এই ধরণের
ব্যক্তিরা হয়তো আপাদমস্তক হ্যাপি। পড়ে ভালো লাগলো ও হাসলাম অনেকক্ষণ।অনেক শুভকামনা ।

২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৪

রাকু হাসান বলেছেন:
মুক্তা আপু :)
এরা খুব টেকনিকেল হয় । নিজের স্বার্থটা বেশি বুঝে । রাজনীতির মাঠে বেশি কার্যকর এগুলো কিংবা যুদ্ধের ময়দানে । হুম মজা করেই লিখেছি । সেই মজাটা আপনি নিয়েছেন । ভালো লাগলো মন্তব্য । ভালো থাকবেন আপনি । শুভেচ্ছা নিবেন মন্তব্য ও লাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি । :)

২৬| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২১

সুমন কর বলেছেন: সব সত্য কথন !! +।

২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৫

রাকু হাসান বলেছেন:

সুমন দাদা অনেক দিনপর আসলেন । ভালো লাগা । ভাবছি দ্বিতীয় পর্বও দিব । প্লাসে শুভেচ্ছা । শ্রদ্ধা নিবেন আমার ।

২৭| ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: ক্ষমতা চাই না, তাই উপরের সবগুলো পয়েন্টের আমার প্রয়োজন নেই। তবে ৪ নম্বরটা সর্ব যুগে, সর্ব কালে সর্ব সকলের সাফল্য অর্জনের জন্য আবশ্যকীয় শর্ত, এবং তা পরীক্ষিত সত্য। তাই এ পয়েন্টটিকেই আমি আঁকড়ে ধরে থাকতে চাই, চিরকাল।
কথার ফুলঝুরি! এর মন্তব্যটা ভাল লেগেছে।

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২৯

রাকু হাসান বলেছেন:


আসসালামু আলাইকুম স্যার । আশা করছি ভালো আছ্নে । ব্যক্তি জীবনে আমিও ক্ষমতা লাভে বিশ্বাসী না । ইচ্ছা ও চেষ্টা কিছুই নেই । সাদামাটা জীবন দর্শন নিয়েই বেঁচে আছি । আপনি যে পয়েন্টটি বলেছেন । সেটা আমিও স্বীকার করি । এটা অবশ্যই ভালো । বিতর্ক নেই। ফুলঝুরি আপু ভালো গঠনমূলক মন্তব্য করেছেন । ভালো থাকুন । শুভেচ্ছা মন্তব্যে ।

২৮| ২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১০

নীলপরি বলেছেন: প্রত্যেকটা পয়েন্ট যুক্তিযুক্ত লাগলো ।

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩১

রাকু হাসান বলেছেন:


বেশ ক'দিন পর ব্লগে দেখছি। ভালো আছেন ,সেই প্রত্যাশা রাখছি । লাইক ও মন্তব্যে ভালো লাগা । সুস্থ্য থাকুন ।

২৯| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: এই পোষ্টে আপনাকে উৎসর্গ করে চায়ের রেসিপি - “রেড ইন্ডিয়ান চা” লিখেছি। ধন্যবাদ রাকু হাসান ভাই।

২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

রাকু হাসান বলেছেন:


হুম আবারও ভালোলাগা প্রকাশ করছি ,শ্রদ্ধেয় ভাইয়া । আপনার ব্লগে দেওয়া কিছু মন্তব্য খুব ভালো লেগেছে । ভালো থাকুন । শুভেচ্ছা থাকলো । শুভসন্ধ্যা ।

৩০| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৬

অর্ক বলেছেন: রাজা মহারাজা, আরেক দেশে গুপ্তচরবৃত্তিতে জড়িত ব্যক্তিদের জন্য বিশেষভাবে কাজে লাগবে সবগুলোই। কয়েকটি সবার জন্য। খুব ভালো লাগলো। শুভেচ্ছা গ্রহণ করুন।

২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

রাকু হাসান বলেছেন:


একমত ভাইয়া। এগুলো আসলে গুপ্তচরবৃত্তি ও যুদ্ধ ময়দানের খুব কার্যকর । আপনার শুভেচ্ছা আনন্দের সাথে গ্রহণ করলাম । পড়া ও মন্তব্যে ভালো লাগা থাকলো । আমিও মনে করি কয়েকটি সবার জন্য তবে স্থান কাল পাত্র ভেদে একটু ভিন্ন হতে পারে । নাও মিলতে পারে টেকনিক । ভালো থাকবেন অব্যশই সেই কামনা করছি।

৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও কার্যকারী টিপস।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০

রাকু হাসান বলেছেন:

ধন্যবাদ ভাই । আমি ভালো আছি । ভালো থাকুন । শুভেচ্ছা নিবেন আমার ।

৩২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর পোস্ট

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০২

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপু । শুভরাত্রি ।

৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

আমি তুমি আমরা বলেছেন: ৬ নম্বরটা ছাড়া বাকিগুলো ভাল পরামর্শ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.