নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানে কবিতা

কবি সুমন আহমেদ

আমার সম্পর্কে আমি আর কি বলব, তবে কিছু একটা যে বলব না তা নয়।তাহলে শুরু করি,আমি একজন সাধারণ মানুষ অবশ্যই সবাই জন্ম নেয় সাধারণ মানুষ হিসেবেই।অসাধারণ মানুষ হওয়ার ও আমার কোনো ইচ্ছে নেই জীবনে যে কয়টাদিন বাঁচি সাধারণ মানুষ হিসেবেই বাঁচতে চাই।আমার জীবনের কোনো লক্ষ নেই,ধরতে পারেন মাঝি বিহীন নৌকার মত।মাঝ সাগরে ঢেউয়ের সাথে কেবল দোলছি আর দোলছি ।হয়তো কখনো দক্ষিণা সমীরে দক্ষিণে,আবার পরক্ষণে মনে হয় উত্তরে, একটা এলোমেলো দোলাচলে আছি বৈ আর কিছুই নয়।জীবন কখনো দৃঢ়ে আবার কখনো গতিতে চলবে এটাই স্বাভাবিক আমরটাও তার ব্যতিক্রম নয় ।তবে আর দশটা মানুষ হতে ভিন্ন ।আমি অল্প স্বল্প কবিতা লিখি ধরতে পারেন লেখার চেষ্টা করি।আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।ভবিষ্যত সর্বদা অনিশ্চিত নয়,একটা জিনিস সবার জন্যই নিশ্চিত সেটা হলো মৃত্যু।সকলের মত আমাকে,আপনাকেও কোন এক বর্তমানে হারিয়ে যেতে হবে।বাকি টা পরে লিখব...

কবি সুমন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কবিতা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

আমার হৃদয়ের দেয়ালে দেয়ালে
তোমার অনুভবের ছায়া
লেপটে আছে আস্তরণ হয়ে,
কষ্টের নীল আস্তরন ।
প্রতি নিয়ত জেগে থাকা ভয়ার্ত
কালচে হাত,আস্তে আস্তে ভেঙে পেলছে
আমার ভেতর,আমার বাহির সব,সব কিছু
আমাকে কুঁড়ে কুঁড়ে তলিয়ে নিচ্ছে
তোমার অতলে ।
নদী ভাঙ্গার উল্লাস কি কখনো দেখেছো
আস্তে আস্তে যে হিংস্র খেলায়
সব,সব কিছু শেষ করে
যেমন একজনকে নিঃস্ব করে দিয়ে যায়
তুমিও আমাকে তেমনি করে
নিঃশেষ করলে ও সুখ পেতাম
কিন্ত তুমি কি করলে
কোন প্রনয়ের বাঁধনে বেঁধে............।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.