![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৪ই ডিসেম্বরের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে এক জঘন্য বর্বর ঘটনা, যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। ঘাতক-দালাল চক্র এই পৈশাচিক-নির্মম নিধন যজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায়। ১৬ই ডিসেম্বরপাক-বাহিনীর আত্মসমর্পণের পরে আত্মীয়-স্বজনেরা মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে তাঁদের লাশ খুঁজে পায়। ঘাতকবাহিনী আমাদের শ্রেষ্ঠ সন্তানদের পৈশাচিকভাবে নির্যাতন করেছিল।
একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা,”পাশে দুটো লাশ, তার একটির হৃৎপিন্ড কে যেন ছিঁড়ে নিয়েছে। সেই হৃৎপিন্ড ছেঁড়া মানুষটিই হল ডঃ রাব্বী। ডঃ রাব্বীর লাশটা তখনও তাজা। জল্লাদ বাহিনী বুকের ভেতর থেকে কলিজাটা তুলে নিয়েছে।তারা জানতো যে তিনি চিকিৎসক ছিলেন। তাই তার হৃৎপিন্ডটা ছিঁড়ে ফেলেছে।”"
এমনি আরো অজস্র লোমহর্ষক ঘটনার বিবরণ পাওয়া যায় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়।সেইসব মর্মান্তিক ঘটনার শুনে বারবার শিউরে উঠতে হয়।
দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেলাম বিজয়ের সোনালি সূর্য। তাই দেশের শ্রেষ্ঠ সন্তানদের এই মহান আত্মত্যাগ আমরা যেন কোনও দিবসের মধ্যে সীমাবদ্ধ না রাখি। তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হোক। সেইসব শহিদ সূর্যসন্তানদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা নিয়ে লেখা পোস্টগুলোর পাঠক কমছে ক্রমেই
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৯
ডঃ এম এ আলী বলেছেন: দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেলাম বিজয়ের সোনালি সূর্য। তাই দেশের শ্রেষ্ঠ সন্তানদের এই মহান আত্মত্যাগ আমরা যেন কোনও দিবসের মধ্যে সীমাবদ্ধ না রাখি। তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হোক। সেইসব শহিদ সূর্যসন্তানদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল