![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একেকটা মানুষ একেকটা সম্পদ, একেকটা আলাদা আলাদা সত্ত্বা, আলাদা পৃথিবী। তারা মোমের আলোর মতই তার চারপাশকে আলোকিত করেন। এই আলোকিত পৃথিবী অন্ধকারে পর্যবসিত হয়, পরিবারের কারও অকাল মৃত্যুতে।
যখন একটা পরিবারের প্রধান উপার্জনক্ষম কারো অকালমৃত্যু হয়, তখন সেই পরিবারই বুঝে যে তারা কি হারিয়েছে। সেই পরিবার কি নিদারুণ মানসিক যন্ত্রণায় ভোগে, তা চিন্তার বাইরে। কারণ তারা হারায় তাদের পৃথিবীকে, তাদের সত্ত্বাকে।
(র্যাব) গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদের পরিবার হারিয়েছে তাদের পৃথিবীকে। আর রাষ্ট্র হারিয়েছে একজন চৌকস সেনা অফিসারকে।
শহীদ লে.ক.আবুল কালাম আজাদ।
মাতৃভূমির দায় শোধ করেছেন জীবন দিয়ে।
আপনার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা।
ভালো থাকুন আজাদ ভাই, শান্তিতে থাকুন। আর ভালো থাকুক প্রতিটি পরিবার।
©somewhere in net ltd.