![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সময়ের সবচেয়ে আলোচ্য ও সমালোচিত বিষয় হচ্ছে ষোড়শ সংশোধনী বাতিলের রায়।এই রায় ও রায়পরবর্তী অতিকথন ও সমালোচনার মাঝেও দুটি গুরুত্বপূর্ণ খবর আমাদেরকে নিয়মিত খোঁচা দিচ্ছে।
একটি হাজীদের কান্না অপরটি ইঁদুরের বাঁধ কর্তন।
বাংলাদেশে হাজীদের কান্না একটি নিয়মিত ঘটনা। এজেন্সির প্রতারণা এখানে একটি নিয়মিত ঘটনা। তবে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বাংলাদেশের মানুষ কস্মিনকালেও শুনেনাই। যে দেশে ধর্মমন্ত্রীর কাজ, চাঁদ দেখে দুই ঈদের তারিখ ঘোষণা করা সেখানে এই প্রতারণা মোটামুটি স্বাভাবিক। এই কয়েকদিনে এই সমস্যা নিয়ে মাননীয় ধর্মমন্ত্রীর একটা বিবৃতিও আমার চোখে পড়েনাই। আর অন্যদিকে যখন একের পর এক হজ ফ্লাইট বাতিল হচ্ছিল তখন বিমান পরিবহণমন্ত্রী ব্যস্ত ছিলেন সংবিধানে ইসলাম ধর্ম থাকলে কি সমস্যা হয় তা নিয়ে। প্রায় ১৭ হাজার হজ যাত্রীর হজে যাওয়া এখনো অনিশ্চিত।
মক্কা-মদিনার সাধারণ মানুষ হাজীদের খেদমতে নিজেদের নিবেদন করেন সওয়াবের আশায়,আর আমাদের দেশের কিছু অসাধূ লোক থাকে সিন্ডিকেট করে হাজীদের জিম্মি করে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর। এদের কারণেই প্রতিবছর মিডিয়ায় ভেসে আসে হাজীদের কান্নার আওয়াজ।
অন্যদিকে, আমাদের মাননীয় পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবারের বন্যার পেছনে ইঁদুরের হাত খুঁজে পেলেন। ইঁদুর বাংলাদেশে এখন সংবাদমাধ্যমে জায়গা করে নিচ্ছে।কাজেই ইঁদুর যে বিপজ্জনক,তা বলার অপেক্ষা রাখেনা।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১১
রাসেল টাচ বলেছেন: জি ভাই, হ্যামিলনের বাঁশিওয়ালা চাই।
২| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫
নীল আকাশ ২০১৬ বলেছেন: পানি সম্পদ মন্ত্রী যে একটা অকর্মার ধাড়ি - এটা তো তার চেহারা দেখলেই বুঝা যায়। আগামী নির্বাচনে বিএনপি পার্টিসিপেট করলে জাতীয় পার্টির এসব অকর্মাকে আওয়ামী লীগ লাত্থি মেরে বিদায় করবে, তা বলাই বাহুল্য।
রাশেদ খান মেননের মত নাস্তিককে যে দেশের বিমান মন্ত্রী করা হয়, সে দেশে হাজীরা কান্না করবে না তো কি ডিজে সনিকার সাথে তালে তালে নাচবে?
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বিপজ্জনক ইঁদুর যখন সবখানে দৃশ্যমান তখনো তো ভয় আরো বেগবান!
হ্যামিলনের বাঁশিওয়ালা চাই.....
ধারি ইদুর, এরে ইদুর, পাতি ইদুর, রাজনীতির ইদুর, লৌভী ইদুর, কর্পোরেট ইদুর, ধর্ম ব্যবসায়ী ইদুর, মজুদদার ইদুর, শিক্ষক ইদুর ধর্ষক ইদুর সকল ইদুরকে সাগরে সলিল সমাধী দেবার!!!!!