![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ালেখায় খুব চাপ,
ভাললাগে না আর, "বাপ"
আমি= গুরু, জীবন আমার অসহ্য হইয়্যা গেছে, "বিয়া করমু"
গুরু= কি করোস?
আমি=পড়ালেখা
গুরু= ব্যাটা, "ছাত্র বয়সে বিয়া আর আশি বছরে বাপ হইতে চাওয়া, দুইটাই সমান অপরাধ"
:p
আমি=তাইলে, কি করমু
গুরু= শুনলাম 'সানি' নাকি বাংলাদেশ এ আইতেছে
আমি= ধুর মিয়া, এডি কি কও
o.O
আমি ওইখানে গিয়া করমু
:o
গুরু= আরে ব্যাটা, তোরে যাইতে কে বলছে।
আমি তো বলছি আমার জন্য একটা টিকেট যোগাড় কইরা দে
^_^
আমি=
o.O
:o
এইডা কিছু হইলো!!!
২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০
রাসেদুল রিও বলেছেন: আপনার মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ স্যার
প্রথমত, আমি স্যার, "সাধু" সাজতে চাই নাই, আমি 'বিয়ে' করতে চাইছি।
দ্বিতীয়ত, ১৫০০০টাকা দিয়া সানিরে কি দেখার আছে, যখন ভিতর বাহির সব তার ঢিলা!!!
তৃতীয়ত, "গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়" এইটা সাঁইজি না, গুরু লালন এর গান
৩| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: হে হে হে ......... ভাই লেহাপড়া কদ্দুর?
সাঁইজি কারে কয় অহন জানেন না!!!!! হ লালনরে কয়।
৪| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
রাসেদুল রিও বলেছেন: "লেখাপড়া"!!!
এইটা তো মাত্র শুরু
আর সম্ভবত,
গুরু লালন যখন ঘর হতে বিতারিত হয়ে যার কাছে আশ্রিয় হন, তাহাকেই 'সাঁইজি' নামে সম্বোধন করা হয়
৫| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩
তপ্ত সীসা বলেছেন: জাতির ডিম্ব ভায়া ঠিক কইছেন। এই যেমন যায়গামত দুইডা ডিম্ব না দিয়া হেতির মাথাডারেই ডিম্ব বানাইয়া দিছেন উনি। সবই আল্লাহর ইচ্ছা, উনার হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই হয়না।
৬| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৯
রাসেদুল রিও বলেছেন: তপ্ত সিসা, ভাই বেশি গরম হইয়েন না, সিসা তাইলে গলিয়া যাইতে পারে
আমি বাচ্চা মানুষ, এত্ত কথার প্যাচ বুঝি না
বাই দ্যা ওয়ে, মতামত এর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ব্যাপারটা রাতের বেলা লুচ্ছামি করে সকাল বেলা সাধু সাজার মতো হয়ে গেলো না? সানি লিওনের পর্ণ দেখলে সমস্যা নেই, সানি লিওনকে দেখলে সমস্যা? সাঁইজির গানের কথা মনে পড়ে যায়ঃ
গোপনে যে বেশ্যার ভাত খায়,
তাতে ধর্মের কী ক্ষতি হয়!