নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

জাতীয় বাজেট!

০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৬:০২

বার্ষিক বাজেট এবং খরচ কমানোর প্রকল্প:
১. চাঁদ দেখা কমিটি চিরতরে বন্ধ ঘোষণা করা হোক।
- কারন সৌদি আরব তো আছেই।
সেভিংস ৭৫৯ কোটি টাকা (২০১৮-২০১৯ সালের হিসাব অনুযায়ী)

২. ঢাকা শহরের ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট অবাঞ্চিত ঘোষণা করা হোক।
- কারন, থাইক্যাই বা কি বা*ডা ছিড়ে। থাকলেও জ্যাম খামু না থাকলেও খামু!!
সেভিংস ১০ হাজার ৯৪৬ কোটি টাকা।

৩. আবহাওয়া অফিস কে টারমিনেট করা হোক।
- অহেতুক উনাদের পুষে লাভ কি?? তার বদলে একটা ছাগল বসায় দেন। যেদিন ঘন ঘন মুতবে ধরে নিবেন পর দিন বৃষ্টি হবে।
সেভিংস ৯ হাজার ৯৫০ কোটি টাকা।

৪. দুর্নীতি দমন কমিশন বাতিল করে দেয়া হোক।
- দেশে শতকরা ২০% লোক দুর্নীতি করে আর ৮০% লোক তা মেনে নেয়।(laws of Paretto) তাইলে এই কমিশন দিয়া ওই কমিশনে এক্সট্রা কমিশন কেন দিমু?
সেভিংস ১৫৯ কোটি টাকা।

৫. জাতীয় সংসদ কার্যক্রমকে Home Office করে দেয়া হোক।
- সশরীরে উপস্থিত থাইক্ক্যা কি লাভ টা হয়। হেয় এরে পোন্দায় ওই অরে পোন্দায়! আজাইরা রাস্তা পথে যাইতে গিয়া মরার জ্যামডা বাধায়। ভি আই পি মুভমেন্ট!! [মাদার**.... থাক মুকডা খারাপ করলাম না...]
সেভিংস প্রতি মিনিটে ২ লাখ টাকা। আনুমানিক সেভিংস ৩০ কোটি বাচ্ছরিক।

এই পাচঁটি এজেন্ডায় সর্বমোট সেভিংস ২১ হাজার ৮৪৪ কোটি টাকা প্রায়।

যা দিয়া আরো একটা ছোটখাটো পদ্মা সেতু বানাইতে পারবেন। বানান, বানাইয়্যা ইচ্ছামত বসাইবেন, বসান।

কারন, আফনেরাই তো বাপ মা!! আর আমরা কুত্তার ছা!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

কামাল১৮ বলেছেন: খারাপ বলেন নাই।

২| ০২ রা মে, ২০২৩ রাত ১১:১১

সাইবার সোহেল বলেছেন: আপনার বাজেট বিষয়ক কথাবার্তায়, গতকালের সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে আলোচক হিসাবে আগত প্রখ্যাত অর্থনীতিবিদ ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য্যের বলা একটা দারুণ কথা মনে পড়লো, আর তা হলো “ আমাদের জাতীয় বাজেট হয়েছে অনাথ, আর আই.এম.এফ., হয়েছে তার পালক পিতা।”... B-) বুঝলেন??? ;)

০৩ রা মে, ২০২৩ রাত ১২:২০

Rehan বলেছেন: আই.এম. ফা*** আপ! ;)

৩| ০৩ রা মে, ২০২৩ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: ইউ রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.