নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

রিদওয়ান হাসান

শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।

রিদওয়ান হাসান › বিস্তারিত পোস্টঃ

[একটি মানবিক আবেদন] আসুন, একজন মাকে বাঁচাই...

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫১

একজন মা দীর্ঘদিন যাবত অসুস্থ, দুইসপ্তাহ আগে ক্যান্সার ধরা পরেছে, অবস্থা অনেকটাই খারাপ৷ আলেম ফ্যামিলি, খোঁজখবর নিয়ে জানতে পারলাম, তাদের টাকার খুব প্রয়োজন, ডাক্তার বলছেন, দ্রুত চিকিৎসা চালিয়ে যেতে৷

যিনি নিকাহ গ্রুপের একজন সম্মানিত এডমিন ও পপুলার একটা ব্লাড গ্রুপের সাথে জড়িত। যেই মানুষটা দিনের পর দিন মানুষের উপকারে নিরলস স্বেচ্ছাশ্রম দিয়ে আসছেন, বড়ই সাদাসিধে পরোপকারী মানুষ, কখনো কোনো স্বেচ্ছাশ্রমে তাকে ‘না’ করতে শুনিনি। যে মানুষটা সব সময় মানুষের পাশে থেকেছেন আজ আমাদের উচিত তার পাশে দাঁড়ানো। তার মায়ের খাদ্যনালীতে ক্যান্সার। এখন সেকেন্ড স্টেজে আছেন। ইতোমধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। রোগনির্ণয়ে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়ে গেছে, এখন সেই ক্যান্সার ক্রমবর্ধ্বমান। জরুরি চিকিৎসা পথ্য গ্রহণ না করলে অবস্থা বেগতিক হয়ে পড়বে। তার জন্য প্রায় তিন চার লাখ টাকা প্রয়োজন।

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ একথাটি যদি সত্য হয়, তাহলে আপনাদের সহযোগিতায় বেঁচে যেতে পারে একজন মমতাময়ী মায়ের জীবন।

ডাক্তারের দেয়া তথ্য মতে, সময় মতো চিকিৎসা চালিয়ে যেতে পারলে তার আম্মাও আমাদের মতো পৃথিবীর আলো-বাতাস ভোগ করতে পারবেন। দুই সপ্তাহর মধ্যে রোগীকে নিয়ে ঢাকায় আসতে বলা হয়েছে। আর এই ব্যয়বহুল চিকিৎসার অর্থজোগান দেয়ার সামর্থ রোগীর পরিবারের কারো নাই। যদিও এদিক সেদিক থেকে কিছু টাকার জোগানও হয়েছে, এখনো দু্ই লাখ টাকার প্রয়োজন।

একটা আলেম পরিবারের পক্ষে এত টাকার ঘানি টানা কষ্টসাধ্য ব্যাপার। তার উপর তার ফ্যামিলিতে শক্ত উপার্জনক্ষম কেউ নাই। সবাই ছাত্র মানুষ। তাই এতগুলো আলেম সন্তানের জননীর জন্য এগিয়ে আসা মানবিক দায়িত্ব। আমরাও তো কোনো না কোনো মায়েরই সন্তান। মা মানে তো মা। একজন সন্তান হয়ে মায়ের জন্য কি আমরা কিচ্ছু করতে পারব না?

আমরা যে যার মতো সাহায্যের হাত এগিয়ে দিলে একজন মা বেঁচে যেতে পারেন। তার দোয়াতে আমরা হতে পারি অসংখ্য সওয়াবের ভাগিদার। আসুন, খুশি মনে যার যার সাহায্যের হাত এগিয়ে দেই।

কেউ যদি ওই মায়ের সন্তানের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পারসোনালি বিস্তারিত আরো তথ্য জানিয়ে দিবো ইনশাআল্লাহ।


সহযোগিতা করতে :
কামরুল ইসলাম
বিকাশ- 01681363386
রকেট- 019295153540

রিদওয়ান হাসান
রকেট- 017361091935

তারিক ফয়জুল্লাহ
বিকাশ- 01877723923
নগদ- 01521216719
FAYZULLAH
Dutch-Bangla Bank Limited.
AC : 1931050003456

জুবায়েন আন নাঈম
JOBAER AN NAEEM
Islami Bank Bangladesh Limited
AC : SMSA-616
(20502236700061600)

ফেসবুক ইভেন্ট লিংক

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



উনার সুস্হতা কামনা করছি; চেষ্টা করবো

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪০

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ ভাই। প্রীত হলাম। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।

২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা খুব বেশি দরিদ্র।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৬

রিদওয়ান হাসান বলেছেন: আসলেই খুব দরিদ্র। করোনার কারণে দেশ আরো দরিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে।

৩| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

নেওয়াজ আলি বলেছেন: বিকাশ করতেও বাহির হওয়া কঠিন । তবে চেষ্টা করবো কিছু করতে।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ ভাই। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.