![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
…অতঃপর সরকারি দল এবং বিরোধী দল সহ সকলে মিলিয়া মিশিয়া, কাঁধে কাঁধ মিলাইয়া, পারস্পারিক সহযোগীতার ভিত্তিতে শাসনকার্য পরিচালনা করিতে লাগিলেন। একের বিপদে আরেকজন ত্বরিত আগাইয়া আসিল। এর ফলে দেশ দিনে দিনে উন্নতির শিখরে পৌঁছাইয়া যাইতে লাগিল। সকল বিদেশী বন্ধুরা আমাদের দেশে আসিয়া পরম বিস্ময়ে চাহিয়া থাকিতে লাগিলেন। দেশের জনগণের আর কোন দুঃখ থাকিল না। তাদের সকল মৌলিক চাহিদা সরকার পুরণ করিতে বিন্দুমাত্র দ্বিধা করিল না। ফলে বাংলার অভাগা মানুষ পরম সুখে দিনাতিপাত করিতে লাগিল।
এটাকে আপনারা কি বলবেন??????
©somewhere in net ltd.