![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি একজন সাধারন ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও ভগিনীগণ (জেনারেল হওয়ার সময়ানু্যায়ী), উপরের এই কথাগুলোর মানে কি? আমি কি “জেনারেল” হইছি? আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। চোখে বার কয়েক ঘষা দিয়ে অবিশ্বাসী দৃষ্টি নিয়ে আবার ভাল করে তাকিয়ে দেখলাম যে এটা আমার দৃষ্টিভ্রম নয়। মন বড় অবিশ্বাসী হয়ে গেছে। ৮ মাস ১ সপ্তাহ আগে অনেক আশা করে সামুতে একটা আইডি খুলেছিলাম। এরপর থেকে প্রতিদিনই একাধিকবার ঢু মারতাম আমার নিজস্ব পেজ-এ। কিন্তু Watch নামক লোহার শিকল গলিয়ে বের হতে পারিনি। ২/৩ মাস অপেক্ষা করার মানসিক প্রস্তুতি ছিল। কিন্তু এরপর থেকে প্রতিদিন কস্ট বেড়েছে
। এতদিন জানতাম আমরা আজন্ম ম্যাঙ্গো পিপল মানে সাধারণ (জেনারেল আর কি) মানুষ। এতদিনে বুঝলাম, নারে পাগলা! সাধারণ হতেও ম্যালা ঝামেলা।
ওকে, আর কোন মান-অভিমান নয়। এবার সময় হয়েছে আনন্দ করার... চলুন সবাই মিস্টি মুখ করি।
(আমি খুব দুঃখিত এবং লজ্জিত...পিক আপলোড হচ্ছে না।)
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
ইছামতির তী্রে বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনাকে সু-স্বাগতম। মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
ইমরান ভাই ১ বলেছেন: আমিও পাইছি আজক্যা তাই আফনার সাথে গলা মিলায়া আপনার পরিবর্তে মিস্টি দিলাম ।
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
ইছামতির তী্রে বলেছেন: বাহ! তাই নাকি! আমার অভিনন্দন গ্রহণ করুন। আমার ব্লগ বাড়িতে আপনাকে সু-স্বাগতম। মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। দেখেন ত কি লজ্জার কথা! আমি মিস্টি খাওয়াইতে পারলাম না বলে দুঃখিত। আর আমার মিস্টি আপনি দিয়ে দিয়েছেন এজন্য ধন্যবাদ দিয়ে নিজে ছোট হতে চাই না। বন্ধু হবার আহবান জানাচ্ছি।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
ইমরান ভাই ১ বলেছেন: আপনাকে অনুসরন করলাম তার মানে বন্ধু বানালাম সাথেই থাকবেন ইনশাআল্লাহ।
তবে কখোনো যদি দেখেন খারাপ কিছু লিখছি/বলছি তাহলে জানাতে ভুলবেন না বন্ধু হিসেবে।
দাওয়াত রইলো এখানে
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২
ইছামতির তী্রে বলেছেন: বড়ই ভাল লাগল। আমাকেও সাবধান করবেন। আমাকেও সাবধান করবেন। আপনাকেও অনুসরন করলাম
৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
মামুন রশিদ বলেছেন: ৮ মাস ১ সপ্তাহ!
শুভেচ্ছা! হ্যাপি ব্লগিং!
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
ইছামতির তী্রে বলেছেন: সাধে কি আর মন খারাপ! ৮ মাস কেন লাগবে আমি এর কারণ বুঝলাম না। আমার ব্লগ বাড়িতে আপনাকে সু-স্বাগতম। মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
ড. জেকিল বলেছেন: কন কি!!!!!!!!!! এত্তোদিন লাগে ?
আজিব ব্যাপার!!!!
আমি তো প্রথম পোস্ট দেওয়ার দিনই সেফ হইছিলাম।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
ইছামতির তী্রে বলেছেন: আহারে! কি সৌভাগ্য আপনার! আমার ব্লগ বাড়িতে আপনাকে সু-স্বাগতম। মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা! হ্যাপি ব্লগিং!
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
ইছামতির তী্রে বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনাকে সু-স্বাগতম। মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০০
বেকার সব ০০৭ বলেছেন: হ্যাপি ব্লগিং!অভিনন্দন আপনাকে। আমাকে ৮ মাস ১ সপ্তাহ পরে জেনারেল করেছিল
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
ইছামতির তী্রে বলেছেন: আপনার কস্ট আমার চেয়ে বেশী কেউ বুঝবে না। অভিনন্দন আপনাকে। আমার ব্লগ বাড়িতে আপনাকে সু-স্বাগতম
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
মেহেদী হাসান মানিক বলেছেন: তাইত মনে হচ্ছে।
অভিনন্দন