![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভোট বিক্রি তো বিবেক বিক্রি
ভোট বিক্রি করবেন না ।
নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন”।
ইসি
আজ সকালে এই মেসেজটি পড়লাম। পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় ইসি অফিস। আহারে! কি সুন্দর দ্বায়িত্ব পালন! কার এত্ত বড় বুকের পাটা ইসিকে ছিঃ ছিঃ বলে!
ভাইজানেরা আপনারা কি আগামীকাল দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন? নাকি আপনার ভোটের ভাগ্য সুপ্রসন্ন নয়। মানে ১৫৩-র খপ্পরে পড়েছেন নাকি?
আমি আছি ১৫৩-র মধ্যে। কি কপাল আমার! বিজয়ী হওয়ার জন্য আমার ভোটের প্রয়োজন নেই।
আপনাদের কার কি অবস্থা???????
সবাইকে সংগ্রামী শুভেচ্ছা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫
ইছামতির তী্রে বলেছেন: একাদশের জন্য অপেক্ষা করতে থাকেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
নামহীন একজন বলেছেন: ভোট বিক্রি = বিবেক বিক্রি
তাহলে, ভোট = বিবেক।
কিন্তু আমাদের এলাকায় কারও ভোট নাই, তাহলে কারও ...
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫
ইছামতির তী্রে বলেছেন:
ভালই বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪
এন ইউ এমিল বলেছেন: ১৫৩-র খপ্পরে পরছিরে ভাই
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭
ইছামতির তী্রে বলেছেন: (
(
(
একাদশের জন্য অপেক্ষা করতে থাকেন।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪
রাজীব বলেছেন: আমি এখনো জানি না, আমার বিবেক আছে কি নেই??
Click This Link
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
ইছামতির তী্রে বলেছেন: দার্শনিকদের মত বাণী দিলেন ভাই। তবে নিজেকেই যখন প্রশ্ন করেছেন তখন ধরে নেয়া যায় আপনার বিবেক আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮
রাতুল রেজা বলেছেন: কালকে কি ভোট হচ্ছে নাকি?
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
ইছামতির তী্রে বলেছেন: আপনার কি সন্দেহ আছে???
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
ব্লগার হাসান বলেছেন: আমার অবস্থাও আপনার মত
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
ইছামতির তী্রে বলেছেন: (
(
(
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২
মোঃ উরমান বলেছেন: আমিও খয়রাতি এমপির খবলে পড়েছি।
কারণ ভোটের অধিবার নিশ্চিত করে ফেলেছেন প্রধান মন্ত্রী।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
ইছামতির তী্রে বলেছেন:
প্রধানমন্ত্রী আপনাকে বিপদ থেকে রক্ষা করেছেন। তাকে ধন্যবাদ দেন।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
মোঃ উরমান বলেছেন: মিও খয়রাতি এমপির খবলে পড়েছি।
কারণ ভোটের অধিকার নিশ্চিত করে ফেলেছেন প্রধান মন্ত্রী।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
ইছামতির তী্রে বলেছেন: আপনার কমেন্টস দু'বার এসেছে। বুঝছি, খয়রাতের মূল্যহ্রাস চলছে।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
মোঃ উরমান বলেছেন: আমিও খয়রাতি এমপির খবলে পড়েছি।
কারণ ভোটের অধিকার নিশ্চিত করে ফেলেছেন প্রধান মন্ত্রী।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
েব্রকআউট বলেছেন: যাচ্ছি না, মাথায় সামান্যতম মাল থাকলে যাত্তয়া উচিত না। কারণ দেশ টা আর আমাদের না। দেশ টা একজনের বাবার, আর একজনের স্বামীর।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২
ইছামতির তী্রে বলেছেন: ভাল বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪
জনাব মাহাবুব বলেছেন: আমি ভোট বিক্রি করুম, সাথে বিবেকও।
বিবেক থাকলে তো এই দেশে বাস করতে পারমু না।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
ইছামতির তী্রে বলেছেন: কত দাম, বলেন?
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০
মেমননীয় বলেছেন: যাদের মাথায় সামান্যতম জ্ঞান-বুদ্ধি আছে তারা যাবে না।
ব্যক্তিত্বহীন, বিবেকহীনদের জন্যই এই ভোট।
মধ্যবিত্তের সম্বল এই দুইটাই।
আমিও জারজ এম্পির এলাকায়!
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
ইছামতির তী্রে বলেছেন: আমার কিছু বলার নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: কালকে ভোট নাকি ? পান তামুক কিছুই পাইলাম না
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০
ইছামতির তী্রে বলেছেন:
ধন্যবাদ বস। বাংলাদেশের ইলেকশনের চিরন্তন একটা সত্য তুলে এনেছেন।
চা, পান, সিগারেট ছাড়া কিসের ইলেকশন।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
জহির উদদীন বলেছেন: বেচার আগেই হাসিনা বুবু খাইয়া ফেলাইছে....
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
ইছামতির তী্রে বলেছেন: উনার বুঝি খিদা লাগে না!
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
েব্রকআউট বলেছেন: আমরা অসহায়, জিম্মি। আমাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
ইছামতির তী্রে বলেছেন: কিসের অধিকার????????????????
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: মত প্রকাশের স্বাধীনতা নাই!তাই নো কমেন্টস।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭
ইছামতির তী্রে বলেছেন: আপনার 'নো কমেন্টস' গ্রহণ করা হলো।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
মহাপাগল বলেছেন: আমার ভুট নাই। আগেই দিয়াহালাইছি
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
ইছামতির তী্রে বলেছেন: ক্যাম্নে এই অকামডা করলেন ভাই?
ঝেরে কাশেন।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি যাকে ভোট দিতে চাই, সে ভোটে দাঁড়ায়নি
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩
ইছামতির তী্রে বলেছেন: কেন আপা আপনার এলাকায় কি কোন গডফাদার খাড়াইছে নাকি!?
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১
সিদ্ধার্থ. বলেছেন: আমি মে মাসে ভোট দিতে যাব ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭
ইছামতির তী্রে বলেছেন: ভাইজানের কি এখনও ১৮ বছর হয়নি?
যাইহোক, আপনি মনে হয় একাদশের কথা বলছেন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১
সিদ্ধার্থ. বলেছেন: নাহ !আমার ২৫ বছর হয়ে গেছে ।এবং আগামী মে মাসে আমি দেশের সাধারণ নির্বাচনে অংশ গ্রহন করব ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮
ইছামতির তী্রে বলেছেন:
কোন এলাকায় নির্বাচন করবেন, আমারে জানাইয়েন । দরকার হলে ভোটার আইডি স্থানান্তর করব।
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭
হেডস্যার বলেছেন:
কই ট্যাক ট্যুকা তো কেউ দিল না ?
কারে ভোট দিতে যামু?
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
ইছামতির তী্রে বলেছেন: যোগাযোগ করেন।
ধন্যবাদ ভাই।
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
ভোরের সূর্য বলেছেন: কালকে ভোট নাকি?????
কালকেতো তামাশা।
টিভিটে বসে বসে আওয়ামীলীগ এবং আওয়ামী নির্বাচন কমিশনের লাইভ তামাশার নাটক দেখবো।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩
ইছামতির তী্রে বলেছেন: ভোট কেমন দেখলেন ভাই?
২৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: সরি, নিজের লেখা লিংক করতে চাচ্ছিলাম, পারলাম না। প্লিজ উপরের আমার কমেন্টগুলো মুঝে দিন।
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
ইছামতির তী্রে বলেছেন: প্রায় ৫ দিন পরে লগ ইন করতে পারলাম!!!
তাই অন্তত একটা কমেন্টশ রেখে দিলাম ভাই।
২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
মিতক্ষরা বলেছেন: কে ভোট দিয়েছে তা কি জানেন? ভোট দিয়েছে এমন কাউকেই পাচ্ছি না।
২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দাদা আমরা এবার না ৫% ভোটের শতভাগ পেয়েছি!
100-53(153 case) =47
47-5=42 েমাট অনুপিস্থত = ৪৭+৪২=৮৯%
আহা ৪২ জনের (৮৯%) কেউই ভোট দিতে গেল না।
৫% এর মাঝে আবার নাবালক!
টুকুর ভাই গং,
ব্যালট ছিনতাই,
বিরোধী পক্ষকে কেন্দ্র থেকে বহিস্কার!!!!!
এর পরও তাদের সমর্থকরা কথা বলে!! গণতন্ত্রর কথা বলে? স্বাধীনতার কথা বলে????!!! সংবিধানের কথা বলে!!!!!!
থু:হহহহহহহহহহহহ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
নীল ভোমরা বলেছেন:
আমারও ভোট দেবার সৌভাগ্য (গণতান্ত্রিক অধিকার প্রয়োগের) হবেনা এবার!