![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনগণের ইচ্ছের বিজয় হয়েছে। শেষতক পিছু হটলো আমাদের তাবেদার বিসিবি।
তবে তাদের ধন্যবাদ জানাতে পারছি না। কারণ তারা সঠিক পথে ছিল না।
যে ২০ জন পরিচালক প্রথমে পক্ষে ভোট দিয়েছিল তারা চিরদিন জনগণের কাছে ধিকৃত, ঘৃণিত ও পতিত ব্যক্তি হিসেবে
চিহ্নিত হবে।
এখন আমাদের দাবী পুরো বিসিবিকে ঢেলে সাজানো। আমাদের দাবী ঐসব বাজে লোকদের অবিলম্বে বিসিবি থেকে বিতারিত করা হোক।
আর যে তিনিজন সাহসী মানুষ প্রথম থেকেই এর বিপক্ষে ছিলেন তাদের কাউকে সভাপতি করা।
প্রমাণ হলো 'জনগণই ক্ষমতার উত্স'।
লিঙ্কঃ অবশেষে তিন মোড়লের বিপক্ষে অবস্থান বিসিবির
দেশের পাশে থাকুন সবাই।
সবাইকে ধন্যবাদ।
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫
ইছামতির তী্রে বলেছেন: ভাই, ওরা তো আসেনি!! ওদের জোড় করে টেনে আনা হয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন ভাই বলেছেন আমিও বলি!
সেই এলি তবে কেন লোক হাসালি!!
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮
ইছামতির তী্রে বলেছেন: সত্যি ওরা আসতে চায়নি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০
মামুন রশিদ বলেছেন: সেই এলি, তবে কেন লোক হাসালি!