নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

এক হালির বেশী স্পিনার খেলানোর মানে কি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

(এভাবে চললে ব্লগিং করা শিকেয় তুলতে হবে। ৪দিন পর পেজ ওপেন করতে পারলাম। X((X((X((X(()



দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড বড়ই অদ্ভুত লাগলো। মাত্র একজন পেসার নিয়ে খেলছে তারা! :-* বাকী সব স্পিনার। চলুন দেখি স্পিনাররা কেমন করেছে। সোহাগ গাজী ১৮১ রান, সাকিব ১৪৮ রান, মাহমুদুল্লাহ ১১০ রান। না, না, আপনারা যা ভাবছেন তা নয়। উপরের তিন স্পিনত্রয়ী একেকজন এত করে রান দিয়েছেন!!! X((X(X(( মনে হচ্ছে ভান্ডার উজার করে দিয়েছেন সবাই। সাকিব তবু ৫টি উইকেট পেয়ে কিছুটা সান্তনা পেতে পারেন। কিন্তু বাকীরা? বাকী দু'জন উভয়েই একটি করে উইকেট নিয়েছেন। এদের থেকে অকেশনাল বোলার নাসির ভাল করেছেন। তিনি নিয়েছে ২ উইকেট। সবেধন নীলমনি একমাত্র পেসার আল-আমিন পেয়েছেন ১টি উইকেট।



তাহলে এক হালির বেশী স্পিনার খেলানোর নামে কি? X(X(X(



নাকি বাংলাদেশে ‘যাহাই পেসার তাহাই স্পিনার’? :((:((:((



সাঙ্গাকারাকে ধন্যবাদ তার প্রথম ট্রিপল সেঞ্চুরি জন্য। (যদিও ব্যাটাকে পিটাতে ইচ্ছে করছে)।X((X((





সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দাদাবাবুদের ধূতি ধরে আছে কিনা কর্মকর্তারা দেখেন!!!

কার বাড়ীতে কোন গিফট পৌছে গেছে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে দেশকে হারিয়ে বিদেশকে জিতিয়ে দেবার জণ্য!

উপরি পাওনা ক্রিকেট নিয়ে লড়াইয়ে আঙুল উচিয়ে বলতে পারা- দেকেচেন- আমরা আগেই বলেছিলাম--- আসেন আমরা ৩ জনে খেলি!! একি সবার খেলা নাকি!!!!!!ইত্যাদি ইত্যাদি!!!


কে জানে? আর জানার চেষ্টাও কারো নাই মনে হচ্ছে!!!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

ইছামতির তী্রে বলেছেন: আপনার কমেন্টেসের কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। কারণ কোন কিছুই আর অবিশ্বাস করা মত অবস্থায় নেই।

তবে আশা করি, আপনার অনুমান যেন মিথ্যা হয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.