নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনে জয়লাভ করে মাহাথিরের সেই অলোচিত টুইট

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

মালয়শিয়ার সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ৯২বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দেশটির জনপ্রিয় নেতা মাহাথির মোহাম্মদ। নির্বাচনে জয়লাভের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন। প্রিয় ব্লগারদের উদ্দেশ্যে মাহাথির মোহাম্মদের টুইটটি প্রকাশ করা হল।



আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার জীবনের বাকি অংশ মহান আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়ে ও আত্মসমর্পন করে কাটাতে চাই। আমি এখনো আমার একাকিত্বে মনোনিবেশ করতে পারি। তবুও যখন আমি আমার চোখ বন্ধ করি তখন দেখতে পাই, আমার জনগণকে শোষন করা হচ্ছে।

আমি দেখেছি, শয়তান দ্বারা পরিচালিত লোভাতুর হাত আমার যুবকদের অধিকার কেড়ে নিচ্ছে। আমি জানি আমার কিছু করতে হবে। যারা নিজেদের অপরাধবোধকে অনুধাবন করে না তাদের অপরাধগুলো চোখের সামনে দেখে আমি হাতগুটিয়ে বসে থাকতে পারি না।

হে আল্লাহ, আমি জানি তুমি কেন অনুগ্রহ করে আমার আয়ু ৯৩বছর পর্যন্ত বৃদ্ধি করেছ। আমি এখনো আমার শেষ যুদ্ধ মোকাবেলায় তীক্ষ্ণ ও গভীরভাবে ভাবতে যথেষ্ট শক্তিশালী ও স্বাস্থ্যবান। তোমার অনুগ্রহের জন্য শুকরিয়া, আমি আমার জনগণের অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়েছি ও শত্রুদের দমন করতে পেরেছি। আমার কাজ শেষ করে আমি আত্মার প্রশান্তির সাথে মৃত্যুকে আলিঙ্গন করতে পারব ও জান্নাতে আমার সৃষ্টি কর্তার সাথে সাক্ষাত করতে পারব।

আমার একটি ইচ্ছা হল, মৃত্যুর পর আমার নাম ও নিজেকে প্রশংসিত দেখতে চাই না। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমাকে স্বরণ করার কোন প্রয়োজন নেই। আমি যা করেছি তা শুধু মৃত্যুর পর আপনার সাথে স্বাক্ষাতের আশায় আপনারই প্রেরিত বিধান মেনে করেছি।

যদি কেউ আমাকে শুভেচ্ছা জানাতে চান তাহলে শুধু এতটুকু দোয়া করুন যেন, আমি আমার সৃষ্টিকর্তার কাছে নিরাপদে পৌঁছে যেতে পারি। আমিন

----
আমি অভিভূত, বিস্মিত এবং আনন্দিত। একজন মুসলিম, একজন বিশ্বাসী, একজন আত্মসর্মপিত আত্মার কি দারুণ নিবেদন স্রষ্টার সমীপে! সকল দায়বদ্ধতা যখন পরম প্রভুতে স্থাপিত হয় তখন সেই নির্লোভ, নির্মোহ আত্মার পক্ষেই ভাল কিছু মহৎ কিছু করা সম্ভব হয়।

আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ এতদিন বিশ্বের মানুষের কাছে পরিচিত ছিলেন একজন চ্যাম্পিয়ন ‘স্টেটসম্যান’ হিসেবে। আর এখন তিনি একজন সত্যিকারের মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। যিনি বয়সকে উপেক্ষা করে সময়ের প্রয়োজনে আবারো দেশ গঠনের মহান ব্রতে অঙ্গীকারবদ্ধ।

স্যালুট ইউ মাহাথির মোহাম্মদ।

মূল লেখার লিঙ্কঃ Click This Link

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

রাকু হাসান বলেছেন: একজন মহামানব বলা যায় । এই মাহাথির এর জন্যই আজকের মালোশিয়া । শুভকামনা আপনার প্রতি ভাই

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬

ইছামতির তী্রে বলেছেন: খুব ভাল বলেছেন। তিনি একজন মহামানব।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



আরেকটা টুইট আসতে পারে, "মালয়েশিয়ায় এত বিদেশী দরকার নেই"।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

ইছামতির তী্রে বলেছেন: তাহলে আমাদের জন্য সেটা দুঃসংবাদ হতে পারে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আরেকটা টুইট আসতে পারে, "মালয়েশিয়ায় এত বিদেশী দরকার নেই"।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

ইছামতির তী্রে বলেছেন: তাহলে আমাদের জন্য সেটা দুঃসংবাদ হতে পারে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৯

রাকু হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ .শেয়ার করার জন্য ভাই

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮

ইছামতির তী্রে বলেছেন: পড়া এবং মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

একজন মুসলিম একজন বিশ্বাসী একজন আত্মসর্মপিত আত্মার দারুন নিবেদন স্রষ্টার সমীপে!
সকল দায়বদ্ধতা যখন পরম প্রভুতে স্থাপিত হয় তখন সেই নির্লোভ নির্মোহ আত্মার পক্ষেই
ভাল কিছু মহত কিছু করা সম্ভব হয়।

মহাকালে এভাবেই সুন্দর মহত আত্মার ইতিহাস রচিত হয়।

+++

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:২৬

ইছামতির তী্রে বলেছেন: অসাধারণ মন্তব্য করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এক কথায় পুরো ব্যাপারটা তুলে এনেছেন। এটুকু মূল লেখায় সংযোজন করলাম। নিশ্চয়ই আপনার অনুমতি পাব ইনশাআল্লাহ।

৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: অসাধারণ মন্তব্য করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এক কথায় পুরো ব্যাপারটা তুলে এনেছেন। এটুকু মূল লেখায় সংযোজন করলাম। নিশ্চয়ই আপনার অনুমতি পাব ইনশাআল্লাহ

হৃদয়ের গহন থেকে উচ্চারিত কথা এভাবেই কি সকলের মন ছুঁয়ে যায়!!
আপনি মূল পোষ্ট যুক্ত করে সম্মানীত করায় অনেক অনেক কৃতজ্ঞতা :)

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২১

ইছামতির তী্রে বলেছেন: পোষ্টে যেটুকু ঘাটতি ছিল তা আপনার ঐ কথাগুলোর মাধ্যমে পূর্ণতা পেয়েছে। আমি এরকম কিছু কথাই বলতে চেয়েছিলাম। কিন্তু যেভাবেই হোক ছুটে গিয়েছিল।

যাইহোক, আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ ভাই।

৭| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহাথীর বস!!!
আমাদেরগুলো সস্!!!X(

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২২

ইছামতির তী্রে বলেছেন: সরস মন্তব্য! হাহাহা

আমাদের নেতারা লুটপাটেই বেশী সময় কাটায়।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: স্যালুট বসের জন্য

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২৩

ইছামতির তী্রে বলেছেন: //স্যালুট বসের জন্য//

ধন্যবাদ ভাই।

৯| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অসাধারণ। মুসলিম নেতাগুলো শুধু আল্লাহকে ভয় পেলেই দেশের চেহারা পাল্টে যেত...

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২৪

ইছামতির তী্রে বলেছেন: একদম সত্যি বলেছেন। অন্যান্যদের সাথে এখানেই আমাদের ফারাক। আমাদের মাঝে অবশ্যই আল্লহভীতি থাকতে হবে। তাহলে আমরা আল্লাহর সাহায্য পেতে পারি।

ধন্যবাদ ভাই।

১০| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

কলাবাগান১ বলেছেন: আসল টুইটের লিং দেন..খুজে পাচ্ছি না
https://twitter.com/chedetofficial/with_replies

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

ইছামতির তী্রে বলেছেন: টুইটের লিঙ্ক আমিও কালকে খুজেছি। সময় স্বল্পতার কারণে পারিনি। আজ আবার দেখব। পেলে আপনাকে জানাব। তবে সমস্যা হলো মালয় ভাষায় লেখা হলে এটা খুজে পাব না। আর আমি যেখান থেকে লেখাটা নিয়েছি সেটার লিঙ্ক নিচে দেয়া আছে।

ধন্যবাদ ভাই।

১১| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: একেই বলে নেতা।

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

ইছামতির তী্রে বলেছেন: জনতার নেতা।
ধন্যবাদ ভাই।

১২| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:০১

ঢাবিয়ান বলেছেন: মাহাথির কি এমন লিডার? তার কি ফাদার অব হিউম্যনিটি, ফাদার অব এডুকেশন, ফাদার অব নেশন, অন্তত গোটা দশেক ডক্টরেট ডিগ্রী আছে? আমাদের দেশের নেতা নেত্রিদের আছে। সুতরাং আমাদের লিডাররা মাহাথিরের চাইতে অনেক অনেক বেশি যোগ্যতাসম্পন্ন!

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২৯

ইছামতির তী্রে বলেছেন: আপনার মন্তব্যের প্রতিউত্তর কি দেয়া যায় ভেবে পাচ্ছি না। তাই আপনার মতের সাথে একাত্মতা প্রকাশ করছি।

ধন্যবাদ ভাই।

১৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪১

Ahsan mir বলেছেন: ভাল মানুষেরা সবসময় প্রসংশারা দাবীদার

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩০

ইছামতির তী্রে বলেছেন: নিঃসন্দেহে।

ধন্যবাদ ভাই।

১৪| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৪৫

কলাবাগান১ বলেছেন: মাহাথির কে অনেক পছন্দ কেননা উনি উদার মনের মানুষ...কিন্তু আপনি যে বিখ্যাত টুইটের কথা লিখলেন অনেক খুজলাম এমন কোন টুইট উনার টুইটার পেজে পেলাম না.....আপনি যে লিংক দিয়েছেন সেটা ভুয়া আরটিএন সাইট যারা ভুয়া খবর বানানোতে রাজা...তাদের পেজেও কোন সরাসরি লিং নাই...আপনি যদি সরাসরি কোন লিং দিতে পারেন তাহলে আই উইল ইট মাই ওয়ার্ডস

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

ইছামতির তী্রে বলেছেন: এমন একটা টুইট তারা নিজেরা তৈরী করবে আমার বিশ্বাস হয় না। এখন টুইটটা যদি তার নিজের ভাষায় হয় তাহলে খুজে পাওয়া মুশকিল হবে বৈকি।

ধন্যবাদ।

১৫| ২৭ শে মে, ২০১৮ রাত ১:১২

শহীদ আম্মার বলেছেন: মাহাথির যা করেছেন তা তিনি দ্বায়িত্ব মনে করেছেন। আমাদের গুলো ক্ষমতাকে প্রাপ্য হক মনে করেন। শেখ হাসিনার বর্তমান ধারাবাহিক শাসনের প্রথম পর্বে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা মন্ত্রীত্ব পাননি। একপর্যায়ে তোফায়েল সাহেব মন্ত্রীত্ব পাওয়ার কাছাকাছি অবস্থায় গিয়েছিলেন তখন উনাকে প্রধানমন্ত্রী ইনভাইট না করায় তার চোখে জাতি পানি দেখেছে!
এদের মত মানুষগুলো আমাদের নেতৃত্ব দেয় এটা ভাবতেই ঘৃণা লাগে! শতধিক! এদের।
মাহাথির নিজের বেতন কমাচ্ছেন আর আমাদের গুলো মোবাইল কেনার টাকাও দেশ থেকে নিচ্ছেন।
হয়তো একদ্নি এদের বউ-বাচ্চাদের শাড়ি,পেটিকোট, ব্লাউস, হাফ পেন্ট, স্নো পাউডার সব দেশের টাকায় কিনে দিতে হবে।

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭

ইছামতির তী্রে বলেছেন: ভাল বলেছেন।

আমাদের ৯৯% নেতাদের ধান্ধাই থাকে ক্ষমতায় গিয়ে দেদারছে কামাবে। তাই যখন একবার সুযোগ পায় তার পুরো সদ্ব্যবহার করতে ছাড়ে না। বিশ্বের অনেক দেশেই এমন নেতা দেখতে পাওয়া যায়। তবে আমাদের দেশে বেশী।

ধন্যবাদ ভাই।

১৬| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাহলে আমাদের জন্য সেটা দুঃসংবাদ হতে পারে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

২৭ শে মে, ২০১৮ সকাল ১১:২৮

ইছামতির তী্রে বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৭| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এইনা হলো একজন মহান নেতা।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১০

ইছামতির তী্রে বলেছেন: অবশ্যই তিনি একজন মহান নেতা।

ধন্যবাদ।

১৮| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৪০

উদাস মাঝি বলেছেন: টুইট কি বাংলাতে করছিল ! ;)

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১১

ইছামতির তী্রে বলেছেন: :)

নারে ভাই। এটা অনুবাদ করা। মূল লিঙ্ক নিচে দেয়া আছে।

ধন্যবাদ।

১৯| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

বিজন রয় বলেছেন: সূত্র দেন।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৮

ইছামতির তী্রে বলেছেন: লেখার একদম নিচে সূত্র দেয়া আছে।

২০| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি শেয়ারের জন্য ধন্যবাদ।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

ইছামতির তী্রে বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২১| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৪০

কলাবাগান১ বলেছেন: "লেখার একদম নিচে সূত্র দেয়া আছে" .......। ভুয়া লিং দিয়ে ওয়াহাবী চিন্তাধারা কে প্রমোট করছেন...ভুয়া টুইট ..আমি নিজে উনার ভাষার সব টুইটকে ইংরেজী ভার্সানে দেখেছি....এই টুইট নাই
আপনারা নিজের স্বার্থে সবাইকে ব্যব হার করতে পারেন

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫১

ইছামতির তী্রে বলেছেন: আপনি একটু বেশী বুঝে ফেলেছেন। আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কিন্তু আমি কোন ক্যাচাল পছন্দ করি না, সহ্যও করি না।

যাইহোক, লিঙ্কটা ভুয়া কি-না সেটা আমি জানি না; আপনার মত আমিও খুজেছি। কিন্তু এখনো পাইনি। পাব কিনা তাও জানিনা। ঐ লিঙ্কের কমেন্ট অপশনে আমি লিঙ্ক চাইব। দেখি ওরা কি বলে।

একটা অনুরোধ, কাউকে অযথা ট্যাগিং করবেন না।

২২| ২৮ শে মে, ২০১৮ সকাল ৯:২৭

অগ্নিবেশ বলেছেন: তথাকথিত ধার্মিকরাই সবচেয়ে বেশী মিথ্যেবাদী।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪

ইছামতির তী্রে বলেছেন: আর অধার্মিকরা আক্রমণাত্মক, তাই না?

সামুতে কেউ কাউকে চেনে না; জানে না। লেখাই যার যার অবস্থান, মানসিকতা প্রকাশ করে। ভবিষ্যতে বিষয়টা খেয়াল রাখবেন দয়া করে।

২৩| ২৯ শে মে, ২০১৮ রাত ১২:১৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একটা ফেইক টুইট দিয়ে পোস্টই দিয়ে ফেললেন ? আজব বিবেচনাবোধ।

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯

ইছামতির তী্রে বলেছেন: আমাকে অযথা ভুল বুঝছেন। এটা ঠিক যে, আমি টুইটের সত্যতা যাচাই করিনি। আমি http://www.rtnn.net/bangla/ এ এটা প্রথম দেখি। দেখামাত্র মূল লিঙ্কসহ ব্লগে শেয়ার দেই। কিন্তু এটা ডাহা অপবাদ যে, আমি অপপ্রচার করছি। আপনি আমার অন্যান্য পোষ্ট দেখতে পারেন।

যাইহোক, আমি অলরেডি উক্ত অনলাইন পত্রিকায় ফোন করে এর ভ্যালিড লিঙ্ক দাবী করেছি। তাদের বলেছি এ ধরণের পোষ্ট দিলে অবশ্যই এর সোর্স দেয়া উচিত। তারা একমত হয়েছেন। এখন দেখি তারা কি বলে। তারা রেসপন্স করলে আমি আপডেট দিব।

কিন্তু এটা নিয়ে অনেক পানি ঘোলা করা হচ্ছে। অথচ আমি আমার পোষ্টে একবারও এর সত্যতা দাবী করিনি। এমনকি কমেন্টেও না। বরং আমি বার বার বলেছি এটা কপি-পেষ্ট পোষ্ট। আমি এও বলেছি যে, লিঙ্ক আমিও খুজবো। গতকাল অনেক সময় নিয়ে আমি লিঙ্ক খুজেছিও। কিন্তু এখনো পাইনি। যে কেউ নিরপেক্ষভাবে বিচার করলে আমার কথার সত্যতা পাবেন। কিন্তু কে শোনে কার কথা! তারা 'পাইছি' বলে শোরগোল তুলছেন।

যাইহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.