![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পর ছোটবেলার এর বান্ধবীর সাথে দেখা। প্রায় পাঁচ, ছয় বছর তো হবেই। এই ক'বছরের মাঝে বিয়ে টিয়ে করে পুরো দস্তুর সংসারী।
"কিরে, কেমন আছিস? ভালো তো? এখনো কি গাছে উঠে আম পেড়ে খাস?" আমি আগের মতো তুই সম্বোধন করে এই কথাটাই জিজ্ঞেস করলাম।
কিন্তু তার মাঝে আগের মতো আর উচ্ছ্বলতা বা চঞ্চলতা নেই। লজ্জিত কন্ঠে মোটামুটি বাধ্য হয়ে উত্তর দিলো, "ভালো আছি। তুমি কেমন আছো?"
রাস্তায় আরেক বন্ধুর সাথে দেখা। আমি মোটামুটি একই ভাবে আগের মতো জিজ্ঞেস করলাম, "কিরে বেটা, কেমন আছিস? ভুড়ি টুড়ি হয়ে তো অস্থির অবস্থা!"
সেও অপ্রস্তুতের মতো কাচুমাচু করে তুইয়ের বিপরীতে তুমি সম্বোধন করেই উত্তর দিলো, "ভালোই। বাড়িতে কবে আসলা?"
সবার থেকে নিজেকে বড্ড পরপর লাগে। সবার থেকেই নিজেকে অনেক দূরের কেউ মনে হয়। তুই থেকে তুমি সম্পর্কে যাওয়া অনেক অস্বস্থিকর। তুই তুই সম্পর্কই তো ভালো ছিলো।
©somewhere in net ltd.