নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

বড় ক্যাডার মানেই বড় মাপের মানুষ না

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

বলুন তো, মানুষকে যদি তাদের ব্যবহার অনুযায়ী ক্লাসে ভাগ করা হয়, তাহলে কত ভাগে ভাগ করা যায়?
আসুন নিজেরাই একটু ক্লাস ভাগ করি।
একটা হবে ক্লাসলেস। এর উপরেরটা হবে থার্ড ক্লাস। তার উপরের টা হবে সেকেন্ড ক্লাস। আর তার উপরে ফার্স্ট ক্লাস। কিন্তু, তার উপরে কি?
এই সাইকেলটা পূরণ করে তার উপরে মানুষ আবার ক্লাসলেস হয়ে যায়। উদাহরণটা দিলেই বুঝবেন।
২১ শে ফেব্রুয়ারী পরিচয় হয়েছিলো এক বড় ভাইয়ের সাথে। পেশায় তিনি একজন পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার।
বঙ্গবাজার মোড়ে দাড়িয়ে যখন গল্প করছিলাম উনি উনার গাড়ির ড্রাইভারকে টিএসসি হয়ে বঙ্গবাজার মোড়ে আসতে বললেন।
আমি বললাম, ভাইয়া, টিএসসি দিয়ে আপনার গাড়ি এখন তো আসতে পারবে না। রাস্তায় অনেক জ্যাম। ২১ শে ফেব্রুয়ারীর ভীড় তো বুঝতেই পারছেন।
তিনি বললেন, অসম্ভব। আমার গাড়ি আটকাবে এমন সাহস কারোও নাই।
আমি বললাম, ভাইয়া, সাহসের তো দরকার নাই। টিএসসি থেকে আমি পুরো রাস্তাটা হেটে আসলাম। ফুটপাতেও রাস্তায়ও জ্যাম। আপনার গাড়ি আটকাতে কারোও সাহসের দরকার নেই। গাড়ির সামনে ২০০ রিকসা থাকলেই হবে।
তিনি বললেন, তা অবশ্য ঠিক।
কথায় কথায় উনি আমার সিজিপিএ জিজ্ঞেস করলেন। আমিও এড়িয়ে যেতে না পেরে উত্তর দিলাম। উনি বললেন, আমার সিজিপিএ জানো?
আমি কোন আগ্রহ বোধ না করলেও ভদ্রতাবশত জানতে চাইলাম।
উনি বললেন, অনার্সে 3.92 আর মাস্টার্সে 3.96. তাও আমি আবার সাইন্সে ছিলাম।
শুধু বললাম, ওওও।
তারপর আমি উনার ফেসবুক আইডি চাইলাম।
উনি বললেন, ASP .....
-ASP মানে?
উত্তরটা ছিলো, A for Assistant, S for Superintend of , P for Police.
এই মানুষগুলোকে আমার ক্লাসলেস ই মনে হয়। শুধু ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার ই হলেন, ফার্স্ট ক্লাস মানুষিকতার মানুষ হতে পারলেন না। সব সময় শুধু নিজেকে জাহির করাতেই ব্যাস্ত।
ভাবলাম ফেসবুকে তো মোট ৪ বার নাম পরিবর্তন করা যায়। উনি ৪ বার প্রমোশন পাওয়ার পর নামটা ৪ বার পরিবর্তন করতে পারবেন। তারপর প্রমোশন পেয়ে যখন আরোও উপরের পদে চলে যাবেন, তখন কি নাম দেবেন? নাকি সারা জীবন Assistant Superintend of Police ই থেকে যাবেন?
নাকি, নতুন আরেকটা আইডি খুলবেন?
...ভাই, আগে মানুষ হোন, তারপর নাহয় সিভিল সার্ভিসে ক্যাডার হোন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.