নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

ইয়োইয়ো ম্যাক; আমাদের আধুনিক ছেলেদের প্রতিনিধি

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

গ্রামের ইস্মাট ছেলে মোহাম্মদ আব্দুল করিম। এসএসসি পরীক্ষার সময় সে ক্ষ্যাত ছিলো, ফেসবুক চালাতো না তাই পরীক্ষার আগে প্রশ্নপত্র পাইনি, এ প্লাস টাও পাওয়া হয়নি। তবু শিক্ষা মন্ত্রীর বদান্যতায় পাশটা কেউ ঠেকিয়ে রাখতে পারেনি।

পাশ করেই সে ঢাকা শহরে এসে ইস্মাট একটা ইংরেজী নামের কলেজ খুজে ভর্তি হয়ে গেলো। পাশের বদৌলতে বাপের কাছ থেকে আদায় করলো একটা ইস্মাট ফোন। এখন সে ইস্মাট নামের কলেজে পড়ে, ইস্মাট ফোন চালায়, তাই একটা ইস্মাট ইংরেজী নাম না হলেই না। আব্দুল করিম নাম টা কেমন যেন ক্ষ্যাত ক্ষ্যাত লাগে। নতুন নাম হয়ে গেলো ম্যাক (MAK). মোহাম্মদের M, আব্দুলের A, করিমের K. নামটা তার ভালোই পছন্দ। ইয়োইয়ো একটা ভাব আছে।

পোষাকেও এল তার আমূল পরিবর্তন। সে হয়ে গেলো নায়ক দেবের মহা ভক্ত। আজকাল দেবের মত পোষাক না হলে আর তার হয় না। তৎকালীন করিম যেখানে নরমাল শার্ট প্যান্ট পড়ে যেতো এখন ইয়োইয়ো ম্যাক সেখানে যায় হাফপ্যান্ট, টি-শার্ট (বুকে লেখা Kiss me, কে জানে এর মানে কি), আর গলায় চিকন একটা টাই পেচিয়ে। পায়ে থাকে স্নিকার অথবা কনভার্স। আমরা আম জনতা ইস্মাট ইয়োইয়ো পোলা দেইখা হা করে তাকিয়ে থাকি।

আমার সাথে দেখা মসজিদে। ইস্মাট ছেলে ইস্মাট ফোন নিয়েই আলোচনা। ভাই, নাকি ইস্মাট ফোন কিনছেন? ফেসবুকে তো আজকাল থাকেন ই না। হাই দিলে রিপ্লাই দেন না। স্ট্যাটাস এ লাইক কমেন্ট মারেন না। আমি তো ঠিক ই আপনার সব ফটোতে লাইক মারি। ঘটনা কি? আমি কোন উত্তর দিতে পারিনা।

করিম, স্যরি, ম্যাক ছেলে কিন্তু খুব ভালো। সামাজিকতা খুব রক্ষা করে, সবার বিপদে সবার আগে উপস্থিত থাকে। জনৈক মুরব্বি মারা গেছেন। ম্যাককে দেখলাম জানাযায় যাচ্ছে। পরনের নীল টি-শার্টে চে এর ছবি মেঘলা দিনেও চোখে নীল সানগ্লাস। সানগ্লাসটা কিন্তু চরম ম্যাচ করেছিলো টি-শার্টের সাথে।

ম্যাকের গানের চয়েজও অনেক ভালো। আর কার সাথে থাকার সময় কোন গান শুনতে হয় এটা সে ভালো বুঝে। মসজিদের হুজুর আর কয়েকজন মুরুব্বি দাড়িয়ে ছিলো পাশে করিম স্যরি ম্যাক আড্ডা দিচ্ছিলো বন্ধুদের সাথে। আর তার ইস্মাট ফোনে একের পরে এক গান বাজছিলো, চার বোতল ভোদকা, পরে বাজলো ব্লু আইস হিপ্নোটাইজ, পরের টা ইংলিশ শিল্পী আকনের আই ওয়ানা .... ইউ। ইংলিশ গানতো তাই মধ্যের অংশটুকু বুঝতে পারিনি।

স্কুল চলাকালীন সময় করিম স্যরি ম্যাক যদি চুলে স্পাইক কইরা, সানগ্লাস একটা লাগাইয়া, কানে ইয়্যারফোন দিয়া মাথা দোলাতে দোলাতে স্কুল মাঠের মধ্যে দিয়ে হেটে যায় স্কুলের মেয়েরা ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসে।

আমাদের লাগে হিংসা। আমরা এমন ইস্মাটও হইতে পারিনি আমাদের দিকে তাকিয়ে কোন স্কুল গোইং মেয়ে হাসেও না। দুঃখ...দুঃখ...

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এরা হলো মফস্বলের স্মার্ট ছেলে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯

রিয়াদ আল সাহাফ বলেছেন: স্মার্ট না ভাই, এরা হল ইস্মাট।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২

সাফকাত আজিজ বলেছেন: বুকে লেখা Kiss me, কে জানে এর মানে কি ? আকনের আই ওয়ানা .... ইউ। ইংলিশ গানতো তাই মধ্যের অংশটুকু বুঝতে পারিনি। B-) ;) :P :#) B-))

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১

রিয়াদ আল সাহাফ বলেছেন: ওই টাইপ ছেলেগুলো ইংলিশ গান মানেই, মনে করে স্মার্টনেস। কোন গানের অর্থ কি বোঝার চেষ্টা করেনা। আর সব গান যে সবার সবার সামনে শোনা যায়না, এতাও জানেনা।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

কালীদাস বলেছেন: দেশে এই টাইপে ইসমারটের মহাপ্লাবন বয়ে যাচ্ছে ইদানিং।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

রিয়াদ আল সাহাফ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.