![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কযেকদিন আগে এক বড় ভাই ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে, তিনি পাসপোর্ট অফিসে বসে আছেন। মামা বা চাচার জোড়ে মাত্র দুই ঘন্টার চেষ্টায় পাসপোর্ট হাতে বাসায় ফিরবেন। সাথে সাথে মনে পড়ে গেল ২০১২ সালে আমার পাসপোর্ট করার ঘটনা।
মায়ের চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে আমাকে ইন্ডিয়া যেতে হবে। উল্লেখ্য যে, ১৫ দিনে সাধারণ পাসপোর্ট করতে ৩০০০ টাকা লাগতো আর জরুরীতে ৭ দিনে ৬০০০ টাকা। আমি জরুরীতে এ্যাপ্লাই করলাম। যখন পুলিশ ইনভেস্টিগেসনে আসলো চক্ষুলজ্জাহীনভাবেই ঘুষ চাইলেন। পাছে পাসপোর্ট পেতে দেরী হয় তাই ৫০০ টাকা ধরিয়ে দিলাম। ১৫ দিন পরেও পাসপোর্ট না পেয়ে পাসপোর্ট অফিসে এক উর্ধ্বতন আর্মি অফিসারের (ব্রিগ্রেডিয়ার কিংবা কর্নেল) রুমে খোজ নিতে গেলাম। উনি তখন অফিসে উনার ব্যক্তিগত মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। উনার ব্যক্তিগত কাজে বাধা দেয়ার অপরাধে আমাকে ধমক দিয়ে একঘন্টা পরে আসতে বললেন। পাছে পাসপোর্ট পেতে দেরী হয় তাই কিছুই বললাম না। মুখ বুজে ধমক সহ্য করলাম। অবশ্য ১ ঘন্টা পরে গিয়েও কাজের কোন অগ্রগতি জানতে পারিনি। অবশেষে, ১ মাস ৩ দিন পর পাসপোর্ট হাতে পেলাম।
ঘটনা শুনে বন্ধুরা বললো, "তুই লিগ্যালি না গিয়ে দালাল ধরলে আরোও অনেক আগেই পাসপোর্ট পেয়ে যেতি।"
কথা সত্য। বাংলাদেশের অন্যান্য সব সেক্টরের মত পাসপোর্ট অফিসের অবস্থা আজোও একই রকম।
এদেশে কি কখনো ঘুষের ঐতিহ্য, স্বজনপ্রীতি, দায়িত্বে অবহেলা কিংবা দালালের দৌরাত্ব্য বন্ধ হবে না???
©somewhere in net ltd.