![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-দাদা, আজকে এত সকালে উঠলেন!
দাদা মুখভর্তি একটা লুকানো হাসি দিয়ে বললো, "আজকে বাড়ি যাবো।" আমিও মুখভর্তি হাসি দিয়েই বলেছিলাম, "আমিও আজকেই যাচ্ছি।" বাড়ি যাবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আরোও কয়েকজন বন্ধু রেডী হচ্ছে। সবার চোখে মুখে একটা উচ্ছ্বাস। বন্ধুদের ফোন, "দোস্ত কবে আসবি? আমি তো আইসা পড়ছি।"
বাড়িতে আসার জন্য অনেক সকালে উঠে দেখলাম সবাই আমার মত চালাক। সবাই সকালেই যাচ্ছে তাই ভীড় স্বাভাবিকের চেয়ে আরেকটু বেশী। ৪ ঘন্টার রাস্তা যাবো ৭ ঘন্টায়। তবুও আমার আনন্দ কমে না।
টিভিতে প্রিয় সেই বিজ্ঞাপনগুলো আবার শুরু হয়ে গেছে। "স্বপ্ন যাবে বাড়ি আমার" "ভাইসাব খবর একখান খবর একখান দেরী হইয়া যায়।" নতুনভাবে যোগ হয়েছে অনলাইনে গরু খাসি বিক্রি। অনেকেই কাউফি তুলে ফেসবুকে আপলোড করছে। কেমন যেন একটা উৎসব উৎসব ভাব।
আমারও কত কাজ! বাজার ঘুরতে হবে, গরু কিনতে হবে, দা বটি ধার দেয়ার ব্যবস্থা করতে হবে।
কোরবানীর হাটে গরুদের স্যানিটেশন ব্যবস্থা এতো খারাপ হওয়া সত্ত্বেও হাটে গরু কিনতে যাবো। গরুর গুতা খাওয়ার মত লাইফ রিস্ক ও আছে। কয়েক কিলোমিটার গরু নিয়ে হেটে হেটে আসবো। "গরুর দাম কত?" এই উত্তর দিতে দিতে মুখ ব্যাথা করে ফেলবো। তবু আমার আনন্দ কমবে না।
আসলে, কোরবানী ঈদের আমেজটাই একটু অন্যরকম। এত বড় হয়ে গেছি তবু এই ঈদটা এলে মজাই লাগে।
সবাইকে ঈদ-উল-আযহার অগ্রীম শুভেচ্ছা।
©somewhere in net ltd.