নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

বিড়ি ঐতিহ্য

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

আমাদের কিছু ধানের জমি আছে। জমি চাষ থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত দিনমজুরদের দিয়েই সব কাজ করানো হয়। আমাদের এলাকার মোটামুটি সবাই এভাবে চাষাবাদ করে থাকে।
সাধারণত ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা এসব অঞ্চল থেকেই লোকজন এসে রেলওয়ে স্টেশনে বসে থাকে। তারপর তাদেরকে দৈনিক মজুরি অথবা বিঘা প্রতি চুক্তিতে কাজে নিয়োগ দেয়া হয়। যে বাড়িতে কাজ করে থাকা, খাওয়ার দায়িত্বটা সে বাড়িতেই।
সবকিছুই ঠিক আছে। তবে এর পাশাপাশি আরেকটা ট্র্যাডিশন চালু আছে। সেটা নিয়েই আমার সমস্যা। ওরা যদি বিড়ি খায় তাহলে সেটাও আমাদের সরবরাহ করতে হবে। বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করতে হবে, তারা কোন ব্র্যান্ডের বিড়ি খায়। আকিজ বিড়ি নাকি আবুল বিড়ি। যে যেই ব্র্যান্ডের বিড়ি খেয়ে অভ্যস্ত তাকে সেটাই এনে দেয়া হয়।
তবে স্বস্তিদায়ক ব্যাপার কেউ বেনসন বা মার্লবোরো খেয়ে অভ্যস্ত না। বেনসন খেলে প্রতিদিন সবাইকে এক প্যাকেট করে বেনসন দেয়া লাগতো।
অবশ্য দোকান থেকে বিড়ি কেনাটাও অনেক বেশী অস্বস্তিকর। সবাই কেমন করে যেন তাকায় যে মনে হয় আমি নিজের জন্য বিড়ি কিনে নিয়ে যাচ্ছি। তাও আবার কয়েক প্যাকেট আকিজ বিড়ি।
একবার কি কারণে যেন বেশ বিপদেই পড়েছিলাম। তখন ক্লাস টেনে পড়ি। স্যার কেন জানি ক্লাসে বিড়ির দাম জিজ্ঞেস করলেন। আমিও বলে দিলাম। স্যার তো আড়চোখে আমার দিকে তাকালেন।
বললেন, "তুমি বিড়ির দাম জানো কিভাবে?"
আমি বললাম, "স্যার, আমাকে সন্দেহ করেন না। কামলাদের জন্য আজকে সকালেই বিড়ি কিনেছি তো, তাই রিসেন্ট দামটাই জানি।"
স্যার বললেন, "উত্তর সন্তোষজনক। ক্ষমা করে দিলাম।"
স্যারের সাথে আবার মোটামুটি ফ্রীই ছিলাম। এবার একটু যোগ করে বললাম, "স্যার, আপনি যদি আমাকে সিগারেট নিয়ে সন্দেহ করতেন তবু মান-সম্মান থাকতো। বিড়ি নিয়ে সন্দেহ করায় কিন্তু স্যার একটু রাগ করলাম।" স্যার শুধু একবার মুচকি হাসলেন। ঘটনা এখানেই শেষ।
তবে সৌভাগ্যের ব্যাপার এদের কারোও মদ বা গাঁজা খাবার অভ্যাস নেই। থাকলে আজকে গাঁজার খোজেও বের হতে হতো একবার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! ইন্টারেস্টিং!!

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৯

রিয়াদ আল সাহাফ বলেছেন: শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ, পছন্দ করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.