নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

চিকা মারা ঐতিহ্য

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৪

হয়তো আমরা বাঙ্গালী বলেই সম্ভব। অন্য কোথাও এতো চ্যালেঞ্জিং জাতি আছে কিনা আমার জানা নাই।
মনে করেন কোন দেয়ালে সুন্দর লাল কালি দিয়ে লেখা আছে, "এখানে প্রস্রাব করা নিষেধ।" আমি শিউর অন্য কোথাও দেখতে পান আর নাই বা পান সেখানে ঠিক ই দুয়েক জনকে প্যান্টের জিপার খুলে দাড়িয়ে থাকতে দেখবেন।
কেউ হয়তো নতুন বাসা করেছে বা বাসার দেয়ালে নতুন রং করেছেন। অনেক দূর থেকেই চকচকে নতুন দেয়ালটা দেখা যাচ্ছে। হয়তো লিখেও দিয়েছেন, "এখানে পোস্টার লাগানো নিষেধ।" পরের দিন রাত না পাড় হতেই দেখবেন সুন্দর সুন্দর পোস্টারে দেয়াল ভরে গেছে। "পাগলের বাচ্চাকে ছাগলের বাচ্চা মার্কায় ভোট দিন, প্রচারে এলাকাবাসী।" "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলছে।" কিংবা, "ব্লকড বা ডেভিল'স গ্রুপ।"
আবার ধরেন ঝারু দেয়া রাস্তা বা শপিং মলে গেছেন। ময়লা ফেলার ঝুড়ি পাশেই আছে কিন্তু ভদ্রলোকগণ কাচা শুপারী দিয়ে পান খেতে খেতে হাসি মুখে পানের পিক ফেলবে ফ্লোরের কোণার দিকে, হাতের চুনটা মুছে ফেলবে পর্দায়।
গতকাল মগবাজার গিয়েছিলাম এক কাজে। সন্ধ্যার দিকে ভাবলাম হাতিরঝিলের পাশ দিয়ে হেটে হেটে চলে যাই। একা একা ভালোই লাগবে। কিন্তু, কিসের ভালোলাগা কিসের কি? মগবাজার রেল ক্রসিং থেকে বাংলা মটর, হাতিরঝিলের এ অংশটুকু পুরোটা আসলাম, নতুন জামাইয়ের মতো, মানে মোটামুটি নাকে, মুখে রুমাল চাপা দিয়ে।
ভালো জিনিস কি আমাদের ভালো লাগবে? কোটি কোটি টাকা খরচ করে বানানো এই হাতিরঝিলের পানি যতদিন না নষ্ট হবে ততদিন পাবলিকের পানি দূষিতকরণ, ময়লা আবর্জনা নিক্ষেপকরণ কর্মসূচি চলছেই, চলবেই।
আর সবচেয়ে আশার কথা, পাবলিক এখানে ১০০% সফল।
বেঁচে থাক রে বাপ তোরা। দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো নষ্ট করার জন্য তোদের প্রয়োজন আছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪

সাধারণ ভুল মানুষ বলেছেন: ঠিক

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪

রিয়াদ আল সাহাফ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.